পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সংখ্যা। ] নৌকাডুবি । داد . আছেন! যদি কিছুমাত্র কৃতজ্ঞতা থাকিত, छ८ब पञखङ यांथां७ ५ब्रिऊ ।” ৰোগেন্দ্র। ইহাকেই বলে পিল-হারামী ! • অন্নদাৰাৰু অত্যন্ত খুসি হইয়া হাসিতে লাগিলেন। অনেকদিন পরে আবার ৰে তাহার পিলবাক্সের উপরে আত্মীয়স্বজনের কটাক্ষপাত আরম্ভ হইয়াছে, ইহা তিনি পারিবারিক স্বাস্থ্যের লক্ষণ বলিরা গণ্য করিলেন —র্তাহার মন হইতে একটা ভার নামিয়া গেল ! তিনি কহিলেন, “এই বুঝি ! লোকের বিশ্বালে হস্তক্ষেপ ! আমার পিলাহারী দলের মধ্যে ঐ একটিমাত্র অক্ষয় আছে—তাহাকেও ভাঙাইয়া লইবার চেষ্টা ।” অক্ষয় কহিল, “সে ভয় করিবেন ন৷ অন্নদাবাৰু! অক্ষয়কে ভাঙাইয়া লওয়া *ङ !* ৰোগেন্দ্র । মেকিটাকার মত—ভাঙা ইতে গেলে পুলিসকেস হইবার সম্ভাবনা ! এইরূপে হাস্তাগীপে অন্নদাবাবুর চায়ের টেবিলের উপর হইতে যেন অনেকদিনের এক ভূত ছাড়িয়া গেল । আজিকার এই চাবে সভা শীঘ্ৰ ভাঙিত ন!—কিন্তু আজ যথাসময়ে হেমনলিনীর চুলবাধা হয় নাই বলিয় তাহাকে উঠিয়া যাইতে হইল—তখন অক্ষয়েরও একটা বিশেষ কাজের কথা মনে পড়িল-সেও চলিয়া গেল । o যোগেন্দ্ৰ কহিল—“বাবা, আর বিলম্ব নয় —এইৰেল হেমের বিৰাহের জোগাড় কর ।” অন্নদাৰী গৰাকুইইয়া চাহিয়াখছিলেন। যোগেজ কছিল-“রমেশের সহিত বিবাই ভাঙিয়া-যাওয়া লইয়া সমাজে অত্যন্ত কানাকানি চলিতেছে — ইহা লইয়া কাহাতক সকল লোকের সঙ্গে * আমি একলা ঝগড়া করিয়া বেড়াইব-৮ সকল কথা দি খোলস। করিয়া বলিবার জো থাকিত, তাহা হইলে ঝগড়া করিতে আপত্তি করিতাম না । কিন্তু হেমের জন্ত যে মুখ ফুটিয়া কিছু বলিতে পারি না—কাজেই হাতাহাতি করিতে হয়। সেদিন অখিলকে চাব কাইয়া আসিতে হইয়াছিল- শুনিলাম, সে লোকট। যাহা মুখে আসে, তাহাই বলিয়াছিল। শীঘ্ৰ যদি হেমের বিবাহ হইয়া যায়, তাহা হইলে সমস্ত কথা চুকিয়া যায় এবং আমাকেও পৃথিৰীমুদ্ধ লোককে দিনরাত্রি আস্তিন তুলিয়া শাসাইয়া বেড়াইতে হয় না ! আমার কথা শোন, আর দেরি করিয়ে না ।” অন্নদা। বিবাহ কাহার সঙ্গে হইবে যোগেন্‌ ? যোগেন্দ্র । একটিমাত্র লোক আছে । ধে কাও হইয় গেল এবং যে সমস্ত কথাবার্তা উঠিয়াছে, তাহাতে পাত্র পাওয়া অসম্ভব। কেবল বেচার অক্ষয় রছিয়াছে—তাহীকে কিছুতেই দমাইতে পারে না ! তাহাকে পিল খাইতে বল পিল খাইবে, বিধাছ করিতে বল বিবাহ করিৰে ! অন্নদা। • পাগল হইয়াছ যোগেন ? অক্ষয়কে ফ্লেম বিবাহ করিবে ! যোগেন্দ্র। তুমি যদি গোল না কর ত আমি তাহাকে রাজি করিতে পারি। . অন্নদা ৰাস্ত হইয়া উঠিয়া কহিলেন—“ন যোগেন না, তুমি হেমকে কিছুই বোঝ না। তুমি তাহাকে ভয় দেখাইয়া কষ্ট দিয়া অস্থিয়