পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bペ করিয়া তুলিবে। এখন তাহাকে, কিছুদিন স্বস্থ থাকিতে দাও—সে বেচারা অনেক কষ্ট পাইয়াছে। বিবাহের ঢের সময় আছে !” 4 مايو ** যোগেন্দ্ৰ কহিল, “আমি তাঁহাকে কিছুমাত্র পীড়ন করিব না. যতদূর সাবধানে ও মুছভাবে কাজ উদ্ধার করিতে হয়, তাহার ক্রটি হইবে না । তোমরা কি মনে কর, আমি ঝগড়া না করিয়া কথা কহিতে পারি না ?” যোগেন্দ্র অধীরপ্রকৃতির লোক । সেইদিন সন্ধ্যাবেলায় চুলবাধা সারিয়া হেমনলিনী বাহির হইবামাত্র যোগেন্দ্র তাহাকে ডাকিয়৷ বলিল, “হেম, একটা কথা আছে।” কথা আছে শুনিয়া হেমের হৃৎকম্প হইল। ষোগেন্দ্রের অমুৰী হইয়া আস্তে আস্তে ৰসিবার ঘরে অাসিয়া বসিল । যোগেন্দ্র কহিল, “হেম, বাবার শরীরটা কি-রকম খারাপ হইয়াছে দেখিয়াছ !” হেমনলিনীর মুখে একটা উদ্বেগ প্রকাশ পাইল ; সে কোনো কথা কহিল না । ৰোগেন্দ্র । আমি বলিতেছি, ইহার একটা প্রতিকার না করিলে উনি একটা শক্ত ব্যামোয় পড়িবেন। হেমনলিনী বুঝিল, পিতার এই অস্বাস্থ্যের জন্ত অপরাধ তাহারই উপরে পড়িতেছে। সে মাথা নীচু কুরিয়া মানমুখে কাপড়ের পাড় লইয়া টানিতে লাগিল। যোগেন্দ্ৰ কহিল, “যা হইয়া গেছে, সে ত হইয়াই গেছে, তাঙ্গ লইয়া যতই "আক্ষেপ করিতে থাকিব, ততই আমাদের লজ্জার কথা। এখন বাবার মনকে যদি সম্পূর্ণ স্বস্ব করিতে চাও, তবে যত শীঘ্র পার, এই সমস্ত জপ্রিয় বঙ্ক দশন । [ ৪র্থ বর্ষ, শ্রাবণ । ব্যাপারের একেবারে গোড়া মারিয়! ফেলিতে হইবে।” এই বলিয়া উত্তর প্রত্যাশা করিয়া যোগেন্দ্র হেমনলিনীর মুখের দিকে চাহিয়া চুপ করিয়া রহিল। 會 হেম সলজ্জমুখে কহিল, “এ সমস্ত কথা লইয়া আমি যে কোনোদিন বাবাকে বিরক্ত করিব, এমন সম্ভাবনা নাই ।” যোগেন্দ্র। তুমি ত করিবেশনা জানি, কিন্তু তাহাতে ত অন্ত লোrের মুখ বন্ধ হইবে না । হেম কহিল, “তা আমি কি করিতে পারি বল * যোগেন্দ্র। চারিদিকে এই যে সৰ নানা কথা উঠিয়াছে, তাহা বন্ধ করিবার একটিমাত্র উপায় আছে। যোগেন্দ্র ষে উপায় মনে মনে ঠাওরাইয়াছে, হেমনলিনী তাহা বুঝিতে পারিয়া তাড়াতাড়ি কহিল, “এখনকার মত কিছুদিন বাবাকে লইয়ু পশ্চিমে বেড়াইতে গেলে ভাল হয় না ? দুচার মাস কাটাইল্প আসিলে ততদিনে সমস্ত গোল খামিয়া ধাইবে।” যোগেন্দ্ৰ কহিল, “তাহাতেও সম্পূর্ণ ফল হইবে না । তোমার মনে কোনো ক্ষোভ নাই, যতদিন বাবা এ কথা নিশ্চয় না বুঝিতে পারিবেন, ততদিন তাহার মনে শেল বিধিয়া থাকিবে—ততদিন তাহাকে কিছুতেই স্বস্থ হইতে দিবে না।” o দেখিতে দেখিতে হেমনলিনীর দুই চোখ জলে ভাসিয়া গেল। সে ভাড়াতাড়ি জল মুছিয়া -Jফলিল-কছিল, "ামাকে কি ক্ষরিতে বল ?” 毓