পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8"לצ যোগেন্দ্র তৎক্ষণাৎ নরম হইয়া কহিল, “হেম, রাগ করিয়ো না বোন। আমার মন খারাপ হইয়া গেলে মাথার ঠিক থাকে না জান ত—“তখন যাহা মুখে আসে, তাহাই বলিয়া বসি। আমি কি ছৈলেবেলা হইতে তোমাকে দেখি নাই—আমি কি জানি না, লজ্জা তোমার পক্ষে কত স্বাভাবিক এবং বাবাকে তুমি কত ভালবাস ।” এই বলিয়া যোগেন্দ্র অন্নদাবাবুর ঘরে চলিয়া গেল। যোগেন্দ্র তাহার বোনের উপর না জানি কিরূপ উৎপীড়ন করিতেছে, তাহাই কল্পনা করিয়া অল্পদ তাহার ঘরে - উদ্বিগ্ন হইয়া বসিয়া ছিলেন—ভাই-ধোনের কথোপকথনের মাঝখানে গিয়া পড়িবার জন্ড উঠি উঠি করিতেছিলেন, এমন-সময় যোগেন্দ্র আসিয়া উপস্থিত হইল—অল্পদ তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন । যোগেন্দ্ৰ কহিল, “বাবা, হেম বিবাহ করিতে সম্মত হইয়াছে। তুমি মনে করিতেছ, আমি বুঝি খুব বেশি জেদ করির। তাহাকে রাজি করাইয়াছি—তাহ মোটেই নয় । এখন, তুমি তাহাকে একবার মুখ ফুটিয়া বলিলেই সে অক্ষয়ুকে বিবাহ করিতে আপত্তি করিবে না ।” অন্নদা কহিলেন—“আমাকে বলিতে হইবে।” . & যোগেন্দ্র। তুমি না বলিলে সে কি নিজে আসিয়া বলিবে ‘আমি অক্ষয়কে বিবাহ করিব? আচ্ছ, নিজের মুখে তোমার বলিতে যদি সঙ্কোচ হয়, তবে আমাকে অল্পমতি কর, আমি তোমার আদেশ তাহকে জানাই-গে । অন্নদা ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন, “ন। বঙ্গদর্শন । [ ৪র্থ বর্ষ, শ্রাবণ । ম, আমার যাহা বলিৰার, আমি নিজেই বলিব । কিন্তু এত তাড়াতাড়ি করিবার প্রয়োজন কি ? আমার মতে আর কিছুদিন যাইতে দেওয়া উচিত।” t যোগেন্দ্র কহিল, “না বাবা, বিলম্বে নানা বিল্প হইতে পারে—এরকম ভাবে বেশিদিন থাকা কিছু নয়।” ৰোগেঞ্জের জেদের কাছে ৰাড়ীর কাছারো পারিবার জো নাই—সে যাহা ধরিয়া বসে, তাহ সাধন না করিয়া ছাড়ে না । অল্পদ। তাছাকে মনে মনে ভয় করেন । তিনি আপাতত কথাটাকে ঠেকাইয়া রাখিবার জন্ড বলিলেন, “আচ্ছ। আমি বলিব।" | যোগেজ কহিল, “বাবা, আজই বলিবার উপযুক্ত সময় । সে তোমার আদেশের জন্ত অপেক্ষা করিয়া বসিয়া আছে । আজই স্ব৷ হয় একটা শেষ করিয়া ফেল !” অল্পদ বসিয়া ভাবিতে লাগিলেন । যোগেন্দ্ৰ কহিল, “বাৰা, তুমি ভাবিলে চলিৰে নী—হেমের কাছে একবার চল ।” অন্নদা কহিলেন, “যোগেন, তুমি খাক, আমি একলা তাহার কাছে যাইব ।” ধোগেঞ্জ কহিল, “আtছ, আমি এইখানেই বসিয়া রহিলাম।” অন্নদা বসিবার ঘরে ঢুকিয় দেখিলেন, ঘর অন্ধকার । তাড়াতাড়ি একটা কোঁচের উপর হইতে কে একজন ধড়ফড়, করিয়া উঠিস্থ দাড়াইল—এবং পরক্ষণেই একটি অঞ্জ আর্দ্র কণ্ঠ কহিল, “বাবা, আলো.নিবিন্ধ গেছে--বেহায়াকে জালিতে বলি ।” জgলা নিবিবার কারণ, অন্নদা ঠিক • বুঝিতে পারলেন--তিনি বলিলেন, “খাৰু ন৷