পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. চতুর্থ সংখ্যা। ] নৌকাডুবি । ᎼᎽ☾ ম, মালোর দরকার কি ”—বলিয়া হাতুড়া- বলিস্নে মা ! আমাকে দেখিবার জন্ত ইয়া হেমনলিনীর কাছে আসিয়া বসিলেন । তোদের লাগিয়া থাকিতে হইবে, আমার সে হেম কহিল, “বাবা, তোমার শরীরের তুমি যত্ন ক্লরিতেছ না।” অল্পদ কহিলেন, “তাহার বিশেষ কারণ আছে মা-শরীরটা বেশ ভাল আছে বলিয়াই যত্ন করি না । তোমার শরীরটার দিকে তুমি একটু তাকাইয়ো হেম!” হেমনলিনী ক্ষুণ্ণ হইয়া বলিয়া উঠিল, “তোমরা সকলেই ঐ একই কথা বলিতেছ— ভারি অন্যায় বাবা ! আমি ত বেশ সহজ মানুষেরই মত আছি—শরীরের মধত্ব করিতে . আমাকে কি দেখিলে বল ত ! যদি তোমাদের মনে হয়, শরীরের জন্ত আমার কিছু করা আবগুক, আমাকে বল না কেন ? আমি কি কখনো তোমার কোনো কথায় না? বলিয়াছি বাবা ?”—শেষের দিকে কণ্ঠস্বরটা দ্বিগুণ स्रां# तुनांश्ठ । - অন্নদী ব্যস্ত ও ব্যাকুল হইয়া কহিলেন— *কখনো না মা ! তোমাকে কখনো কিছু বলিতেও হয় নাই – তুমি আমার মা কি না, তাই छूभ श्रांमाब्र अख८ब्रब्र कथा छांन-छूमि আমার ইচ্ছা বুঝিয়া কাজ করিয়াছ। অামার একত্ত্বি মনের আশীৰ্ব্বাদ যদি ব্যথ না হয়, তবে ঈশ্বর তোমাকে চিরশ্নথিনী করিবেন।” হেম কছিল, “বাব, আমুকে কি তোমার কাছে রাখিবে না ?” অন্নদা । কেন রাখিব না ? 穩 হেম । যতদিন না দাদার বেী আসে, • অন্তত ততদিন ত থাকিতে পারি আমি না থাকিলে তোমাকে কে দেখিবে ? ** অন্নদী । আমাকে দেখা ! ও কথা মূল্য নাই। @ o হেম কহিল, সাৰ, ঘর বড় অন্ধকার— আলো আনি ৷”—বলিয়া পাশের স্বর হইতে একটা হাতলণ্ঠন অনিয়া ঘরে রাখিল। কহিল, “কল্পদিন গোলেমালে সন্ধ্যাবেলায় তোমাকে খবরের কাগজ পড়িয়া শোনানো হয় নাই । আজকে শোনাইব ।” অন্নদা উঠিয়া কহিলেন, “আচ্ছ, একটু বোস মা, আমি আসিয়া শুনিতেছি।”---বলিয়া, যোগেন্দ্রের কাছে গেলেন । মনে করিয়াছিলেন বলিবেন, “আজ কথা হইতে পারিল না, আর একদিন হইবে।” কিন্তু যেই যোগেন্দ্র জিজ্ঞাসা করিল—“কি হইল বাবা ? ৰিবাহের কথা বলিলে ?”—আমনি তাড়াতাড়ি কহিলেন—“হঁ। বলিয়াছি।”—র্তাহার ভয় ছিল, পাছে যোগেন্দ্র নিজে গিয়া হেমনলিনীকে ব্যথিত করিয়া তোলে । যোগেন্দ্ৰ কহিল –“সে অবশু রাজি इक्ष्ब्रोप्छ् ?' অন্নদা । হা, একরকম রাজি বই কি ? যোগেন্দ্র কছিল-- *তবে আমি অক্ষয়ুকে বলিয়া আসি-গে !” অন্নদা ব্যস্ত হইয়া কহিলেন, “না না, অক্ষয়কে এখন কিছু বলিয়ে না। বুঝিয়াছ যোগেন, অত, বেশি তাড়াতাড়ি করিতে গেলে সমস্ত ফ্লাসিয়া যাইবে । এখন কাহাকেও किहू दणिदाद्र मद्रकांब्र नाई-ञांभद्रा बब्रक একবার পশ্চিমে বেড়াইল্পী আসি-গে, তার পরে সমস্ত ঠিক হইবে।” • * যোগেন্দ্র সে কথার কোনো উত্তর ন৷