পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سياسياجع করিয়া, বিদেশের ধৰ্ম্মপ্রচারকগণকে নির্দয়রূপে নিহত করিয়া, বিদেশের লোকের পক্ষে যাপানের অভ্যন্তরে বিচরণ করিবার স্বাধীন চেষ্টায় বাধাপ্রদান করিয়ছে ; সেই যাপান তাহার ইতিহাসের ভিতর দিরা চাহিয়া দেখিয়াছে,—সমগ্র বিদেশের লোকের মধ্যে কেবল ভারতবর্ষের লোকেই সম্পূর্ণ ভিন্নভাবে যাপানে পদপিণ করিয়াছিল। সেকালের বৌদ্ধসন্ন্যাসীর পবিত্র পীতবস্ত্রের অভ্যন্তরে নিঃস্বার্থ সম্ভাবপূর্ণ সরলপ্রাণ স্পদিত হইয়া, যাপানের অভু্যদন্ত্রসাধনের জন্তই নিয়ত নিযুক্ত হইয়াছিল। ভারতবর্ষ দান করিবার জন্ত মুক্তহস্তে দ্বারে দ্বারে পরিভ্রমণ করিয়া, যাপানের শিল্প, সাহিত্য ও সামাজিক জীবনের উপর জ্ঞানসাম্রাজ্যের প্রতিষ্ঠা করিয়াই কৃতকৃতার্থ হইয়াছিল ; দানের ছলনা করিয়া অপহরণ করিবার জন্ত কিছুমাত্র আগ্রহ প্রকাশ করে নাই। প্রবুদ্ধ যাপান চাহিয়া দেখিয়াছে,— ভারতবর্ষই তাহাদের “ভাবের মাতৃভূমি”— মাতার স্থায় স্তন্তদান করিরা যাপানকে ইহপরকালের পুণ্যপথে বিচরণ করিবার জন্ত শক্তিদান করিয়াছে ; ডাকিনীর দ্যায় স্নেহের ছলনায় রক্তশোষণ করে নাই ! যাপান এই “ভাবের মাতৃভূমি”র প্রতি আকৃষ্ট না হইবে কেন ? মানবসমাজের ইতিহাসে প্রত্যেক দেশেরই কিছু-না-কিছু প্রভাব লক্ষিত হইয়া बर्द्राथिनि । [ ৪র্থ বর্ষ, শ্রাবণ । থাকে। কোন দেশের ইতিহাস মানবজাতির সমুন্নতিসাধনের কিরূপ চেষ্টার পরিচয় প্রদান করে, সভ্যসমাজ যেদিন তাহার আলোচনায় হস্তক্ষেপ করিবে, সেদিন ভারতবর্ষের পুৰ্ব্বগৌরব পুনরায় মুক্তকণ্ঠে স্বীকৃত হইবার সময় উপস্থিত হইবে। ইতিহাসের এই বিজয়বাৰ্ত্তা অস্থাপি সৰ্ব্বত্র স্বপরিচিত হয় নাই। তজ্জন্ত ভারতবর্ষের ইতিহাসের প্রকৃত মর্য্যাদা অনুভূত হইতেছে না। • পাশ্চাত্য পণ্ডিতবর্গ যেন অবজ্ঞায় নাসিক। কুঞ্চিত করিয়া, ভজ্জনীহেলনে তারারবে চীৎকার করিয়া কহিতেছেন,—“ভারতবর্ষের ইতিহাসের আবার গৌরব কি ? ভারতবর্ষ তাহার ক্ষুদ্রসীমার বাহিরে একপাদ ভূমিও অপহরণ করিতে পারে নাই ! ধাহা পাইয়াছিল, তাহ লইয়াই সস্তুষ্ট থাকিম্বা ধীরে ধীরে অযোগ্যের স্তায় সৰ্ব্বস্ব হারাইয়। কাঙাল হইয়া পড়িয়াছে । এ দেশের ইতিহাসই ইহার অসারতার উৎকৃষ্ট প্রমাণ " দক্ষ্যদলের বিচারে দস্থ্য ভিন্ন ধৰ্ম্মভীরু গৃহস্থের প্রশংসালাভের সম্ভাবনা নাই। তাই ভারতবর্ষ ভীরু ও কাপুরুষ বলিয়া কলঙ্কিত। এই কলঙ্কই ভারতবর্ষের শুভ্রললাটের 'সমুজ্জল রত্নতিলক । o সেদিন ভারতবর্ষের বাহিরে, জলে স্থলে ভারতবর্ষের.প্রতিদ্বন্দ্বী হইবার যোগ্যশক্তিশালী মানবসমাজ বর্তমান থাকিলে, তাহার • It might therefore be justly said that India has no place in the political history of the world. * *

  • * * * An expedition like

that of Alexander could never have been conceived by an Indian king, and the ambition of native conquerors, in-spose few cases where it existed, fever went beyond the limits of India itself—Max Muller's History of Ancient Sanskrita Literature, p. 31. -