পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 ° সেয়ান অথবা সেয়ান—স্ত্রীলিঙ্গ, সেয়ানী। আবার সেয়ানী অর্থে যুবতীও নয় । শব্দের শিথিল প্রয়োগে সেয়ানীদের অর্থ যুবতী হইতে পারে,কিন্তু অদ্বিতীয় শব্দকুশলী বিদ্যাপতি সেরূপ প্রয়োগ করিবার লোক নহেন । লেয়ানী অর্থে চতুর অথবা কিশোরী, এখানে কিশোরী। আগেয়ানী স্ত্রীলিঙ্গ বিশেষণ, দূতীর প্রতি প্রযুক্ত। দূতী প্রৌঢ়া, রসিক, বাগবিদগ্ধা নহে, বাবা গোপকণ্ঠা, শব্দনিৰ্ব্বাচলে অবভিজ্ঞ । অপরূপ বালা দেখিয়া আসিয়াছে ধটে, কিন্তু কেমন করিয়া বর্ণন করিবে, স্থির করিয়া উঠিতে পারে না । তরুণী বলিলে যথার্থ বর্ণনা হয় না, আবার ওদিকে বালিকাও নয়। ঠিক শব্দটি খুজিয়া না পাইয়। সেই গোপকুমারী বলিয়া উঠিল, শৈশব যৌবন দুহু এক ভেলা । তাহাকেই অতি মধুর ভৎসনা করিয়া কবি কহিতেছেন, শ্নৈশব ধোবন দুই এক হয় না, দুইয়ের একযোগে একটি অপূৰ্ব্ব তৃতীয় পদার্থ স্বল্প হয়। ছে গোপকম্ভে, হে অজ্ঞানতিমিরাবুতনয়নে, যাহাকে দেখিয়াছ, সে কিশোরী, শৈশব. যৌবনের সন্ধিরেখাস্থলে কমলারুণলাঞ্ছিত চরণপাতে দণ্ডায়মান ! আধার শৈশবের, কিন্তু যৌবনম্পর্শে চকিতচঞ্চল ! প্রথম মিলনের একটি পদে নায়িকার সঙ্কোচ; আtশঙ্ক। প্রভৃতি বর্ণিত হইয়াছে । ਖੋ હરે বিলপতি আতিশয় স্বধ ভেলি। . ' . পরশিতে তরসি করছি কর ঠেলি৷ টীকাকার "তরসি’ শব্দের অর্থ করিয়াছেন, “তৰলি-বলে, বলপূর্বক ‘ অথবা তরস্বী— 'বলবান বলিষ্ঠ। অর্থ হইল কি ? পরশিতে 象 बक्रमचंन। [ ৩য় বর্ষ, বৈশাখ । বলপূর্বক হস্তদ্বারা হস্ত ঠেলিয়া দেয়, অথবা বলবান স্পর্শ করিতে হাত দিয়া হাত ঠেলিয়া দেয়, না বলপূৰ্ব্বক স্পর্শ করিতে হাত ঠেলিয়৷ দেয় ? যে অর্থ করা যায়, তাহাতেই কিছু বিস্মিত হইতে হয়। "সেয়ানী’শব্দের মত "তরসি’ ষে উভয়লিঙ্গ বিশেষণ প্রতিপাদিত হয় নাই, তাহাও বলা যায় না, কারণ বলপূৰ্ব্বক হস্ত ঠেলিরা দেওয়া নায়িকার পক্ষেই প্রযোজ্য মনে হয় । অনেক বিবেচনা করিয়! এই স্থির করিতে হয় যে, তরস্বী আর কেহ নয়, টীকাকার নিজে, কারণ তিনি গায়ের জোরে এই অর্থ করিয়াছেন । বিদ্যাপতির সঙ্কলনকার ও টীকাকারগণ যদি যত্বপূৰ্ব্বক প্রাচীন বৈষ্ণব কবিদিগের রচনা পাঠ করেন, তাহা হইলে তাহীদের পক্ষে বিদ্যাপতির রচনা বুঝিবার ও বুঝাইবার অনেক আমুকুল্য হয়, কিন্তু তfহfরা কোষ, দর্পণ, ব্যাকরণ লইয়। ব্যস্ত, অন্ত দিকে বড়.একটা দৃকপাত করেন ন। । বিদ্যাপতির এই পংক্তিটি পরশিতে তরসি করছি কর ঠেলি - গোবিন্দদাস অবিকল এই আকারে গ্রহণ করিয়াছেন । গোবিন্দদাসের পদে রহিয়াছে -- লুবধল মাধব মুগধিনী নারী। ও অতি বিদগধ এ অতি গোঙারী। পরশিতে তরসি করছি কর ঠেলই । হেরইতে বদন নয়ান জল থলই ; তরসি—তরাসে, ত্ৰাসে। স্পর্শ করিলে ত্ৰাসে করে. কর ঠেলিয়া দেয়—এই সহজ অর্থ পড়িয়া রহিয়াছে, ইহার উপর তরস্বিতা প্রকাশ করিবার কোন কারণ নাই । বিরভক্লিয় নায়িকীর তমিমাবর্ণনে কবি কহিতেছেন,—