পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.. চতুর্ণ সংখ্যা। ] পাগল । २९¢ উৎপূর .হয়, প্রবৃত্তি ও দোষসামান্য, দোষপরীক্ষা, জন্মাস্কর, শূন্যবাদনিরাস, ঈশ্বর জগতের অকুপাদান, জগৎ আকস্মিক নহে, সমস্ত বস্তু অনিত্য নহে, সমস্ত বস্ত নানাত্মক নহে সৰ্ব্বশূন্যবাদনিরাস, ফলপরীক্ষা, দুঃখবৃত্তান্ত, মুক্তি, তত্ত্বজ্ঞানোৎপত্তি, অবয়ব ও अदब्रयौ, निब्रवब्रद वड, बांश्वड, उखुख्ळांनবৃদ্ধি, তত্ত্বজ্ঞানপালন, কেহ কোন হেতু প্রদর্শন করিলে তদ্বিরদ্ধে হেত্বস্তর উদ্ভাবন করা (ইহার শাস্ত্রীয় নাম সৎ প্রতিপক্ষ ), ২৪প্রকার জাতি অর্থাৎ বাদীর উক্তিতে যে দোষ থাকে সেই দোষ-বাদীকে দেখান, অভিমত বাক্যার্থের অপ্রতিপাদক পদার্থ, এবং ২২গ্রকার নিগ্ৰহস্থান অর্থাৎ পরাজয়ের স্থান। গেীতমের গ্রস্থে এই সকল প্রস্তাব আছে এবং প্রস্তাবসকল অতি সুপ্রণালীতে নিবদ্ধ হইতে দেখু যার । এই সকল প্রকরণে যে যে বিষয় গৌতমকর্তৃক অভিহিত হইয়াছে, সে সকল এরূপ স্বল্পকায় প্রবন্ধে ব্যক্ত করা দুঃসাধ্য। সেইজন্য আমি এইস্থানেই অদ্যকার পাঠ সমাপ্ত করিলাম । শ্ৰীকালীবর বেদান্তবাগীশ । পাগল । م۔ احمد بھی ختم ہوئے& e. --سم۔ পশ্চিমের একটি ছোট সহর । সমুখে বড়রাস্তার পরপ্রাস্তে থোড়ো চাল গুলার উপরে পাচ-ছয়ট তালগাছ বোবার ইঙ্গিতের মত জাকাশে উঠিয়াছে, এবং পোড়ো বাড়ীর ধারে প্রাচীন তেতুলগাছ তাহার লঘুচিকণ ঘন পল্লবভার, সবুজ মেঘের মত, সূপে স্তুপে স্ফীত করিয়া রহিস্কাছে । চালশূন্ত ভাঙা ভিটার উপরে ছাগলছানা চরিতেছে। পশ্চাতে মধ্যায়ু-আকাশের দিগন্তরেখা পৰ্য্যস্ত বনশ্রেণীর খামলতা। আজ এই ছোট সহরটির মাথার উপর হইতে বর্ষ হঠাৎ তাহার কালে অবগুণ্ঠন একেবারে অপসারিত করিয়া দিয়াছে । আমার অনেক জরুরী’ লেখা পড়ির चां८छ्--डांशंब्रां *क्लिब्राहे ब्रश्णि । जॉनि, তাহা ভবিষ্যতে পরিতাপের কারণ হইৰে ; তা হউক, সেটুকু স্বীকার করিয়া লইতে হইবে। পূর্ণতা কোন মূৰ্ত্তি ধরিয়া হঠাৎ কখন আপনার আভাস দিয়া যায়, তাহা ত জাগে হইতে কেহ জানিয়া প্রস্তুত হইয়া থাকিতে পারে না—কিন্তু যখন সে দেখা দিল, তখন তাহাকে শুধুহাতে অভ্যর্থনা করা যায় না। তখন লাভক্ষতির আলোচনা যে করিতে পারে, সে খুব হিসাবী লোক— সংসারে তাহার উন্নভি হইতে থাকিবে— কিন্তু হে নিবিড় আষাঢ়ের মাঝখানে একদিনের জ্যোতিৰ্ম্ময় অবকাশ, তোমার শুরু মেঘমাল্যখচিত ক্ষণিক অভু্যদরের কাছে আমার সমস্ত জরুরী কাজ আমি মাটি, করি লাম—আজি অামি ভবিষ্যতের হিসাৰ করি