পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সংখ্যা । ] উঠিয়ছিল। পরে এক ছেলে হইল, মাটিয়ে তাহার নাম রাখিল ফটু নাটে ( ভাগ্যবান)। সে-ই ইহাদের একমাত্র বংশধর এবং পরিবাক্সের আশাভরসা । মেয়েওলির সৎপাত্রে বিৰাহ হইয়াছিল । সময়ে-অসময়ে তাহাদের বাপ নিঃসঙ্কোচে জামাইদের বন্দুক ও ছোরার উপর নির্ভর করিতে পারিত। ছেলেটি সে সময়ে দশবৎসরের মাত্র, কিন্তু তার মধ্যেই উপযুক্ত হইয়া উঠিবার বিলক্ষণ পরিচয় দিতেছিল । একদিন শরৎকালে মাটিয়ে স্ত্রীকে লই৷ স্বাকীর মধ্যে এক আবাদে তাহার ছাগলের পাল তত্ত্বাবধান করিবার জন্ত সকাল-সকাল বাড়ী হইতে ৰাহির হইল। ফটু নাটোর ইচ্ছ ছিল সঙ্গে যায়, কিন্তু সে আবাদ অনেকদূর, তা ছাড়া বাড়ী-থবরদারী করার জন্যও একজনের থাকা দরকার, তাই বাপ বারণ করিল । ইহার জন্য তাহাকে পস্তাইতে ইইয়াছিল কি না, পরে দেখা যাইবে । মাটিয়ে ঘণ্টাকতক গিয়াছে। ফটুনাটো প্রশান্তভাবে রোদে গুইয়া দূরের নীল পাহাড়গুলি দেখিতেছে, আর আগামী রবিবারে সুবেদার-খুড়ার ওখানে নিমন্ত্রণ থাইতে যাইৰে, সে কথা ভাবিতেছে, এমন সময়ে এক বন্দুকের আওয়াজে তাহার চিন্তার স্রোত হঠাৎ ৰাধা পাইল। সে উঠি, মাঠের যে দূিৰ হইতে আওয়াজ আসিল, সে দিকে ফিরিয়ার্তাকাইল। আওয়াজের পর আওরাজ কখনো অল্প, কখনো বেশী সময় অন্তর হইতে হইতে ক্রমেই কাছে আসিতে লাগিল । শেষে মাঠ হইতে মাটিয়েরি বাড়ীর দিকে জাসিৰার রাস্তায় মাথার এক লোক দেথf কর্সিকাদ্বীপের.একটি গল্প। همه جاج গেল। তাহার লম্ব দাড়ী, পরনে ছেড়া কাপড় ও পাহাড়ী টুপী ; বন্দুকের উপর লাঠির মত ভর দিয়া কোনরকমে, শরীরটাকে টানিয়৷ আনিতেছে । তাহার উরুতে গুলির চোটু লাগিয়াছে। . এই লোকটি দস্থ্য—অর্থাৎ আইনের হাত এড়াইবার জন্য পালাইয়৷ বেড়াইতেছে। সে রাতারাতি সহরে বারুদ আনিতে গিয়া রাস্তায় একদল সিপাহীর হাতে পড়িয়। গিয়াছিল । খুব একপত্তন লড়িয়া, সে কোনগতিকে পাথরের আড়ালে আড়ালে ফিরিয়া দৌড় দিতে পারিয়াছিল । তাহারাও ফাকে পাইলেই গুলি চালাইতে চালাইতে উদ্ধশ্বাসে তাড়া করিয়াছিল । সে সিপাহীদের অল্পমাত্র আগিয়ে ছিল, এমন অবস্থায় খোড়। প। লইয়া ধরা পড়িবার আগে তাহার পক্ষে মাকীতে পৌছন অসম্ভব। সে ফটু নাটোর নিকটে আসিয়া কহিল—“তুই কি মাটিয়োর ছেলে ?” “হঁ।” “আমি গ্যানেটে। আমাকে লাল পাগড়ীতে তাড়া করেছে । আর চলতে পাৰ্বছি নে, আমাকে লুকো ।” “বাবাকে জিজ্ঞাসা না করে’ তোমাকে লুকোলে তিনি কি বলবেন ?” “তিনি বলৰেন্‌—’ৰেশ করেছিস্ " “〔夺 জানে ro “મણ লুকে, তার এল বলে ।” “বাবার ৰাড়ী আসা পর্য্যন্ত অপেক্ষা কর না ।” 曾 “আরে মন্ত্র! অপেক্ষ ক স্বৰ কি ? তারা च्षाब्र *isभिनिरफेब्र मरषाहें c*ोर६ बारद।