পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミや● বঙ্গদশন । ৪ৰ্থ বৰ্ষ, ভাদ্র। . আমায় লুকে। বলছি, নয় ত তোকে মেরেই আবার আগেকার মত প্রশান্তভাবে রোদে ফেলব ।” ফটুনাটাে অতি ঠাণ্ডাভাবে উত্তর করিল —“তোমার বন্দুক ত দেখছি খালি, আর থলেতেও আর টাটা নেই।” “আমার ছোরাটা ত আছে ।” g “আমার সঙ্গে দৌড়ে পারবে ?” এই বলিয়া বালক এক লাফে দস্থ্যর আয়ত্তের বাহিরে গেল । “তুই দেখছি বাপের বেটা ন’স । আমাকে শেষে বাড়ীর সাম্নে ধরিয়ে দিবি?” এই কথা বালকের মনে লাগিল। সে একটু কাছে আসিয়া জিজ্ঞাসা করিল - “তোমাকে লুকোলে কি দেবে ?” দস্থ্য জেব ঘাটিয়া একটি মুদ্র বাহির করিল । বোধ হয় ইহা সে বারুদখারদের জন্ত রাখিয়াছিল । রূপ। . দেখিয়া ফটু নাটোর মুখে হাসি দেখা দিল। সে মুদ্রাটি খালাইয়াধরিয়া গ্যানেটোকে বলিল—“কিছু ভয় নেই।” তৎক্ষণাৎ পাশ্ববৰ্ত্তী খড়ের গাদায় সে এক মস্ত গৰ্ত্ত করিল । গ্যানেটো গুড়ি মারিয়া তাহার মধ্যে ঢুকিয় গেলে বালক তাহাকে এমন করিয়া খড়চাপ। দিল যে, দমও বন্ধ ন হয়, অথচ ভিতরে লোক আছে, তাহী ঘুণাক্ষরেও বুঝা সম্ভব না হয়। সে আর এক প্যাচাও ফন্দি ঠাওরাইল। এক বিড়াল সবে বাচ্ছা দিয়াছিল, সেগুলিম্বন্ধ তাছাকে গাদার উপর রাখিল,—বাহাতে দেখায় যেন সম্প্রতি খড় নাড়াচাড়া করা হয় নাই। পরে বাড়ীর ধারের রাস্তায় রক্তের দাগ দেখিয়া সেগুলি বেশ করিয়া ধুলাচাপা দিয়া সে শুইয়া পড়িল । মিনিটকতক পরে এক জমাদারের অধীনে ছয়জন থাকীপোষাক লালপগগধারী সিপাহী মাটিয়োর দুয়ারের সাম্নে আসিয়া দাড়াইল জমাদার মাটিয়োদের কুটুম্ব হইত, তাহার নাম গম্বা । সে খুব তুখোড় সিপাহী, অনেক দস্থ্য গেরেফ তার করিয়াছে বলিয়৷ তাহারা উহাকে যমের মত ভয় করিত । ফটু নাটো যেখানে শুইয়া ছিল, সে দিকে হাটিয়া গিয়া সে কহিল—“কিরে ভায় । তুই যে মস্ত হয়ে উঠেছিল! এখান দিয়ে এইমাত্র কাওকে যেতে দেখেছিস ?” বালক দ্যাক সাজিয়া উত্তর করিল— “আমি কিন্তু তোমার মত ট্যাঙা এখনো হ’তে পারি নি জমাদারদাদা 1" “সময়ে সবই হবে । কিন্তু বল দেখি, কোন লোক ধেতে দেখিসনি কি ?” “লোক যেতে দেখেছি কি না ?” “হঁ। । একটা লোক, মাথায় কালে৷ মধুমলের পাহাড়ী টুপি, গায়ে হলদে-কাজ কর। লাল কোত্তl l" “মাথায় পাহাড়ী টুপি, গারে হলদেকাজ-করা লাল কোর্ভ ?” 喙 “হঁ। চট্‌ করে’ উত্তর দে না, আমার কথাগুলো অমল করে আওড়াস্ নে ৷” “আজ সকালে পাদরাসাহেব আমাদের দুরোর দিয়ে ঘোড়ায় চড়ে’ তিনি জিজ্ঞাসা করলেন,বাবা কেমন আছেন ? ● "سـة caة Eiffaة মকরে বদমাইস্! আমার সঙ্গে চালাকি

  • হচ্ছে নাকি ? ধী করে বলে’ ফেল, গ্যানেটো