পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭૨ বঙ্গদর্শন । { ৪র্থ বর্ষ, ভাত্র। হয় ভাবে এক অধিবার মাঠের দিকে তাকাইতে লাগিল । এমন সময়ে কৰ্ত্তা, শাসনে কিছু হুইবার নহে সাধ্যস্ত করিয়া, মিষ্ট কথায় গায়ে হাত বুলাইয়া কাজ-উদ্ধারের শেষচেষ্টা দেখা স্থির করিল। সে বলিল—“ভায়া খুব হসিয়ার ছেলে। এর পর একজন হ’য়ে উঠবি দেখছি। কিন্তু আমার সঙ্গে এমন ব্যবহারটা কি বড় স্ববিধের হ’ল ? মাটিয়ো-খুড়ে। যদি মনে কষ্ট না পেত, আমি তোকে সঙ্গে ধরে’ না নিয়ে যেতাম ত কি বলেছি।” sł “ইস্! gy “খুড়ে। কিন্তু ফিরে এলে আমি সব বলে’ ম্বেৰ। তুই মিথ্যেকথা বলেছিস্ শুনলে সে মারের চোটে তোর চামড়া ফাটিয়ে দেবে।”

  • তার পর ?” “তুই দেখে নিস্। কিন্তু দেখু, ভাল ছেলে হ’লে আমি তোকে একটা জিনিব দেব।”

“জমাদারদাদা, আমিও তোমাকে একটু উপদেশ দেব । তুমি যদি এখানে আর দেরী কর, তা হ’লে গ্যানেটে মাকাতে পৌছে যাবে, তখন তোমার মত দশটা শেয়ানা জুটলেও তাকে আর ধরতে পারবে না।” জমাদার জেব হইতে রূপার ঘড়ি বাহির করিল, দাম আন্দাজ বিশপচিশ টাকা হইবে। লোভে ফটু নাটোর চোখ জলিতেছে দেখিয়া, সে চেনেয় আগা ধুরিয়া ঘড়িটি তাহার মুখের সামনে লটুকাইয়া বলিতে লাগিল—“কিরে বদমাইস এরকম ঘড়ি গলায় বুলিয়ে বেড়াতে লাগবে কেমন? সহরের _মুধ্যে দিয়ে যাবি যেন ময়ুর প্যাকম তুলে’ বেজেছে’ করে’ চারদিকে ঘিরবে, আর তুই বলবি—“আমার ঘড়িটা দেখে নাও না i!" “আমি বড় হ’লে স্ববেদার খুড়ো আমার ঘড়ি দেবে।” &

  • তা ত দেবে, কিন্তু মুবেদারের ছেলের বে এখনই ঘড়ি রয়েছে—সেটা এত ভাল নয় বটে, তবে তার বয়স ও ভোর চেয়ে কম ।”

বালক দীর্ঘনিশ্বাস ফেলিল । *আচ্ছ ভায়া, আমার এ ঘড়িটা চাস কি না, বল দেখি ?” হঠাৎ আস্তমাছ সামনে ধরিয়া দিলে বিড়ালের যেমন হয়, ঘড়ির দিকে একদৃষ্ট্রে চাহিয়া ফটু নাটোর ও সেইরকম চেহারা হইল। বিড়াল সন্দেজ করে, বুঝি-বা তামাল৷ করা হইতেছে ; একবার করিয়া থাবা বাড়ায়, অথচ ছুইতে সাহস পায় না ; মাঝে মাঝে চোখ ফিরায়,–পাছে অতি লোভে বিপদ ঘটে; আবার ঠোট চাটে, যেন মনিৰক্লে বলিতেছে—এমন নিষ্ঠুর ঠাট্টা কেন ?” গম্বা-জমাদারের চেহারায় ফকির ভাৰ কিছু না থাকিলেও ফটু নাটো হাত না বাড়াইয়া, কাষ্ঠকাসি হাসিয়া বলিল— “আমাকে নিয়ে মজা পেয়েছ নাকি ?” । “মাইরি ! আমি ঠাট্টা করছি নে । গ্যানেটে। কোথায়, আমাকে बtझहे ७ई ঘড়ি তোরই হবে ।” . অবিশ্বাসের ভাবে মুচুকে হেসে ੇ নাটে। তার বড়-বড় কালে-কালে চোখ দিয়া জমাদারের মুখের দিকে প্যাইপ্যাট করিয়া চাঁছর। ওঁাহার কথায় কতদূর বিশ্বাস BBBS BB BBB BB BBS BBS BBS BBS BD BBDD LLLL DDD