পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চমু সংখ্যা । ] কর্সিকাদ্বীপের একটি গল্প। ২৩৩ লাগিল। জমাদার বলিয়া উঠিল –“যা বলছি, তা করূলে ঘড়ি তোকে যদি না দিই, তবে আমি জমাদারই নই। আমার এই .লোকজন সব সাক্ষী রইল, অামার কণা"খেলাপ হবার জো নেই।” এইরূপ বলিতে বলিতে গম্বা ঘড়িট ক্রমেই বালকের মুখের কাছাকাছি আনিতে লাগিল, শেষে প্রায় তাহার গালে আসিয়া ঠেকিল । মুখ দেখিয়াই বুঝা যাইতে লাগিল, তাহার মনের ভিতরটা কেমন তোলপাড করিতেছে —“বিশ্বাস ভাঙি, কি ঘড়ি ছাড়ি । তাঙ্গর খোলা রক সজোরে উঠিতে-পড়িতে লাগিল, .আর একটু হইলে যেন দম আটুকাইয়৷ আসিবে । ততক্ষণ ঘড়ি সম্মুখে দুলিতেছে, কথনে ঘুরিয়া নাকেও ঠেকিতেছে। অবশেষে একটু একটু করিয়া ডানহাতটা ঘড়ির দিকে উঠিতে লাগিল ; আ৭,লের ডগ তাহাতে গিয়া ঠেকিল : ঘড়ির পুরো বোঝাট হাতের উপর পড়িল। কিন্তু জমাদার তাছাতেও চেনের আগাট ছাড়িল না । কাচের ভিতরটার আকাশের মত নীল রং, ৰাহিরের রূপটি টাটকা পালিশ করা, রোদে আগুনের মত ঝলকাচ্ছে । লোভ আর কিছুতেই সামলাইয়া রাখা গেল না । ফটু নাটো বা-হাতটাও তুলিয়া কাধের উপর দিয়া”বুড়া আঙুলের ইঞ্জিতে পিছনের খড়ের গাদটি দেখাইয় দিল । জমাদার তৎক্ষণাৎ বুঝিয়া লইল ; চেনটা ছাড়িয় निग । कश्नाटै घक्लिफ़े। ७षन निछत्र সম্পত্তি জানিয়া হরিণের মত এক, जॉ८ष थप्फुनु * रूiछ् झढेrऊ झांडक्ष्ठक ठकांग्ड जद्विब्रा .मैंiफ़ाहेण । সিপাহীয়াও ও ঘোড়া পাওয়া যাবে এখন * * * তদওে খড় নাবাইয়া ফেলিতে আরম্ভ করিল। & দেখিতে দেখিতে খড় নড়িয়া উঠিল এক রক্তমাথা লোক ছেপ্লিীহাতে বাহির হইল। কিন্তু সে উঠিতে গিয়া দেখে, পায়ের জখমটা আড়ষ্ট হওয়ায় তাহার খাড়া হইবার উপায় নাই। সে সেখানেই পড়িল । জমাদার তাহার ঘাড়ের উপর হুমড়ি থাইয়া পড়িয়া ছোর ছিনাইয়া লইল। মুহূৰ্ত্তমধ্যে তাঙ্গার ধড়ফড়ানিসত্ত্বেও সে আষ্টেপিষ্টে বাধা গড়িল । গ্যানেটে দড়িবাধা কাঠের বোঝার মত মাটিতে পড়িয়া নিকটে আগত ফটনাটোর দিকে ফিরিয়া, যত না রাগে, ততোধিক ঘূণায় বলিল,”——র বাচ্ছ। ” বালক তাহার নিকট যে মুদ্রাটি পাইয়াছিল, তাহাতে আর অধিকার নাই বোধে তাহা গ্যানেটোর দিকে ছুড়িয়া দিল । কিন্তু সে কার্য্যের প্রতি দম্য প্রক্ষেপমাত্র করিল ন। । সে জমাদারকে আতি প্রশান্তভাবে বলিল—“গস্বাভাই, আমি ত হাটুতে পার্ব না, গুণমাকে সহর পয্যন্ত ব’য়ে নিয়ে যেতে इु ।" বিজয়োৎফুল্ল জমাদার কহিল—“এইমাত্র ত তুমি ছাগলের বাচ্ছার মত লাফাতে লাফাতে এলে । আচ্ছ ভয় নেই, আমি তোমায় ধরতে পেরে এত খুলী আছি যে, পিঠে করে নিয়ে একক্রোশ হাটুলেও হায়রান হব না। যা হোক, ডালপালার উপর তোমার গায়ের কাপড়টা পেতে একটা ডুলির মত করে দিচ্ছি, একটু আগে গিয়ে ۹۹ گی o