পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বদেশী সমাজ । صصصصحتاج 5 كيتانتي تحميصححمص. “স্বজলা সুফলা” বঙ্গভূমি তৃষিত হইয়া উঠিস্বাছে। কিন্তু সে চাতকপক্ষীর মত উদ্ধের দিকে তাকাইয়া আছে—কর্তৃপক্ষীয়েরা জলবর্ষণের ব্যবস্থা না করিলে তাহার আর গতি नiङ्गे । গুরুগুরু মেঘগর্জন মুরু হইয়াছে— গবমেণ্ট সাড়া দিয়াছেন—তৃষ্ণানিবারণের যা-হয়-একটা উপায় হয় ত হইবে—অতএব আপাতত আমরা সেজন্ত উদ্বেগ প্রকাশ করিতে বলি নাই । আমাদের চিন্তার বিষয় এই যে, পুৰ্ব্বে আমাদের যে একটি ব্যবস্থা ছিল,—যাহাতে সমাজ অত্যন্ত শহজ নিয়মে আপনার সমস্ত অভাৰ আপনিই মিটাইয়া লইত—দেশে তাহার কি লেশমাত্র অবশিষ্ট থাকিবে না ? আমাদের যে সকল অভাব বিদেশীরা গড়িয়া তুলিয়াছে ও তুলিতেছে, সেইগুলাই না হয় বিদেশী পূরণ করুক। অল্পক্লিষ্ট ভারতবর্ষের চায়ের তৃষ্ণ জন্মাইয়া দিবার জন্ত কৰ্জনসাহেব উঠিয়া-পড়িা ,লাগিয়াrছন, আচ্ছা, না হয় অ্যাও য়ুল সম্প্রদায় আমাদের চায়ের বাটি ভৰ্ত্তি করিতে থাকুন; এৰ এই চায়ের চেয়েও ষে জালাময় তরলরসের তৃষ্ণা —ৰাছ প্রলয়কালের স্বৰ্য্যাগুচ্ছটার দ্যায় ৰিচিত্র উজ্জল দীপ্তিতে উত্তরোত্তর আমাদিগকে ; প্রলুদ্ধ করিয়া তুলিতেছে—তাহ পশ্চিমের সামগ্রী এবং পশ্চিমদিগেদবী তাহার পরিবেষণের ভার লইলে অসঙ্গত হয় না— কিন্তু জলের তৃষ্ণ ত স্বদেশের খাটি সনাতন জিনিষ -- ব্রিটিশ গবমেণ্ট, আসিবার পূৰ্ব্বে আমাদের জলপিপাসা ছিল এবং এতকাল তাহার নিবৃত্তির উপায় বেশ ভালরূপেই হইয়া আসিয়াছে - এজন্ত শাসনকৰ্ত্তাদের রাজদগুকে কোনোদিন ত চঞ্চল হইয়া উঠিতে হয় নাই । আমাদের দেশে যুদ্ধবিগ্রহ, রাজ্যরক্ষা এবং বিচারকার্য্য রাজা করিয়াছেন, কিন্তু বিদ্যাদান হইতে জলদান পর্য্যস্ত সমস্তই সমাজ এমন সহজভাবে সম্পন্ন করিয়াছে যে, এত্ত্ব নব নব শতাব্দীতে এত নব নব রাজার রাজত্ব আমাদের দেশের উপর দিয়া বস্তার মত বহিয়া গেল, তবু আমাদের ধৰ্ম্ম নষ্ট করিয়া আমাদিগকে পশুর মত করিতে পাৱে নাই, সমাজ নষ্ট করিয়া আমাদিগকে একেবারে লক্ষ্মীছাড়া করিয়া দেয় নাই । রাজায় রাজায় লড়াইয়ের অন্ত নাই—কিন্তু আমাদের মৰ্ম্মরায়মাণ বেণুকুৱে, অামাদের আমকাঠালের বনচ্ছায়ায় দেবায়তন উঠিতেছে, স্থাপিত হইতেছে, পুষ্করিণীথ•ন চলিতেছে, গুরুমশায় শুভঙ্করী কসাইতেছেন, টোলে শাস্ত্র অধ্যাপনা বন্ধ নাই, চণ্ডীমণ্ডপে রামা* রণপাঠ হইতেছে এবং কীৰ্ত্তনের আরাবে