পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সংখ্যা । ] স্বদেশী সমূজি । ૨GQt আবার, এইরূপ অধিপতির অভিষেকই সমাজকৈ জাগ্রত রাখিবার একটি প্রকৃষ্ট উপায় । সমাজ একটি বিশেষস্থলে আপনার ঐকুটি প্রত্যক্ষভাবে উপলব্ধি করিলে তাহার শক্তি অজেয় হইয়া উঠিবে। ইহার অধীনে দেশের ভিন্ন ভিন্ন নির্দিষ্ট ংশে ভিন্ন ভিন্ন নাম্বুক নিযুক্ত হইবে । সমাজের সমস্ত-অভাব-মোচন, মঙ্গলকৰ্ম্মচালনা ও ব্যবস্তারক্ষা ইহারা করিবেন এবং সমাজপতির নিকট দায়ী থাকিবেন । পূৰ্ব্বেই বলিয়াছি, সমাজের প্রত্যেক ব্যক্তি প্রত্যহ অতি অল্পপরিমাণেও কিছু স্বদেশের জন্ত উৎসর্গ করিবে। তা ছাড়া, প্রত্যেক গৃহে বিবাহাদি শুভকৰ্ম্মে গ্রামভাটি প্রভৃতির দ্যায় এই স্বদেশীসমাজের একটি প্রাপ্য আদায় দুরূহ ৰলিয়া মনে করি না । ইহা যথাস্থানে সংগৃহীত হইলে অর্থাভাব ঘটিবে না। আমাদেয় দেশে স্বেচ্ছাদত্ত দানে বড় বড় মঠমুন্দির চলিতেছে, এ দেশে কি সমাজ ইচ্ছাপূর্বক আপনার আশ্রয়স্থান আপনি রচনা করিবে না 7 বিশেষত যখন অন্নে জলেস্বাস্থ্যে-বিস্তায় দেশ সৌভাগ্যলাভ করিবে, তখন কৃতজ্ঞতা কখনই নিশ্চেষ্ট থাকিবে না । অবশু, এখন আমি কেবল বাংলাদেশকেই আমার চোখের সাম্নে রাখিয়াছি। এখানে সমাজের অধিনায়ক ন্থির করিয়া আমাদের সামাজিক স্বাধীনতাকে যদি আমরা উজ্জল ও স্থায়ী করিয়া তুলিতে পারি, তবে ভারতবর্ষের অক্সাণ্ড বিভাগও আমাদের --অম্বুবর্তী হুইৰে । এবং এইরূপে ভারতবর্ষের cथcठाक यहननै पनि निtछब्र भाषा ७कठेि পরস্পরের সহযোগিতা করা প্রত্যেকের পক্ষে অত্যন্ত সহজ হয়। একবার ঐক্যের নিয়ম একস্থানে প্রৱেশ করিয়া প্রতিষ্ঠিত হইলে তাহ ব্যাপ্ত হইতে থাকে—কিন্তু রাশীকৃত বিচ্ছিন্নভাকে কেবলমাত্র স্ত,পাকার করিতে থাকিলেই তাছা এক হয় না। কি করিয়া কলের সহিত হৃদয়ের সামঞ্জস্তবিধান করিতে হয়, কি করিয়া রাজার সহিত স্বদেশের সংযোগসাধন করিতে হয়, জাপান তাহার দৃষ্টান্ত দেখাইতেছে। সেই দৃষ্টান্ত মনে রাখিলে আমাদের স্বদেশী সমাজের গঠন ও চালনের জন্য একইকালে আমরা সমাজপতি ও সমাজতন্ত্রের কর্তৃত্বসমন্বয় করিতে পারিব—আমরা স্বদেশকে একটি মামুষের মধ্যে প্রত্যক্ষ করিতে পারিব এবং তাহার শাসন স্বীকার করিয়া স্বদেশীসমাজের ধথার্থ সেবা করিতে পারিব। আত্মশক্তি একটি বিশেষস্থানে সঞ্চয় করা, সেই বিশেষস্থানে উপলব্ধি করা, সেই বিশেষস্থান হইতে সৰ্ব্বত্র প্রয়োগ করিবার একটি ব্যবস্থা থাকা আমাদের পক্ষে কিরূপ প্রয়োজনীয় হইয়াছে, একটু আলোচনা করিলেই তাহা স্পষ্ট বুঝা বাইবে । গবর্মেন্ট নিজের কাজের সুবিধা অথবা যে কারণেই ছৌৰু, বাংলাকে দ্বিখণ্ডিত করিতে ইচ্ছ। कब्रिब्रां८इन--श्रांमब्रl उब्र कबृिप्ङहि, ऐशप्ड বাংলাদেশ দুর্বল হইয় পড়িবে। সেই ভর প্রকাশ কুরির আমরা কান্নাকাটি যথেষ্ট করিয়াছি। কিন্তু যদি এই কান্নাকাটি বৃথা হয়, তবে কি সমস্ত চুকিয়া গেল ? দেশকে খণ্ডিত করিলে যেসমস্ত অমঙ্গল ঘটবার সম্ভা छूनिर्किंडे ੇ। লাভ করিতে পারে, তৰে বন, তাহার প্রতিকার করিবার জন্ত দেশের