পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সংখ্যা । ] ছিল এবং বিবাহের পরেই তাহার স্ত্রীবিয়োগ হষ্টয়াছিল। কেহ বা তাহতে সন্দেহ প্রকাশ করে। অক্ষয়ের বিশ্বাস এই যে, বিবাহ করিতে আসিয়া শেষমূহুর্তে সে পিছাইয়াছিল । যাহাই হউক, অক্ষয়ের মতে, এখন নিশ্চয়ই নলিনাক্ষ যাহাকেই পছন্দ করিয়া বিবাহ করিবে, তাঙ্গার মা তাহাতে আপত্তি না করিয়া খুসিই হইবেন । হেমনলিনীর মত আমন মেয়ে নলিনাক্ষ কোথায় পাইবে । আর যাই হোক, হেমের যেরূপ মধুর স্বভাব, তাহাতে সে যে তাহার শাশুড়িকে যথেষ্ট ভক্তিশ্রদ্ধা করিয়া চলিবে, কোনোমতেই ষ্ঠাহাকে কষ্ট দিবে ন , সে বিষয়ে কোনো সন্দেহ নাই । নলিনাক্ষ ছুদিন ভাল করিয়া হেমকে দেখিলেই তাহা বুঝতে পারি বেন। অতএব, অঙ্গ য়ের পরামর্শ এই যে, কোনোমতে দুজনের পরিচয় করাষ্টয়া দেওয়া হউক । R○ তুহ্ময় চলিয়া যাইবামাত্র যোগেন্দ্র দোতলায় উঠিয়া গেল। দেখিল, উপরের বসিবার ঘরে হেমনলিনীকে কাছে বসাষ্টয়া অন্নদণবাবু গল্প করিতেছেন। যোগেন্দ্রকে দেখিয়া অন্নদা একটু লজ্জিত হইলেন। আজ চায়ের টেবিলে তাহার স্বাভাবিক শান্তভাব নষ্ট হইয়া হঠাৎ তাহার রোষ প্রকাশিত হইয়াছিল, ইহাতেও তাহার মনে মনে ক্ষোভ ছিল। তাই. তাড়াতাড়ি বিশেষ সমাদরের স্বরে কহিলেন, “এস যোগেন্দ্র, rবাস ।" 尊 যোগেন্দ্ৰ কহিলেন, “বাবা, তোমরা যে কোনোখানে বাহির হওয়া একেবারেই ছাড়িয়া দিয়াছ ! ছছমে দিনরাত্রি ঘরে বসিয়া থােক। কি ভাল ?” ” নৌকাডুবি । 》 অন্নদা কছিল “ঐ শান ! আমরা ত চিরকাল এইরকম কোণে বসিরাই কাৰ্টাৰ্ছয়া দিয়াছি । হেমক্সে ত কোথাও বাহির করিতে হইলে মাথার্থোড়াখুড়ি করিতে হৃষ্টত ।” , হেম কহিল “কেন বাবা আমার দোষ দাও ? তুমি কোথায় আমাকে লষ্টয়া থাইতে চাও, চল না ।” হেমনলিনী আপনার প্রকৃতির বিরুদ্ধে গিয়াও সবলে প্রমাণ করিতে চায় যে, সে মনের মধ্যে একটা শোক চাপিয়া ধরিয়া ঘরের মাটি তাকৃড়াইয়া পড়িয়া নাই ! তাছার চারিদিকে যেখানে যাহা-কিছু হইতেছে, সব বিষয়েই যেন তাহার ঔৎসুকা অত্যন্ত সঞ্জাব হইয়া আছে । যোগেন্দ্র কহিল—“বাবা, কাল একটা মাটিং আছে, সেখানে হেমকে লইয়া চল ন৷ ” অন্নদা জানিতেন, মীটিঙের ভিড়ের মধ্যে প্রবেশ করিতে হেমনলিনী চিরদিনই একান্ত অনিচ্ছা ও সস্কোচ অনুভব করে তাই তিনি কিছু না বলিয়: একবার হেমের মুখের দিকে চাহিলেন । হেম হঠাৎ একটা অস্বাভাবিক উৎসাহ প্রকাশ করিয়া কহিল—“মাটিং ? সেখানে কে বক্ততা দিবে দাদা ?” যোগেন্দ্র , নলিনাক্ষ-ডাক্তার । অন্নদা। . নলিনাক্ষ! যোগেন্দ্র । ভারি চমৎকার বলিতে পারেন। তা ছাড়া, লোকটার জীবনের ইতিহাস শুনিলে আশ্চৰ্য্য হইয়। যাইতে হয় । এমন ত্যাগস্বীকার । এমন দৃঢ়ত। এরকম मांइरषब्र मऊ भांछ्व शांeब्रां कूडल ! *