পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮২ दछनॅशॉन । [ ৪ৰ্থ বর্ষ, অশ্বিন। সামান্ত কারণে অনেকানেক দেশীয় নিরীহ ভালমানুষের প্লীহাবিদারণ কিংবা মস্তক চূর্ণ করিতে অগ্রসর হইবে না, তাহার একরার नांभां ८कांथांग्न ? বৰ্ত্তমান সভ্যমণ্ডলীর মধ্যে মহাসমিতির পৃষ্ঠপোষক কিংবা লাঠিখেলার পক্ষপাতী যাহারা আছেন, তাহারা অনুগ্রহপূর্বক আমার ধৃষ্টত মাৰ্জ্জনা করিবেন। দেশের শিক্ষিত জনমণ্ডলীর মাতৃভূমির হিতকামনায় এই সকল আন্তরিক উদ্যমকে আমি হৃদয়ের সহিত শ্রদ্ধা করি । শ্রদ্ধা করি বলিয়াই এ সম্বন্ধে কিঞ্চিৎ আলোচনায় প্রবৃত্ত হইয়াছি। কোন শিক্ষিত ভারতসন্তানের আন্তরিক আকাজক্ষা নয় যে, ভারতবাসিগণের আৰার জাতীয় অভু্যদয় হউক, আবার ভারত প্রবুদ্ধ হউক ? কিন্তু আমার বিশ্বাস, আমাদের এই জাতীয়জীবনের মুমুধুর্দশায় তাহাকে পুনরুজ্জীবিত করিবার জন্ত যে সকল ঔষধ প্রয়োগ করা হইতেছে, তদ্বারা তাহাকে বাচাইবার কিছুমাত্র সম্ভাবন নাই। বে বিকারগ্রস্ত রোগীর নাড়ী দমিরা যাইতেছে —pulse sink of ove, oftofo রাখিবার জন্ত যদি তাড়িতযন্ত্র (battery) লাগান হয়, তবে যে অঙ্গে সেই তড়িৎপ্রবাহ ংযোজিত হইবে, কেবল সেই অঙ্গই ক্ষণকালের জন্ত.নড়িয়া উঠিবে, তাহাতে রোগী জীবনী শক্তি লাভ করিয়া আবার দাড়াইরা উঠিৰে না । মৃত্যু ভেকের পারে তড়িৎপ্রবাহ ফুরিত হওয়াতে, সেই প'টা কেৰল ক্ষণকালের ৯ জষ্ঠ নাচিয়৷ উম্মিছিল, কিন্তু তাহাতে সে ভেক ত. আর বঁাচে নাই। আমাদের জাতীয়জীবনের © পুনর্গঠন করিতে হইলে, প্রথমে দেখিতে হইবে, তাহার pulse কোনখানে ; পরে সেই pulse ধরিয়া, রোগীর ধাতুর অহকুলে, উপযুক্ত চিকিৎসা করিতে হইবে—সেই pulse যাহাতে rise করে—আবার যাহাতে ধাত আসে—সেজন্ত আবশুক হইলে উত্তেজক SRA (stimulant) fTS EFTA এই বিশাল ভারতবর্ষে আমরা হিন্দু মুসলমান-শিখ-পারসী প্রভৃতি নানাজাতি বাস করিতেছি—আমরা সকলেই একদেশ- ' বাসী এবং একপ্রকারের শাসনাধীনে থাকিয়া পরম্পরের সুখদুঃখভাগী । ইহাই আমাদের মধ্যে একটি জাতীয়তাবন্ধনের প্রকৃষ্ট স্বত্র, সন্দেহ নাই। কিন্তু আমাদের বর্তমান অধঃপতিত অবস্থায় এই স্থত্রে জাতীয়তাবন্ধনের কোন সম্ভাবনা দেখি না। ইংরেজশাসনের দোষপ্রদর্শন করিবার জগু ভিন্নজাতীয় এবং ভিন্নদেশীয় লোকমণ্ডলী সমবেত হইলেই যে তাহদের মধ্য হইতে একটা জাতীয়তা জমাট বাধিয়া উঠিবে, এরূপ আশা করা বৃথা । আমরা কেৰল শাসনকর্তৃগণের দোষপর্ধ্যালোচনাম্বারাই আমাদের কর্তব্যক্ষর্শের পৰ্য্যৰসান হইল মনে করি,—জাতীয়তাস্থষ্টির জন্য আমাদের মধ্যে যে সকল ও৭ থাকা আবগুক, তাহ অর্জন ও অমুশীলন করিবার চেষ্টা করি কই ? বাহাদের মধ্যে ভাইয়ে চাইয়ে একতা নাই, স্বগ্রামৰাসিগণের মধ্যে একতা নাই, সজাতীয় লোকের মধ্যে একতা নাই—যাহাজের মধ্যে গ্রাম্যস্থল লইয়াদলাদলি, সইরের মিউনিসিপালিটি লইয়া দলাদলি, ডাক্তারখানা লইয়া দলাদলি, সাহিত্য