পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ふミ “উপায় আর কি ? কামার ডাকিয়ে সিন্ধুক খোলাতে হবে।” কামাৰ ডাকাইস,সিন্ধুক খোলান হইল। তাহা হইতে কেবল গুটিবিশেক নগদ টাকা আর নবকুমারের পরলোকগত জননীর খানকয়েক সোনা ও রূপার পুরাতন অলস্কার বাহির হইল । ইহ দেখিয়া নবকুমার ত মাথায় হাত দিয়া বসিয়া পড়িল । তাহারও বরাবর মনে বিশ্বাস ছিল যে, তাহার পিতার সিন্ধুকে নগদ দশহাজার টাকা আছে । তাহার মনে বিশ্বাস হইল, খুড়ামহাশয়ই সে টাকা সরাইয়াছেন । অথচ তাহার সাfক্ষস। বুদ किङ्क नश् ि। খেtল সিন্ধুকের সম্মুখে নবকুমার বসিয়া ভাবিতেছিল, এমনসময় খুড়ামহাশয় আসিয়া জিজ্ঞাসা করিলেন—“কিছু পেলে ?” সিন্ধুক হইতে যাহা বাহির হইয়াছিল, নবকুমার তাহ দেখাইল । পরে জি জ্ঞাসা করিল - "দশহাজার টাকা ছিল যে, কোথ। গেল ?” গগনচন্দ্র আশচষ্য হইয়া ৰীললেন—“কত টাক ?” "দশহাজার ।” খুড়ামহাশয়ের মুখখttণ বিবৰ্ণ হইয়া গেল । একটু কাষ্ঠহাসি হাসিয়া তিনি বলিcলন —“দশহাজার টাকা ! পাগল ! কোথ। পাবেন তিনি ?” e নবকুমার বলিপ—“কেন, সকলেই ত ৰলত, এই সিন্ধুকে তার দলহাজার টাকা আছে।” . বঙ্গদর্শন । [ ৪র্থ বর্ষ, আশ্বিন। সৰ্ব্বদাই বলতেন, তার এক পয়সাও নেই । তুমি পশ্চিম থেকে যা টাকাকড়ি পাঠাতে, মাঝে মাঝে তাই খরচপত্র করতেন, আর ছপাচ টাকা জমিয়েছিলেন । হাঃ--দশহাজার টাকা । দশহাজার টাকা কি সাধারণ কথা রে বাবা!” নবকুমার আর কি করিবে । নীরবে মনের সন্দেহ ও রাগ হজম করিয়া, যথাসময়ে পিতৃশ্ৰাদ্ধ সম্পন্ন করিল। অল্পদিন পরেই তাহার ছুটি কুরাইল,-ভগ্নহৃদয় লইয়। কন্মস্থানে ফিরিয়া যাইতে হইবে । এতদন তাহার পিতার সেবাশুশ্ৰুষার জন্ত স্ত্রীকে বাটতে রাখিয়াছিল । এবার সাবিত্রীকে সে পশ্চিমে লইয়া নিজের কাছে রাখিবে । স্ত্রীকে বলিয়া গেল, পুজার ছুটি ইহ৩ে আর বেশ ধিলম্ব নাই । ইতিমধ্যে একটা বাড়ী ঠিক করিয়া, পুজার সময় আসিয়, ত{হাকে লইয়৷ বাহবে । পঞ্চম পরিচ্ছেদ । 龜 নবকুমার ক্ললিকাতায় আiসল । পুরাতন গহনাগুলি বিক্রয় করবে, কিছু কাপড় চোপড় ও কিনিবার প্রয়োজন আছে । সারiদিন বউবাজার ও বড়বাজারে धूंब्रध्र! श्रiज़tश्শত টাকায় গহনাগুলি বিক্রয় করিল । ब७বাজারে একটা কাপড়ের দোকানে বসিয়া কিছু কাপড় ধরিদ করিল। তাহার পকেট্‌ বুকে নো ছিল, টাকা দিবার জন্ত পকেটুr বুক বাহির করিতে ধাইয়া দেখে,-পকোবুক্‌ নাই—জুয়াচোরে কখন চুরি করিষ্কাছে, জানিতে পারে নাই । 影 _. • বিপদের উপর বিপদ " সেই পকেটু “সকলে ত সব জানে। কেন, দাদু ও বুকে তাহার রিটারন্ টিকিটখনি পৰ্য্যন্ত ছিল,