পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰষ্ঠ সংখ্যা। ] —আড়াইশত টাকার নোট ছিল,—খানকতক পুরাতন চিঠিপত্র ছিল - সব গিয়াছে ! দোকানের কাপড় দোকানে রাখিয়া, নবকুমার বাসায় ফিরিয়া আসিল । আজ পঞ্জাব-মেলে সে কৰ্ম্মস্থানে ফিরিবে ভাবিয়াছিল,---এমন টাকা নাই যে, নুতন টিকিট কিনিয়া ফিরিয়া যায় । ভাবিল, পরদিন সত্যচরণ আসিলে, আপিসে তাহার সঙ্গে সাক্ষাৎ করিয়া কিছু টীক। ধার লইয়া যাইবে । দুঃখে মিয়মাণ হইয়া কোনরকমে নবকুমার বাসায় রাত্রিযাপন করিল । প্রভাতে, তখন ও নবকুমার শযাণত্যাগ করে নাই,--বাসার একটি মোট বাবু একখানি সংবাদপত্র হাতে করিয়া আসিয়া বলিলেন —“নবকুমারবাবু, দেখুন, ঈশ্বর য। করেন, তা ভালর জন্যেই করেন । কাল যে আপনার পকেটবুকৃ চুরি হয়েছিল, সেট একটা খুব মঙ্গল বলতে হবে ।” নবকুমার আশ্চৰ্য্য হইয়া বলিল -“ কম, বাপারটা কি ?” - স্থল কলেবর যুবকটি সংবাদপত্র হইতে পাঠ করিলেন –“গতরাত্রে পঞ্জাব-মেল আশানশোলের নিকট পৌছিলে একটি মাল গাড়ির সঙ্গে ভাষণ কলিশন হইয়া যায়। দুইতিনখানি ধাত্রিগুড়ি চুধু হইয়াছে। ড্রাইভার অত্যন্ত আহত হঠয়া হাসপাতালে আছে। যাত্ৰিগণের মধ্যে ছয়জন মুত, ও বাইশজন সাংঘাতি করকম আহত । মু৩ের তালিকা—” মৃতের তুলিকায় মধ্যে“নবকুশার ক্ষত্র ৰক্তী"র নামও পাওয়; গেল । খুড়া-মহাশয় ।

  • Sసారి

স্থলবাবুটি বলিলেন--“কিরকম ? আপনিও মরেছেন নাকি ?” . . নবকুমার বলি-“বােধ ङ्च वfभांद्म নামের অন্য কেউ ?” هge যুবকটি হাসিয়া ৰলিলেন —“আপনি নবকুমারবাবুর ভূত নন ত ? কি জানি মশাই, বিশ্বাস নেই ।” বলিয়া বাবুটি চলিয়া গেলেন । এ কথা শুনিয়া নবকুমারের মস্তিষ্কে জুইএকটা কথার উদয় হইল। - সে সকাল-সকাল আহার সারিয়া, সত্যচরণের নিকট টাকা ধার করিয়া, আশানশোলে চলিয়া গেল । সেখানে গিয়া পুলিস্ অফিসে সন্ধান লইল । জিজ্ঞাসা করিল—“একজন নবকুমার চক্রবর্তী বলে যে মরেছে—আপনারা তার নাম জানলেন কি করে’ ?” দারোগ বলিল—“তার পকেটু থেকে এই পকেটবুকুট বেরিয়েছে।” নবকুমার দেখিল, তাহারই পকেটবুকু— তাহাতে তাহার নোটু, চিঠি, রিগরনটিকিট, সবই রহিয়াছে । যাহা মনে করিয়াছিল, তাহাই ; -সেই জুয়াচোরই তবে মারা পড়িয়াছে । পাপের এরূপ হাতে হাতে প্রতিফল আজকাল প্রায়ই দেখা যায় মা । দারোগ জিজ্ঞাসা করিল—“আপনি কে ?” ● e -

  • আমি নবকুমারবাবুর একজন বন্ধু।” “লাশের কি হবে ? অ্যাকুসিডেণ্টের পর আমরা খবরের কাগজে টেলিগ্রাফ করেছি । লাশের আত্মীয়রা এসে কেউ জtলাবার বন্দোবস্ত করে ত করবে, নইলে আমরা পুতে ফেলব।” 尊