পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংখ্যা । } প্রথম উপনীত হই । সেইখানে সপ্তাহকাল থাকিয়, পরে উপকুলগামী একটা জঘন্য জাহাজে উঠিয়া, গতরাত্রে ম্যানার-উপসাগর পার হইয়াছি। সেইখানকার সমুদ্র যেন অষ্টপ্রহর টগবগ করিয়া ফুটিতেছে। তাহার পর, সমস্তদিন শকটে আরোহণ করিয়া, খুব শীঘ্র এই গ্রামে আসিয়া পৌছিয়াছি। ত্ৰিবন্ধুরাধিপতি আমার তত্ত্বাবধানের জন্য একটি লোক পঠাইয়াছিলেন। তিনি আমার জন্ত, সুনিবিড় তরুপল্লবের ছায়াতলে একটি ছোট শাদ বাড়ী ঠিক করিয়া রাখিয়াছেন—সেইখানে আমাকে লইয়া গেলেন। আগামী কল্য গরুর ত্ৰিবন্ধুর-রাজ্যের অধিকারভূক্ত একটি প্রদেশে উপনীত হইব । সেইখান হইতে আমার যাত্রা আরম্ভ হইবে । লোকে এই প্রদেশটিকে “খয়রাং-মহল”ও বলিয়া থাকে। আমার এই প্রদেশটিকে সুখশাস্তির আশ্রম বলিয়৷ মনে হয়। বর্তমানশতাব্দীমুলভ বিলাসবিভৰের সহিত ইহার কোন সম্পর্কই নাই ; —পাশ্ববৰ্ত্তী প্রদেশসমূহ হইতে একেবারে বিচ্ছিন্ন, লোকবিরল, তাল নারিকেল প্রভৃতি তরুমগুপের ছায়াতলে অবস্থিত । রাত্রি হইয়া আসিতেছে ; গ্রীষ্মকালের অতি সুন্দর রাত্রি, কিন্তু চন্দ্রীন। সেই লোকটি ব্রাহ্মণমন্দিরের দীপালোক দেথাইবার জন্ত আমাকে শকটে করিয়া লইয়৷ গেল। এই মন্দিরটি “তৃণবল্লী”-নামক পাশ্ববৰ্ত্তী নগরে অবস্থিত। দক্ষিণাত্যের মন্দিরগুলির মধ্যে ইহা সৰ্ব্বাপেক্ষ বৃহৎ। গাড়ি করিয়া ইংরাজবর্জিত ভারতবর্ষ। . \2e) তেছে । আমরা রহস্যময় তরুপুঞ্জের মধ্য দিয়া চলিয়াছি ; আমাদের মস্তকোপুরি শু্যামল পল্লবজাল প্রসারিতু ; সেই সকল বৃক্ষের भाथाa•ाथा झ्श्रङ शिकस्त्र বিস্তৃত হইয়া আলর তfহাদের সহিত যেন মিলিবার চেষ্টা করিতেছে । তরঙ্গিত শিকড়জাল স্বদীর্ঘ কেশগুচ্ছের হ্যায় প্রতীয়মান হইতেছে। পল্লবপুঞ্জের উপরে, পল্লবের ফণকে-ফাকে অপকাশের অযুত তারা, এবং নিম্নতলে— এমন কি, তৃণভূমির উপরেও—অসংখ্য জোনাকি ঝিকৃমিক্‌ করিতেছে। গ্রীষ্মপ্রধান দেশে, প্রতি সন্ধায়, আতসবাজির ফুলিঙ্গবৎ এই কীটগুলি জলিতে থাকে। তারা ও জোনাকির স্ফুলিঙ্গজ্যোতি এরূপ পরস্পরের সহিত মিশিয়। গিয়াছে যে, উহার মধ্যে কোনটি জ্যোতিষ্ক ও কোনটি জ্যোতিরিঙ্গণ, তাহ নিরূপণ করা দুষ্কর। সিংহলের অবসাদজনক আৰ্দ্ৰবায়ু ত্যাগ করিয়া, এইখানে আবার স্বাস্থ্যকর গুস্কবায়ুর মধ্যে আসিয়া পড়িয়াছি। ফ্রানূসের গ্রীষ্মকালীন সুন্দর রাত্রির মত, এখানে আবার সেইরূপ সুখদ - অনিল, নিশ্বাসের সহিত গ্রহণ করিতেছি ; এবং জুনমাসে ফ্রাসের পল্লীগ্রামে যেরূপ শুনা যায়, এখানেও সেইরূপ ঝিল্লীসঙ্গীত চারিদিক্ হইতে শুনিতেছি । কিন্তু এই সকল পথে যে পথিকলোকের " সহিত সাক্ষাৎ হইতেছে, তাহার। আমাদের চক্ষে অদ্ভুত ;--এই সকল তাম্রমূৰ্ত্তি পথিকেরা নিঃশব্দে খালি-পায়ে চলিয়াছে। তাহাদের স্কন্ধের উপর মলমলেয় উত্তরীয় । মধ্যে-মধ্যে, দূর হইতে যখন শকটের বাহকের সহৎ দুলকি-চালে চাল- • ঢাক্‌-ঢোণের শব্দ অথবা শানাইয়ুস্ত্রসমুখিত