পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՎԶՀեր এই শেষবয়সে সৌধীন করিয়া তুলিতেছে-- লোকে দেখিলে হাসিবে যে !" | আজ তাহার পিস্ত যখন কেদারায় ঘুমাইয়া পড়িয়াছেন, তখন সিঁড়িতে প্লদ শব্দ শুনিয়া হেমনলিনী কোল হইতে শেলাইয়ের সামগ্ৰী নামাইয় তাহার দাদাকে সতর্ক করিয়া দিবার জন্ত দ্বারের কাছে গেল। গিয়া দেখিল, তাহার দাদার সঙ্গে সঙ্গে নলিনাক্ষবাৰু আসিয়া উপস্থিত হইয়াছেন । তাড়াতাড়ি অন্ত ঘরে পালাইবার উপক্রম করিতেই যোগেঞ্জ জাহাকে ডাকিয়া কহিল—“হেম, নলিনাক্ষবাবু আসিয়াছেন, ইহার সঙ্গে তোমার পরিচয় করাইয়া দিই ।” হেম থম্কিয় দাড়াইল এবং নলিনাক্ষ তাহার সমুঙ্গে আসিতেই তাহার মুখের দিকে না চাহিয়া নমস্কার করিল। অন্নদবাবু জাগিয়া-উঠিয়া ডাকিলেন—“হেম।” হেম র্তাহার কাছে আসিয়া মৃদুস্বরে কহিল, *নলিমাক্ষবাবু আসিয়াছেন।” যোগেন্দ্রের সহিত নলিনাক্ষ ঘরে প্রবেশ করিতেই অল্পদাবাবু ব্যস্তভাবে অগ্রসর হইয়া নলিনাক্ষকে অভ্যর্থনা করিয়া আনিলেন। কহিলেন, “আজ আমার বড় সৌভাগ্য,— আপনি আমার বাড়ীতে আসিয়াছেন। হেম, কোথায় যাইতেছ মা, এইথানে বোস । নলিনাক্ষবাবু, এটি আমার কন্ত| হেম,—আমরা ছজনেই সেদিন আপনার বক্তৃতা শুনিতে গিয়া বড় আনন্দলাভ করিয়া আসিয়াছি। আপনি ঐ যে একটি কথা বলিয়াছেন, আমরা স্বাহ পাইয়াছি তাহা কখনোই হারাইতে পারি ना, बांश यथार्थ नाहे नाहे ठांशझे शब्राहेএ কথাটির অর্থ বড় গভীর-—কি বল মা वंश्रमवि । [ ৪র্থ বর্ষ, অশ্বিন হেম ? ৰাস্তবিক কোন জিনিষটিকে যে আমার করিতে পারিয়াছি, আর কোনটিকে পারি নাই, তাহার পরীক্ষা হয় তখনি, যখনি তাহা আমাদের হাতের কাছ হুইতে সন্ধিয়া যায়। নলিনাক্ষবাবু, আপনার কাছে আমাদেৱ একটি অনুরোধ আছে। মাঝে মাঝে আপনি আসিয়া যদি আমাদের সঙ্গে আলোচনা করিয়া যান, তবে আমাদের বড় উপকার হয়। আমরা বড় কোথাও বাহির হই না—আপনি যখনি আসিবেন, আমাকে আর আমার মেয়েটিকে এই ঘরেই দেখিতে পাইবেন।” নলিনাক্ষ আলজ্জিত হেমনলিনীর মুখের দিকে একবার চাহিয়া কহিল—“আমি ৰজতসভায় বড় বড় কথা বলিয়া আসিয়াছি বলিয়া আপনার আমাকে মস্ত একটা গম্ভীরলোক মনে করিবেন না। আমি লোকজনের সঙ্গে মিশিতে খুব ভালবাসি, গল্পগুজব করিয়া বেড়াই—অন্নদাবাবু যে আলোচনার কথা বলিতেছেন, আমার যদি সে সমস্ত অভ্যাস থাকিত, তবে লোকে আমার কাছে ঘেঁষিত না। সেদিন ছাত্ররা নিতান্ত ধরিয়া পড়িয়াছিল বলিয়া বক্তৃত করিতে গিয়াছিলাম-- অনুরোধ এড়াইবার ক্ষমতা আমার একেবারেই নাই—কিন্তু এমন করিয়া বলির আসিয়াছি যে, দ্বিতীয়বার অমুরুদ্ধ হুইবার আশঙ্কা আমার নাই। ছাত্ররা স্পষ্টই বলিতেছে, আমার বক্তৃতা বারো-আনা . বোঝাই যায় নাই। যোগেনবাবু, আপনিও ত সেদিন উপস্থিত ছিলেন—আপনাকে সতৃষ্ণনয়নে ঘড়ির দিকে তাকাইতে দেখিয়া । আমার হৃদয় যে বিচলিত হয় নাই, এ কথা । মনে কৱিবেন না !"