পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• ষষ্ঠ সংখ্যা । ] ৰোগেৰু কছিল—“আমি ভাল বুঝিতে পারি নাই, সেটা আমার বুদ্ধির দোষ হইতে পারে, cगणछ उiणनि किष्ट्रभाल्न क्रुक श्हेप्क्न ना ।” অন্নদা। যোগেন, সব কথা বুঝিবার বয়স সৰ নয় । নলিনাক্ষ। সব কথা বুঝিবার দরকারও সব সময়ে দেখি না । যাহার জলের এখনো দরকার পড়ে নাই, এমন সহস্র উদাসীন লোকের সম্মুখ দিয়া নদীর ধারা অবশেষে একজন তৃষার্তের জলপাত্রের কাছে আসিয়া উপস্থিত হয়, সেজন্ত নদী কথনে খেদ করে না । কার কাজে লাগি, আর কার কাজে লাগি না, সে কথা লইয়া আন্দোলন করির কষ্ট পাইবার দরকার কি ? নিজের গল্পজে কাজ করিরা যাইতে হইবে, তাহার সার্থকতা লইয়া কাহারে সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করা বৃথা । অন্নদা। কিন্তু নলিনবাবু, আপনাকে আমার একটি কথা বলিবার অাছে। ঈশ্বর আপনূদিগকে কাজ করাইয়া লইবার জন্ত * পৃথিবীতে পাঠাইয়াছেন, তাই বলিয়া শরীরকে -অবহেল করিবেন না। র্যাহারা দাতা, তাহাদের এ কথা সৰ্ব্বদাই স্মরণ করাইতে হয় যে, মূলধন নষ্ট করির ফেলিবেন না, তাহা হইলে দান করিবার শক্তি চলিয়া যাইৰে । নলিনাক্ষ। আপনি যদি আমাকে •কখনে। ভাল করিয়া জানিবার অবসর পান, তবে দেখিবেন, আমি সংসারে কোনো-. কিছুকেই অবহেলা করি না । জগতে নিতান্তই ভিক্ষুক্লের মত আসিয়াছিলাম, বহুকষ্টে বহু লোকের আফুলে শরীরমন অঙ্গে অল্পে প্রস্তুত হইয়া উঠিয়াছে। অামার ਾਂਕਿ , '৩২৯ 一鱼 পক্ষে এ নবাবী শোভা পায় না যে, আমি কিছুকেই অবহেলা করিয়া নষ্ট করিব। •ৰে ব্যক্তি গড়িতে পারে না; সে ব্যক্তি ভাঙিবার অধিকারী ত, নয় ! অন্নদা। বড় ঠিক কথা বলিয়াছেন । আপনি কতকট। এইভাবের কথাই সেদিনকার প্রবন্ধেও বলিয়াছিলেন। নলিনাক্ষ। আমি বলিয়াছিলাম— ংসারের জিনিষগুলিও আমার জন্ত বসিরা থাকে না, সময়ও আমার জন্ত অপেক্ষা করে না। এমন অবস্থায় কেবল ক্ষতির উপরেই সমস্ত মনপ্রাণ সমৰ্পণ করিয়া পড়িয়া থাকিলে তার চেয়ে অনেক বৃহৎ জিনিষ হইতে আপনাকে বঞ্চিত করা হয়-আমরা এত বড় ধনী নই যে, এই সংসারের ঐশ্বৰ্য্য আমরা এমূনি করিয়াই অগ্রাহ করিতে পারি। অন্নদাবাৰু, আমি আনন্দকেই ঈশ্বরের পূজা বলিয়া জানি। খেদ-অক্ষেপ-পরিতাপ লইয়। যেদিন বিশ্বদেবালয়কে মলিন করিয়া ফেলি, সেদিন আর-যাহ-কিছু হারাইয়াছে, সেই সঙ্গে ভগবানকেও হারাই। আমি নিরানন্দ লইয়। অধিকক্ষণ করবার করিতে সাহস করি না । যোগেন্দ্র। আপনার বক্সন, আমি চলিলাম—একটু কাজ আছে! নলিনাক্ষ। যোগেনবাবু, আপনি কিন্তু আমাকে মাপ করবেন। নিশ্চয় জানিবেন, লোককে অতিষ্ঠ•করা আমার স্বভাব নয় । আজ অন্নদীবাবু নিতান্ত উত্তেজিত করিয়া আমাকে লোকসমাজের পহু অসহ করিয়া তুলিয়াছেন। আজ না হয় জামি উঠি । চলুন, খানিকট রাস্ত আপনার লয়ে যাওয়া बांकू ! .