পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

به مo বঙ্গদর্শন। [ ৪র্থ বর্ষ, আশ্বিন। যোগেজ। না না, আপনি বজন। আমার প্রতি লক্ষ্য করিবেন মা । আমি কোথাও বেশিক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিতে পারি না । ar অন্নদা। নলিনাক্ষবাবু, যোগেনের জন্ত আপনি ব্যস্ত হইবেন না। যোগেন এম্নি, যখন খুসি আসে, যখন খুসি যায়, উহাকে थब्रिम्र ब्रांथj श्रृंख् । ` যোগেন্দ্র চলিয়া গেলে অন্নদীবাবু জিজ্ঞাসা করিলেন, "নলিনবাবু, আপনি এখন কোথায় त्रां८इम ?” নলিনাক্ষ হাসিয়া কহিল—“আমি যে বিশেষ কোথাও আছি, তাহ বলিতে পারি না । আমার জানাগুন লোক অনেক আছেন, "াহারা আমাকে টানাটানি করিয়৷ , লইয়া বেড়ান। আমার সে মন্দ লাগে না - কিন্তু মানুষের চুপ করিয়া থাকারও প্রয়োজন আছে। তাই যোগেনবাবু আমার জন্ত আপনাদের বাড়ীর ঠিক পাশের বাড়ীতেই স্তান করিয়া দিয়াছেন । এ গলিটি বেশ নিতৃত বটে।” . - এই সংবাদে অন্নদীবাবু বিশেষ আনন্দপ্রকাশ করিলেন । কিন্তু তিনি যদি লক্ষ্য করিয়া দেখিতেন ত দেখিতে পাইতেন যে, কথাটা শুনিবামাত্র হেমনলিনীর মুখ ক্ষণকালের জন্য বেদনায়- বিবর্ণ হইয়৷ গেল। ঐ পাশের বাসাতেই রমেশ ছিল । 龜》 ইতিমধ্যে চ9তরির খবর পাইয়া সকলে মিলিয়া নীচে চা খাইৰার • ঘরে গেলেন । অন্নদাবাৰু কছিলেন, “মা হেম, নলিনবাবুকে o একপোলা চা দাও!” নলিনাক্ষ কছিল, “না অন্নদাবাবু, আমি क' ंश्व नः ।” অল্পদ। সে কি কথা নলিনবাবু একপেয়ালা চা—না হয় ত কিছু মিষ্টি থানূ! নলিনাক্ষ । অামাকে মাপ করিবেন। অন্নদা। আপনি ডাক্তার, আপনাকে আর কি বলিব ! মধ্যাহ্রভোজনের তিনচার-ঘণ্টা পরে চায়ের উপলক্ষ্যে খানিকট গরমজল থাওয়া হজমের পক্ষে যে নিতান্ত উপকারী। অভ্যাস না থাকে যদি, আপনাকে না হয় খুব পাৎলা করিয়া চা তৈরি করিয়া দিই! নলিনাক্ষ চকিতের মধ্যে হেমনলিনীর মুখের দিকে চাহিয়া বুঝিতে পারিল যে, হেমনলিনী নলিনাক্ষের চা খাইতে সঙ্কোচসম্বন্ধে একটা কি আন্দাজ করিয়াছে এবং তাছাই লইয়া- মনে মনে আন্দোলন করিতেছে। তৎক্ষণাৎ হেমনলিনীর দিকে চাহিয়া নলিনাক্ষ কহিল—“আপনি যাহা মনে করিতেছেন, তাহা সম্পূর্ণ ঠিক নয়। আপনাদের এই চায়ের টেবিলকে আমি ঘৃণা করিতেছি বলিয়া মনেও করিবেন না। পূৰ্ব্বে আমি যথেষ্ট চা খাইস্কাছি—চায়ের গন্ধে এখনো আমার মনট। উৎসুক হর-আপনাদের চা থাইতে দেখিয়া অামি আনন্দবোধ করিতেছি । কিন্তু আপ নারা বোধ হয় জানেন না, আমার মা অত্যস্ত আচারপরায়ণী—আমি ছাড়া তাহার যথার্থ আপনার কেহ নাই—সেই মার কাছে আমি ব্লকুচিত হইয়া বাইতে পারিব না । এইজন্ত আমি চ খাই না । কিন্তু আপনার চা থাইয়া যে স্থখটুকু পাইতেছেন,"অামি তাহার ভাগ পাইতেছি। আপনাদের আতিথ্য হইতে আমি বঞ্চিত নহি ।” -