পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সংখ্যা। } নৌকাডুবি | - .\ర్ఫిరిన్ద পক্ষে জনবিশুক কথার ধারা তাহাকে শ্রান্ত করিতে লাগিল । । স্বরে ফিরিয়া আসিবার সময় অল্পদাবাৰু গলির মোড়ের কাছেই নলিনাক্ষকে দেখিতে পাইলেন । তাড়াতাড়ি গাড়ি দাড় করাইয়া নামিয়া পড়িলেন—কছিলেন, “কই নলিনাক্ষবাবু, ঘরের পাশে আসিয়া অবধি আপনাকে যে আর দেখিতে পাই না।” নলিনাক্ষ কহিল—“প্রয়োজন হইলেই ডাক দিবেন বলিয়া নিশ্চিন্ত হইয়া আছি ।” অন্নদা। কোনো ৰাজ যদি না থাকে, তবে একবার আমাদের : ওদিকে চলুন । . অধিক রাত হয় নাই । আপনার আহার হইয়াছে কি ? নলিনাক্ষ কছিল, “আমি রাত্রে অtহার করি না ।” অন্নদা। তবে দয়া করিয়া আমাদের আহারস্থলে সাক্ষী হইয়া বসিবেন । - সেদিন বাড়া লইয়া গিয়া নলিনাক্ষকে অন্নদাৰাৰু নানা গভীর বিষয়ে নানা প্রশ্ন করিতে লাগিলেন। রবিবারে বন্ধুবাড়ীতে যোগেজের নিমন্ত্রণ ছিল । নিভৃতঘরে পিতা ও ফক্স নিস্তব্ধ হইয়া নলিনাক্ষের মুখ হইতে তত্বকথা শুনিতে লাগিল । রাত প্রায় দুইপ্রহর হইয়া গেলে যোগেন্দ্ৰ আসিতেই তাহাদের সত ভাঙিয়া গেল । e কয়েকদিনের মধ্যেই নলিনাক্ষের সহিত अब्रमाबांबूमब्र *ब्रिकब्र घनिर्छ इहेब्र श्रांनिण । প্রথমে হেমনলিনী মনে করিয়াছিল, নলিনাক্ষের মত লোকের কাছে• কেবল বড়, বড় আধ্যাত্মিক ৰিষয়েই বুঝি উপদেশ পাওয় যাইবে—এমন মামুষের সঙ্গে যে সাধারণ বিষয়ে সহজ,লোকের মত আলাপ চলিতে পারে, তাহ মনেও কুরিতে পারে नहि । অথচ সমস্ত হ্রাস্তালাপের মধ্যে নলিনাক্ষের একটা কেমন দূরত্বও ছিল। একদিন অন্নদাবাবু ও হেমনলিনীর সঙ্গে নলিনাক্ষের কথাবার্তা চলিতেছিল, এমন সময়ে যোগেন্দ্র কিছু উত্তেজিত হইয়া আসিয়া কহিল, “জান বাবা, আজকাল আমাদিগকে সমাজের লোকে নলিনাক্ষৰাবুর চেলা বলিতে আরম্ভ করিয়াছে, তাই লইয়া এইমাত্র পরেশের সঙ্গে আমার খুব ঝগড়া হইয়৷ গেছে ।” অন্নদাবাবুএকটু হাসিয়া বলিলেন, “ইহাতে আমি ত লজ্জার কথা কিছু দেখি না। যেখানে সকলেই গুরু, কেহই চেলা নয়, সেই দলে মিশিতেই আমার লজ্জাবোধ হয় ;— সেখানে শিক্ষা দিবার হুড়োমুড়িতে শিক্ষা পাইবার অবকাশ থাকে না ।” নলিনাক্ষ। অন্নদাবাৰু, আমিও আপনার দলে—আমরা চেলার দল । যেখানে আমাদের কিছু শিখিবার সম্ভাৰনা আছে, সেইখানেই আমরা তল্পি বহিয়া বেড়াইব । যোগেন্দ্র অধীর হইয়া কহিল—“নান, কথাটা ভাল নয়। নলিনবাবু, কেহই ষে আপনার বন্ধু বা আত্মীয় হইতে পারিৰে না —বাহারা আপনার কাছে আসিৰে, তাহারাই আপনার চেলা বলিয়া খ্যাত হইয়া যাইবে, এমন বদনামটা হাসিয়া উড়াইবাবিব নৰে। আপনি কি-স্ব কাও করেন, ওগুল ছাড়িয়া न्।ि” নলিনাক্ষ। কি করিয়া থাকি বলুন।