পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

woSe . যোগেন্দ্র। ঐ যে শুনিয়াছি প্রাণায়াম করেন, ভোরের ৰেলায় স্বর্যের দিকে তাকাইয়া থাকেন, খাওয়াদাওয়া লইয়া নানাপ্রকার আচারবিচার করিতে, ছাড়েন না, ইহাতে দশের মধ্যে আপনি খাপছাড়া হইয়া পড়েন । যোগেন্দ্রের এই রূঢ়বাক্যে ব্যথিত হইয়া হেমনলিনী মাথা নীচু করিল। নলিনাক্ষ হাসিয়া কহিল -“যোগেনবাবু, দশের মধ্যে খাপছাড়া হওয়াট। দোষের। কিন্তু তলোয়ারই কি, আর মানুষই কি, তাহার সবটাই কি খাপের মধ্যে থাকে ? খাপের ভিতরে তলোয়ারের ষে অংশটা থাকিতে বাধ্য, সেটাতে সকল তলোয়ারেরই ঐক্য আছে— বাহিরের হাতলটাতে শিল্পীর ইচ্ছা ও নৈপুণ্য অক্সসারে কারিগরি নানারকমের হইয়া থাকে । মামুষেরও দশের খাপের বাহিরে নিজের বিশেষ কারিগরির একটা জায়গা আছে, সেটাও কি আপনারা বেদখল করিতে চান ? অার, অামার কাছে এও আশ্চৰ্য্য লাগে, আমি সকলের অগোচরে ঘরে বসিয়া যে সকল নিরীহ অনুষ্ঠান করিয়া থাকি, তাহ লোকের চোখেই বা পড়ে কি করিয়া, আর তাহা লইয়া আলোচনাই ৰা হয় কেন ?” যোগেন্দ্র । আপনি তা জানেন না বুঝি, যাহারা জগতের উন্নতির ভার সম্পূর্ণ নিজের স্বন্ধে লইয়াছে, তাহারা পরের ঘুরে কোথায় ৰুি ঘটতেছে, তাহ ধুজিয়া ৰাছির কুর কৰ্ত্তৰ্যের মন্তব্যই গণ্য তুর। cयड्रेङ् थबद्ध ना পায়, সেটুকু পূরণ করিয়া লইবার শক্তিও তাছাদের আছে। এ নহিলে বিশ্বের সংশোধনকাৰ্য চলিৰে কি করিয়া ? তা ছাড়া बृङ्गानि । न1 ।। [ ৪র্থ বর্ষ, २ोटुिंक | নলিনবাবু, পাঁচজনে যাহা না করে; তাছা চোখের আড়ালে করিলেও চোখে পড়িয়া যায়—যাহা সকলেই করে, তাহাতে কেহ দৃষ্টিপাত করে না। এই দেখুন না কেন, আপনি ছাদে বসির কি-সব কাও করেন, তাহা আমাদের হেমের চোখেও পড়িয়৷ গেছে—হেম সে কথা বাবাকে বলিতেছিল - অথচ হেম ত আপনার সংশোধনের ভার গ্রহণ করে নাই ! হেমনলিনীর মুখ আরক্ত হইয়। উঠিল ; সে ব্যথিত হইয়। একটা-কি বলিৰার উপক্রম করিবামাত্র নলিনাক্ষ কছিল, “আপনি কিছুমাত্র লজ্জা পাইবেন না ; ছাদে বেড়াইতে উঠিয়। সকালে-সন্ধ্যায় আপনি যদি আমার আছি কত্ত্বত্য দেখিয়া থাকেন, সেজন্য আপনাকে কে দোষী করিবে ? আপনার ছুটি চক্ষু আছে বলিয়া আপনি লজ্জিত হইবেন না ; ও দোষটা আমাদেরও জাrছ।” অল্পদ । তা ছাড়া ছেম আপনার আফ্রিকৃসম্বন্ধে আমার কাছে কোনে আপত্তি প্রকাশ করে নাই। সে শ্রদ্ধাপুৰ্ব্বক আপনার সাধনপ্রণালীসম্বন্ধে আমাকে প্রশ্ন করিতেছিল। যোগেন্দ্র । আমি কিন্তু ও সব কিছু বুঝিT আমরা সাধারণে সংসারে সহজরকমে যেভাবে চলিয়া বাইতেছি, তাহাতে কোনে৷ বিশেষ অসুবিধ দেখিতেছি না,- গোপনে অস্তুতকাও করিয়া, বিশেষ কিছু যে লাভ হয়, আমার তাহা মনে হয় ন!—বরং উছাত্তে মনের বেন একটা সামঞ্জস্ত নষ্ট হইয়া মানুষকে এককোকা করিয়া দেয়। কিন্তু আপনি जांभूॉब्र कथांब्र ब्रांत्र कब्रिह्बन ना-*-जांधि नैिडाख्हे সাধারণমাহুষ ; পৃথিৰীৱ মধ্যে