পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সংখ্যা । ] ত্যের ইতিহাস” বিষয়ক বিখ্যাত গ্রন্থ অনেকের নিকট প্রামাণিক ইতিহাসের সমাদর লাভ করিয়াছে । সে ইতিহাসের সিদ্ধান্ত নিরতিশয় কৌতুকাবহ । তাহাতে প্রাচীন সংস্কৃতসাহিত্যের ছন্দ, মন্ত্র, ব্রাহ্মণ ও স্বত্র নামক চারিটি রচনাযুগ পরিকল্পিত হইয়াছে। লিখনভঙ্গীতে বোধ হয়, সত্য, ত্রেতা, দ্বাপর, কলির দ্যায় একটির পর একটি সাহিত্যযুগ আবিভূ৩ ও তিরোহিত হইয়াছিল ; তাহার প্রথম যুগে ছন্দ, দ্বিতীয় যুগে মন্ত্র, তৃতীয় যুগে ব্রাহ্মণ ও চতুর্থ যুগে স্বত্রগ্রন্থ রচিত হইয়া যুগচতুষ্টয়ের রচনাকাৰ্য্য পরি*সমাপ্ত হয় ! এই যুগচতুষ্টয়ের পরমায়ু সহস্ৰৰৎসর ; খৃষ্টপূৰ্ব্ব ১২০০ বর্ষে আরম্ভ, খৃষ্টপূৰ্ব্ব ২০• বর্ষে শেষ ! তাহার পূৰ্ব্বে ভারতবর্ষে সাহিত্য জন্মগ্রহণ করে নাই । যে দেশের frখিত ইতিহাস প্রাপ্ত হওয়া যায় না, সে দেশের পুরাতত্ত্বসম্বন্ধে কেহ কিছু সাহস করিয়া লিখিয়া বাঁসলে, তাহাছ ক্রমে ইতিহাসের স্থান অধিকার করিয়া লয়। অধ্যাপক মোক্ষমূলর সাহস করিয়া সংস্কৃতসাহিত্যের জন্মকাল নির্দেশ করিয়া চলির গিরাছেন। তাছাতে আস্থাস্থাপন করিতে অগম্বত হইলে, প্রমাণপ্রয়োগের প্রয়োজন উপস্থিত হয় । যিনি কালনিন্দেশ করিয়া গিয়াছেন, তাহার প্রমাণু কি,-“লু কথা অল্পcणाएकहें छिछाग द ब्रिग्नी थॉ८कन । यिमि জাহাতে আস্থাস্থাপন করিতে অসন্মত, তাহtকেই প্রমাণ প্রয়োগ করিতে হুইবে । অগত্যা রামায়ণের রচনাকাল । " θα ή একটি প্লমাণের অবতারণা করিতে হইল। মোক্ষমূলরের ইতিহাস রচিত হইবার পূৰ্ব্বে, ংস্কৃতজ্ঞ কোলব্রুক্সাহেব একটি জ্যোতিষী গণনায় অকৰ্তারণা করিয়া, খৃষ্টাবির্ভাবের বৎসর পূৰ্ব্বে বেদবিভাগের প্রমাণ আবিষ্কৃত করিয়া গিয়াছেন।* প্রমাণটি সংস্কৃতজ্ঞগণের নিকট সুপরিচিত ; তাছা ঐতিহাসিক তথ্যরূপে ৰহুবার স্বীকৃত হইয়াছে । মোক্ষমূলরের মতে খৃষ্টাবির্ভাবেঃ ১৪ • • বৎসর পূৰ্ব্বে বেদবিভাগ সম্পন্ন ছণ্ডয়া দূরে থাকুক, তৎকালে বেদের জন্ম পৰ্য্যন্ত সম্পন্ন হয় নাই ! যিনি এরূপ নুতন কথা শুনাইতে বসিয়াছেন, তিমি কোলক্রকের ভ্রাস্তিপ্রদর্শন করিলে, তাহার কথায় অস্থিস্থাপন করা সহজ হইত। কোলক্রকের ভ্রান্তিপ্রদর্শন করা দূরে থাকুক, মোক্ষমূলর স্বকৃত স্ববৃহৎ গ্রন্থের কোনস্থানে তাহার উল্লেখ পৰ্য্যস্ত করেন নাই। সুপণ্ডিত উইলসন, লাসেন প্রভৃতি স্বধীগণ কোলব্রুকের গণনালব্ধ ফল শিরোধার্য্য করিয়া লইয়াছেন । তাছার উল্লেখ করিতে হইলে, পুৰ্ব্বাচার্যগণের ভ্রমপ্রদর্শন করিতে হুইঙ, নচেৎ মোক্ষমূলরের গ্রন্থ পাঠকসমাজে উপহাসাম্পদ হইয়া উঠিত। মোক্ষমূলর স্বপক্ষরক্ষার্থ কোলক্রকের গণনার কথা একেবারে চাপা দিয়া চলিয়া গিয়াছেন । ইহার জগু অধ্যাপক গোল"ক সমালোচনাস্থলে মোক্ষমূলরকে তিরস্কার করিতে ক্রটি করেন 可京叶 இ. У 8 о о

  • Qolebrooke's Misgellaneous Essays, Vol. I. Ρ. I IO---20I. .t. He has not only not invalidated the passage I have quoted, but he has not even made mention of it.-Goldstucker's Panini, p. 75.