পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজবর্জিত ভারতবর্ষ। SAASAASAAeeeYsecSBBJJAAAS ૨ ত্ৰিবন্ধুর-রাজ্যে । তিনঘটিকার সময় এখান হইতে যাত্রা করিলাম। এখন সূর্য্যের তাপ আরও প্রখর হইয়া উঠিয়াছে। শকটের ভিতরে মাদুর ও শতরঞ্জি পাতা । ছাদ এত নীচু যে, সিধা হইয়া বসিবার জো নাই ; কাজেই, আহত ব্যক্তির দ্যtয় পা ছড়াইয় গুইয়। রহিলাম । গাড়ির বলদের দুলকি-চালে নাচিতে-নাচিতে চলিতে লাগিল। এইভাবে ইরাত্রি অবিরাম চলিয়া আমার নিদ্রার বিলক্ষণ ব্যাঘাত করিবে। ঘণ্টায়ু-ঘণ্টায়ু আমার বাহন ও বািহক বদলি হইবে । সমস্ত পথটায় ডাকের গাড়ির বন্দোবস্ত আছে। এখন যেখানে আমি আছি—এই পূৰ্ব্বভারত, আর যেখানে যাইতেছি—সেই ত্ৰিবন্ধুররাজ্য, এই উভয়ের মধ্যবর্তী এই যে যাতায়াতের পথ - এটি দক্ষিণদিক্ দিয়া চলিয়া গিয়াছে। এই সুখের “খয়রাৎ-মহলে” এখনও রেলপথ হয় নাই ষে, তদ্বারা পরপুষ্টদিগের আমদানি হইবে, কিংবা ইহার ধনধান্ত বিদেশে চলিয়া যাইবে । উত্তর দিক দিয়া, খালপথে 'নৌকাযোগে, ক্ষুদ্ররাজ্য কোচিনের সহিত ইহায় যোগাযোগ আছে। এই খাল-বিল অনেকগুলি। তা ছাড়া, আত্মরক্ষণ-উপযোগী ইহার কতকগুলি প্রাকৃতিক স্ববিধা আছে,—তদ্বারা বাহিরের সংস্পর্শ হইতে ইহা স্বরক্ষিত । • ইহার পশ্চিমে বন্দরঙ্গীন সমুদ্র, দুরধিগম্য সৈকতবেলাভূমি—যtহার উপর ফেনময় তরঙ্গরাজি অবিরাম ভাঙিয়া পড়িতেছে । “ঘাটে”র গিরিমjলা—ভারতের একপ্রকার মেরুদণ্ড বলিলেও হয়—পূৰ্ব্বদিকে অবস্থিত ;– উহার শৈলচুড়া, উহার অরণ্য, উহার ব্যাভ্রাদি । হিঃ স্ৰজন্তু কতকট। প্রহরীর কার্য্য করিতেছে । আমার গাড়ির বলদদুটি কখন দুলকিচালে, কখন বা ছুটিয়া চলিতেছে। যেই একট। গ্রাম পায় হইতেছি, অমনি আবার দীর্ঘপথ আরম্ভ হইতেছে—বৈচিত্র্যহীন, অফুরন্ত । স্থৰ্য্য জলস্ত কিরণ বর্ষপ্ল-ক্ৰরিতেছে। পথের দুইধারে যে বৃক্ষগুলি সারিসারি চলিয়াছে, উহা দেখিতে কতকটা আমাদের আখরোট্র ও “অ্যাশ"-গাছের মত । যেগুলিকে আখরোটু-গাছের মত বলিতেছি, উহা আসলে তরুণ বটবৃক্ষ,—কাল সহকারে প্রকাগু হইয়া উঠিবে। শিকড়ের জটা স্থানে-স্থানে বাহির হইতে মুরু করিয়াছে ; উহার ফ্যাকুড়াগুলি মাটির দিকে নামিতেছে ; তাহ হইতে আবার নুতন ফ্যাকৃড়া বাহির হইয়া চারিদিকে বিস্তৃত হইবে । 或 認 • এই দুই সারি বৃক্ষের মধ্য দিয়া, জাম্বর স্ববিস্তৃত কাস্তারভূমি অতিক্রম করিয়া