পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

B برای মুলোচনা স্পষ্ট উত্তর দিত্তে লাগিলেন। আর সকলে নীরব। কর্তা-গৃহিণীতে বোঝাপড়। হইতেছে, তাহার মাঝে কে কথা কহিবে ? নরেজনাথ কহিলেন, “কেন, মামি ত টাক আলাদা পাঠাইয়াছিলাম। যদি টাকা কম পড়িয়াছিল, আমাকে লিখিলে আরও পাঠাইতাম।” “সেজন্ত নয় । গড়াই নি।” “টাকা কি হল ?” “আমি খরচ কোরেচি ” “সব ?” “সব ।” নরেন্দ্রনাথ নিজের হাতের কাপড়চাদর তুলিয়া ধরিলেন, “এক খরচ ত এই, আর এক খরচ মনোরমার হাতে”--তাহার গরদ দেখাইয়া দিলেন—“বাকি ?” “সে খরচের হিসেব তোমার পরে দেব।” “ত যেন দিলে, কিন্তু আজ যষ্ঠী, অtঞ্জ পর্বে কি ?” “সিন্দুকে নতুন কাপড় আছে, বার কোরে পর্ব।” t “আর কিছু না ? পূজায় নিমন্ত্রণ যাবার সময়, বিজয়ার দিন ?” “তুমি ত আমাকে অনেক কাপড় দিয়েচ, আমার কাপড়ের ভাবনা কি ”

  • আচ্ছা, তাও যেন হল, ভুমি যে আমাকে এই, ধুতিচাদর দিলে, তার বদল আমি কি দেব ?* ... •
  • ওর কি বদল দিতে হয় ?” “হয় নৃ ? তত্ত্ব কোরলে পাণ্টা তত্ত্ব করে না ?”

আমি ইচ্ছ। কোরে बक्रमलन । [ ৪র্থ বর্ষ, কাৰ্ত্তিক । স্কুলেচনার মুখ বন্ধ হইল । নরেন্দ্রনাথ কহিলেন, “দেবিন, বাইরে আমার টেবিলের উপর ব্যাগ আছে, নিয়ে আয় ।” ব্যাগ আসিল । পকেট হইতে চাবি বাহির করিয়া নরেন্দ্রনাথ ব্যাগ খুলিলেন। ব্যাগের ভিতর হইতে কাগজে মোড় একখানি বিচিত্র বহুমূল্য শাড়ী বাহির করিলেন। খুব ফিকে বাদামী রং, সেই রং স্থলোচনা পসন্দ করিতেন । আঁচলায় খুব চওড়া সাচ্চ জরির কাজ, সাচ্চ কাজের সরু পাড় । শাড়ী দেখিয়া ছেলের। আনন্দে কোলাহল করিয়া উঠিল । মুলোচনা হর্ষ-আনন্ধে লজ্জায় নতমুখী হইয়া কহিলেন, “এ আর কারুর কাজ নয়. ঠাকুরবীর কাজ ।” মনোরম কহিল, “হা, আমার কাজ । কিন্তু আমি দাদtcক কোন কথা বলি নি, শুধু চিঠি লিখেছিলাম। পূজার সময় তুমি নিজের জন্ত কিছু করালে না, সে খবর ন৷ দিলে তিনি কি মনে কোৰ্বতেন ?” নরেন্দ্রনাথ কহিলেন, “ঠিক কথা।” তাহার পর ব্যাগে আবার হাত দিয়া উত্তম চামড়ার একটি ছোট বাক্স বাহির করিলেন । সেটি পাশে রাখিয়া, ব্যাগ হইতে একটি ছোট মখমলের কাজ করা থলি বাহির করিলেন । তাহার ভিতর একশত চৰুচকে টাকা ছিল। কহিলুেন, “মনোরম আমাকে লিথিয়াছিল- তুমি হার গড়াও নি, শাড়ী তৈরি কুরাও নি, টাকা জমা কোরেছ। কিরকম জমা, সেটা আমাকে বুঝে নিতে বলেছিল । আমি তাই বুঝে এই স্বদের টাকা নিয়ে এসেছি। আসল টাকাটা যেমন জয় কোরেচ, এই স্বদটাও সেইরকম জমা কৈারো। আর