পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

" ولاجيني" কিন্তু দেশে-বিদেশে ঘুরিয়া বেড়ানো রমেশের স্বভাবসিদ্ধ নহে । সে নিতাস্তই কুণে–এবং অন্তলোকের মুখাপেক্ষী। সে বাল্যকাল হইতে বইয়ের পাতার উপরে কুকিয়াপড়িয়া দৃষ্টি ক্ষণ করিয়াছে। ছাত্রা ৰস্থায় যখন ‘মেসে’ থাকিত, তখন তাহার झुहे७कछन श्टेिङखौं बकू बब्रोक्न्त्र डोशब्र उद्घोবধান করিয়াছে। নিজের টাকাকড়ি, অশনবসনের ব্যবস্থাভার সে কোনোদিন নিজে লইতে পারে নাই । তাহার পিতার আমলের পুরাতন বিশ্বাসী লোকের হাতে তাহার বিষয়আশয়ের ভfর থাকাতে জীবিকার জন্ত তাছাকে ভাবিতে হইতেছে না । অন্ত ছাত্রেরা খেলা, আমোদ, ব্যায়াম প্রভৃতিতে যখন উৎসাহ প্রকাশ করিত, তখন রমেশ মনে করিত, ইছ৷ বৰ্ব্বরতামাত্র ও ইহাতে মানসিক উচ্চ প্রবৃত্তিগুলির সোঁকুমাৰ্য্য নষ্ট হইয়া যায়। সেই রমেশ মাজ নিজের সমস্ত ভার নিজে সম্পূর্ণ বহন করিয়া, টিকিট কিনিয়া, মুটে ডাকিয়া, গাড়ির ভিড়ের মধ্যে ঠেলাঠেলির জোরে নিজের স্থান করিয়া লইয়া, নুতন নুতন স্থানে ঠিকাগাড়ির গাড়োয়নের নির্দেশক্রমে বাস৷ ঠিক করিয়া এমন করিয়া ঘুরিয়া বেড়াইতেছে, সেও যে ঠিক নিজের স্বভাবের উত্তেজনার, তাহা নহে। সে অনেক গ্রন্থে পড়িরছে যে, জৗৰনে গুরুতর দুর্ঘটনার পরে ঢের লোকে এস্নি করিয়া দেশে-বিদেশে নুতন নূতন দৃপ্ত দেখিয়া নিজেকে সৰ্ব্বদাই সচল রাখি। সাৰনালাণ্ড করিয়া থাকে। তাই সেও সেই শোকাতুর লোকের শাস্ত্রসন্মত পথে চলিতে প্রবৃত্ত হইল । কিন্তু এই উপায়ে অতি অল্পদিনের মধ্যেই ৰঙ্গদর্শন । [ ৪র্থ বর্ষ, অগ্রহায়ণ । রমেশ নিজেকে একেবারে পরিশ্রাস্ত কল্পিয়৷ ফেলিল । অপরিচিত দেশের অনাশ্রয় ও অপরিচিত লোকের অমমত্ব হইতে ছুটি লইয়। কোনো একটা নিভৃত জায়গায় আরামে স্থায়ী হইয়া বসিবার জন্ত তাহার সমস্ত শরীরমন অত্যন্ত ব্যগ্র হইয়া উঠিল । গোড়ায় যখল সে ভ্রমণে বাহির হয়, তখন তাহার মনে হইয়াছিল, চিরদিনই তাছাকে এমূলি ঘুরিয়া বেড়াইতে হুইবে—এখন রমেশ স্পষ্ট বুঝিতে পাপ্রিল, চিরদিন বলিতে অধিকদিন নহে— তাহাকে একটা ৰাস করিতেই হুইবে । একদিন কানপুরের ডাকবাংলার নিঃ”. বৰ্ত্তী পথে পায়চারি করিতে করিতে রী এই সকল কথা আলোচনা করিভেছে ;– ' লাইব্রেরি সাজাইয়া, চারিদিকে বাগান করিয়া, তাহার ভবিষ্যং ৰাসাটির একটি মনোরম চিত্র গড়িয়া ভুলিতেছে, তাছার অধ্যয়নশীল শাস্তিময় নিভৃত জীবনধাত্রার মধুর কল্পনায় আবিষ্ট হই উঠিতেছে, এমন্ড সময় হঠাৎ অদূরে একটি সামান্ত পথিককে দেখিয়া রমেশ একেবারে অধীর হইয়া উঠিল । “আরে জান্‌কিয়৷--জলিকিয়া” করিয়া দ্রুতপদে রমেশ তাহার কাছে গিয়া উপস্থিষ্ট হইল। সে ব্যক্তি রমেশকে দেখিয়া জীশচর্য্য হইয়া পেলাম করিল— কহিল, “ৰাৰুজি এখানে যে !” • 魏 রমেশের সহিত अब्रभावांबूcमब्र वथन ७वषय *ब्रिक्लब इहेबाहिण, उषन ७हे थान्कबी ॐांशंएमब्र cबदांब्रा छिल । श्रब्रक८ब्बकबिम *८ब्रहे नैौफ़िऊ श्हेब्रा जांन्किब्र बाकी छणिब्रा যায়, তাছার পরে আর সে ক্ষেরে মাষ্ট । ” এইটুকু দুরপরিচয়ের সম্পর্কমাত্রে ।