পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম সংখ্যা । ] প্রাচীন ভারতের ইতিবৃত্তসঙ্কলন। • 8e 9 মৃঢ়মনা দ্বাসে, তখন বুঝিলাম, গতিক ভাল নয়। যাই হোকৃ, তোমাকে সহায় পাইলে তাছাকে উদ্ধার করিতে কিছুমাত্র বিলম্ব হুইবে না, তাহাও আমি নিশ্চয় জানি— অতএব প্রস্তুত হও দুই বন্ধু মিলিয়া সন্ন্যাসীর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিতে झ्झे८द ।” রমেশ হাসিয়া কহিল—“আমি যদিও বীরপুরুষ বলিয়া খ্যাত নই, তবু প্রস্তুত আছি।” যোগেন্দ্র। রোগ, আমার ক্রিষ্ট মাসের ছুটিটা আসুক। রমেশ । সে ত দেরি আছে—ততক্ষণ •আমি একলা অগ্রসর হই না কেন ? যোগেন্দ্র । না না, সেটি কোনোমতেই হুইবে না । তোমাদের বিবাহটি আমিই ভাঙিয়াছিলাম, আমি নিজের হাতে তাহার প্রতিকার করিব । তুমি যে আগে-ভাগে গিয় , আমার এই শুভকাৰ্য্যটি চুরি করিবে, cग धार्मि घटिङ निव न! । झुब्रि छ আর দশদিন বাকি আছে। ” 2. ' রমেশ । • "তবে ইতিমধ্যে আমি এক বfর— যোগেন্দ্র । না না, সে সব আমি কিছু শুনিতে চাই না—এ দশদিন তুমি আমার এখানেই আছি ! এখানে ঝগড়া করিবার যতগুলা লোক ছিল, সব আমি একটি একটি করিয়া শেষ করিয়াছি -এখন মুখের তার বদৃলাইবার জন্য একজন বন্ধুর প্রয়োজন হইয়াছে, এ অবস্থায় তোমাকে ছাড়িবার জো নাই । এতদিন সন্ধ্যাবেলায় কেবলি শেয়ালের ডাক শুনিয়া আসিয়াছি—এখন, এমন কি, তোমার কণ্ঠস্বরও আমার কাছে বীণাবিনিন্দিত বলিয়া মনে হইতেছে, আমার অবস্থা এতই শোচনীয় ! ক্রমশ । প্রাচীন ভারতের ইতিবৃত্তসঙ্কলন। আমাদের ধনীদিগের যে দেশহিতকর বিষয়ে রুচি নাই, নতুবা তাহদের অবগতির জন্ত আমি একটি প্রস্তাব করিতাম। সে প্রস্তাবটি এই—যেমন স্বৰ্গীয় জে. এন. তাতা মহোদয় একটি রিসার্চ ইন্‌ষ্টিটিউটের" স্কুন্ত অনেক লক্ষ টাকা দিতে •প্রতিশ্রুত হইয়াছিলেন, যেমন র্তাহাদ্বারা লজ্জাপ্রাপ্ত হইয়া গবর্ণমেণ্ট কয়েকটি "fরসার্চ স্কলাশিপ’ স্থাপন করিয়াছেন, তেমনি ধনিগণ কয়েকজনে সমবেত হইয়া একটা মহৎ কাৰ্য্য করুন। ভারতের প্রাচীন ইতিবৃত্ত সঙ্কলনের জন্ত তিনটি রিসার্চ স্কলাশিপ স্থাপন ੋ । প্রথমটির বৃত্তি মাসিক ৩০০ তিনশত টাকা, দ্বিতীয় ও তৃতীয়টির বৃত্তি মাসিক একশত টাকা করিয়া । এই তিন ব্যক্তি কি করিবেন ? দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তির অধীন থাকিয় তাহারই নির্দেশানুসারে কতকগুলি জ্ঞাতব্য বিষয় সম্মুখে রাখিরা প্রাচীন বেদ, বেদাঙ্গ, স্থতি, পুরাণ, ইতিহাস, কাৰ্য প্রভৃত্তি সংস্কৃতগ্রস্থসকল অধ্যয়নপুৰ্ব্বঞ্চ দেশের हेङिब्रुख नकणन कब्रिएबम । इंहाप्नब्र डिमজনেরই সংস্কৃত ও ইংরাজী ভাষাতে অভিজ্ঞ