পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৪২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8>boʻ লইয়াই ব্যাপৃত ছিলেন। যেন হস্তিমূৰ্ত্তির কল্পনা-অঙ্কুরটি বহুকাল হইতে এইখানে বিদ্যমান । এমন কি, বিধাতা যখন গোড়ায় এই শৈলগুলি নিৰ্ম্মাণ করেন, তখনও বোধ হয় তাহার চিস্তার মধ্যে এই কল্পনাটি গৃঢ়ভাবে বিদ্যমান ছিল । বাস্তবিকই মনে হয়, হস্তী কিংবা হস্তীর ভ্রণনিচয় যেন এখানে সৰ্ব্বত্রই দেখিতেছি । মামাদের চতুর্দিকে, অরণ্যের অন্ধকার যতই ঘনাইয়া উঠিতেছে, ততই যেন এইরূপ সাদৃশু আমাদের মনে অধিকতররূপে প্রতিভাত হইতেছে ;—আমাদের মনকে যেন একেবারে অধিকার করিয়া বসিতেছে। এখন আটটা রীত্রি । ঝটিকা আসল্প বলিয়া আশঙ্কা হইতেছিল, কিন্তু জানি না, কি করিয়া সমস্ত আবার কোথায় বিলীন হইয়া গেল । স্বচ্ছ আকাশ, তারাময়ী রজনী । ঝিল্লী ও শলভগণ উল্লাসভরে গান করিতেছে । কীটগণের হর্ষকোলাহলে সমস্ত তরুপল্লব অমুরণিত । আমাদের সম্মুখে মশালের আলো দেখা যাইতেছে । তরুপল্লবের মধ্য দিয়া একদল লোক আমাদের অভিমুখে অগ্রসর হইতেছে। ঢাকঢোল ও করতালের ধ্বনি, মনুষ্যকণ্ঠনিঃস্থত ঐকতান গান শুনিতে পাওয়া যাইতেছে। : हेशंब्र दब्रयां बौद्र मल ;-वछे ७ उांग গাছের নীচে দিয়া মহাসমারোচে চলিয়াছে। ইহাদের মধ্যে কখন, রাজা কিংবা দেবতার স্থায় পরিচ্ছদ পরিধান করিয়াছে -- সোনালি জরির লম৷ জামাজোড়, মাথায় সোনার মুকুট । g नअम-नि । [ ৪র্থ বর্ষ, অগ্রহায়ণ । ইহা একটি বিবাহের উৎসব ; 'বর স্বীয় আত্মীয়বর্গকে লইয়া, ধৰ্ম্মবিধি অনুসারে, . রাস্ত দিয়া যাত্রা করিতেছে । এখন এগারটা । আমার শকটের মধ্যেই আমি নিদ্রা গেলাম। আমার ভূত্য শকটের একটা ক্ষুদ্র জান্‌লা খুলিয়া, হাত-লণ্ঠনের আলোয় একখানা পত্র আমার সম্মুখে আনিয়া ধরিল । সেই পত্রে ত্রিবন্ধুররাজচিন্তু মুদ্রা ঙ্কিত :-দুইটি হস্তী ও একটি সামুদ্রিক শঙ্খ । এক্ষণে আমরা নৈজতাবরে’-গ্রামে আছি। এই পত্ৰখানি দেওয়ানের নিকট হইতে আসিয়াছে । তিনি এই পত্রযোগে, মহারাজের পক্ষ হইতে, আমাকে স্বাগতসম্ভাষণ করিয়াছেন, আর গাড়ি প্রস্তুত আছে, এই কথা জানাইয়াছেন। দেশীয় শকট হইতে বাহির झ्झेब्रl, ७झे c*ांउन-श्नाद्र रॉीकूनिशैन গাড়িতে উঠিলাম। অtহলাদের বিষয়। দুইটি উৎকৃষ্ট অশ্ব আনাকে লইয়া দীর্ঘপদবিক্ষেপে দুলকি-চালে চলিতেছে, ইহুষ্ঠিতই व्षांभांब्र त्रांनना । भशंब्रांtछद्र किङ्किङ शृब्रिচ্ছদ পরিধান করিয়া “কোচোয়ান’ স্বকীয় আসনে বসিয়া আছে —তাহার দীর্ঘ চাপূকান, জরির পাগড়ি, অন্ধকারে ঝর্কমক্‌ ৷ করিতেছে। পিছনের পায়দানে দুইজন চটুল সহিস ; উছার গাড়ির আগে আগে এইরূপ ভাবে দৌড়িয়া চলে, যেন উহাদের উড়িবার একজোড়া ডানা আছে । তা ছাড়া, পুথের অগণ্য গরুর গাড়ি সবাইয়া দিবার छत्रु ऊँझांब्रीं कि स्कग्रांनक চীৎকার করে ! একটা ছোট সিন্দুকের ভিতরে ক্ৰমাগত মাকানি খাইয়া, তাহার পর খোলা গাড়িতে তারা দেখিতে দেখিতে সারি-সাষ্টি তাল