পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৪৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম সংখ্যা। ] छtनां উক্ত অধ্যাপক স্বয় দৈখাইয়া •ছেন, কেবল একগ্রেন্থয়েডিয়ম-নিহিত শক্তিকে এক সঙ্গে কাজে লাগাইবার উপায় থাকিলে আমরা তদ্ধার চৌদহাজারমণভারবিশিষ্ট কোন পদার্থকে অনায়াসে একমাইল উৰ্দ্ধে উঠাইতে পারিতাম। কণা প্রমাণ রেডিরমে এই বিপুল শক্তি সঞ্চিত আছে সভ্য, কিন্তু উহাকে নিঃশেষে এককালীন কাজে লাগাইবার উপায় কই ? গণনায় জানা গিয়াছে, রেডিরমের ধিয়োগ এত ধীরে হয় যে, উহার রতি প্রমাণ-কণাস্থিত শক্তির বিকিৰুণ শেষ হইতে প্রায় ২০ লক্ষ বৎসর লাগে । এই অতি ধীর শক্তিবিকিরণধৰ্ম্মকে কোন উপায়ে দ্রুত কয়িলেও পদার্থটির দুর্লভভা ইহায় কার্য্যোপযোগিতার বিশেষ অন্তরায় ব্রাহ্মণ " ‘8રd


F--" "

হইবে বলিয়া আশঙ্কা হইতেছে। রেডিরমের অস্তিত্ব এপর্য্যস্ত যে o পিচব্লেণ্ডি-নয়ন্ত আকরিক পদার্থে দেখা গিয়াছে, সেটা.পৃথিবীতে খুব স্থলভ নয় ; বোহেমিয়া, করুনওয়াল ও সাক্সনি প্রদেশের কেবল দুইএকটি স্থানে ইহার সামান্ত সন্ধান পাওয়া যায় মাত্র । সুতরাং এই দুর্লভ সামগ্ৰী হইতে ততোধিক দুর্লভ রেডিয়মের উদ্ধার করিয়া তন্দ্রীরা আমাদের গৃহকাৰ্য্য সাধন করা কতদূর সহজ সাধ্য হইধে, এখন পাঠক তাহ বিবেচনা করুন। হিসাব করিয়া দেণ গিয়াছে, প্রায় দেড়লক্ষমণ পিচব্ৰেণ্ড হইতে কেবল অৰ্দ্ধসেরমাত্র রেডিয়ামের উদ্ধার হর, এবং প্রস্তুভ করিতেও প্রায় এককোটি পাচলক্ষ টাকা ৰায় পড়ে । শ্রীজগদানন্দ রায় । ব্রাহ্মণ ।

': 'Seళ= ...:

ব্লুক্ষে যদি ব্রাহ্মণোচিত চরিত্রগৌরবে লোকসমাজের, সম্মুখে উপদেশ ও দৃষ্টান্তেয় দ্বারা সমাজশিক্ষকরূপে দণ্ডায়মান হইতে পারেন, তবে সেকালের দ্যার একালেও , তাহাকে ভায়তবর্ষেয় লোকে কি বাক্যব্যয়ে আস্তরিক ভক্তিশ্রদ্ধাভয়ে সমাজপতি বলিয়া বরণ করিয়া লইবে । তখন আর সভা করিয়া জনসমাজকে কর্তব্যপালনের জন্ত তাড়না করিত্বে হইবে না। cन नि हुँगिब्रा ब्रिाप्रु নাজ্যি নিয়তিশয় লজার ব্যাপার হইয়। যে দিন, ব্রাহ্মণকে জনসমাজে কুষ্ঠিত করি ত না, সে দিন চলিয়া গিয়াছে বলিয়া, একালের ব্রাহ্মণকে ও অর্থোপার্জনকেই জীবনেয় একমাত্র উদ্দেগু করিয়া উৰ্দ্ধশ্বাসে সংসারসংগ্রামে ছুটাছুটি করিষ্ঠে হইতেছে। এখন &ার সহসা ব্রাহ্মণকেই তপস্তার মাহাত্ম্য কীৰ্ত্তন করিয়া প্রবুদ্ধ করিবার সম্ভাবনা নাই। এখন যিস্ত। তাহার পুরাতন লক্ষ্য স্থিত হইয়াছে ; ज११भ प्ठiशंङ्ग ॰भूवtङन रश्न छ्झि ब्रिब्र। ফেলিয়াছে ; আত্মত্যাগ তাহার দীর্ঘ জনশনকে, নিৰ্ব্বাসিত কল্পিম্বা, সময়ের সদ্ব্যবহার