পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৫০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সংখ্যা । ] ভয়ে এক পরিত্যক্ত দেবমন্দিরে প্রবেশপুৰ্ব্বক দেবীর স্থান অধিকার করিয়া রহিল ; এবং সভিক, দুতিকর প্রভৃতি সেই মন্দিরে প্রবেশপূর্বক দ্যুতক্রীড়া আরম্ভ করিল। ইহাতেই প্রমাণ, খ্ৰীষ্টের পরবত্তী দুই শতাব্দীর মধ্যে অশোক প্রভৃতি বৌদ্ধনরপতিগণের প্রভাবে আৰ্য্যাবর্তের অনেক স্থানেই হিন্দুধৰ্ম্ম এরূপ শিথিল হইয়া গিয়াছিল যে, অনেক দেবদেবীর মন্দির পূজারীর অভাবে পরিত্যক্ত হইয়াছিল। কেবল তাহা ও নহে, ব্রাহ্মণগণ ব্রাহ্মণোচিত যাগযজ্ঞ, ক্রিয়াকৰ্ম্ম পরিত্যাগ করিয়া হীনবৃত্তি অবলম্বন করিয়াছিল । নাটকের .প্রধান পুরুষ চারুদত্ত একজন ব্রাহ্মণ, কিন্তু তিনি শ্রেষ্ঠিচত্বরে বাস করেন ; তিনি শ্রেষ্ঠদিগের অর্থাৎ কুশীদব্যবসায়ী ধনীদিগের মধ্যে একজন ছিলেন, নিজের দানধ্যানের জন্তই দরিদ্র হইয়াছেন। চারুদত্ত প্রাতঃসন্ধ্যা ও সায়ংসন্ধ্যা করিতেছেন বটে, এবং তাহার পত্নী ধুতা উপবাস ও ব্রাহ্মণকে স্বর্ণদানাদি করিতেছেন বটে, কিন্তু আপল ব্রাহ্মণের কাজ তখন বিলুপ্ত হইয়াছে। চারুদত্ত একটি গণিকার প্রণয়ে আসক্ত হওয়াকে অব্রাহ্মণোচিত,কাৰ্য্য-মনে করিতেছেন না। অধিক কি, তৃতীয় অঙ্কে দেখা যায়, শরিলক একজন ব্রাহ্মণের সন্তান, সে ছক্রিয়ান্বিত ও গণিকাসক্ত इहै। চৌৰ্য্যবৃত্তি অবলম্বন করুিয়াছে। সে চারুদত্তের * গৃহে সিদ্ধ কাটিবার সময় আপনার যজ্ঞোপৰীতটিকে পরিমাণস্থত্রের স্তায় ব্যবহার করিতেছে ; আয় বলিতেছে — • "कन्नेगरीङ'रि नाम बाकर्मन মহন্ত্রপক্ষরত্রঃ বিশেষতোহম্মদ্বিধর্স্য। কুতঃ– ংস্কৃতসাহিত্যে সামাজিক চিত্র। '854

  • এতেন মাপয়তি ভিত্তিষু কৰ্ম্মমার্গং

এত্তেন মোচয়তিভুষণসম্প্রয়োগান। উদঘাটকে ভবতি যন্ত্রদৃঢ়ে কপটে • দষ্টস্য কীটভূজগৈঃ পরিবেষ্টনঞ্চ " " অর্থ—“যা হোক, পৈতাটা ব্রাহ্মণের, বিশেষত আমার মত ব্রাহ্মণের,অনেক কাজে লাগে। কেন না, এতদ্বারা সিদ্ধ কাটিবার সময় ভিত্তি মাপা যায়, অঙ্গ হইতে অলঙ্কারাদি খুলিয়া লওয়া যায়, দ্বারে অর্গল দিয়া রাখিলে খোলা যায়, এবং সৰ্ব্বশেষে সাপখোপে কামড়াইলে তাগ বাধা যার ।” পূৰ্ব্বোক্ত উক্তির ভিতরে প্রবেশ করির দেখিলে এরূপ মনে লাগে যে, সে সময়কার আচারভ্রষ্ট ও ব্রাহ্মণ্যচু্যত ব্রাহ্মণগণকে উপহাস করিবার উদ্দেশেই কবি শবিলকের ন্যায় এক পুরুষকে স্বীয় নাট্যোল্লিখিত ব্যক্তিগণের মধ্যে প্রবিষ্ট করিয়াছেন। এই অনুমানের আর এক প্রমাণ এই, কবি এই . সময়েই শবিলকের মুখে আর একটি উক্তি দিয়াছেন । শবিলক বলিতেছেন – “অহং হি চতুৰ্ব্বেদবিদোহপ্রতিগ্রাহকস্ত পুত্রঃ শর্বিলকে নাম ব্রাহ্মণে গণিকামদনিক্যর্থমকাৰ্য্যমনুতিষ্ঠামি।” অর্থ—“আমি শর্বিলক, জাতিতে ব্রাহ্মণ, চতুৰ্ব্বেদবেত্তা অপ্রতিগ্রাহী ব্রাহ্মণের পুত্র, আমি মদনিক গণিকার নিমিত্ত অপকাৰ্য্য করিতেছি।” • কবি যেন বলিতে চাহিতেছেন—“কলে কালে এই হ’ল যে, যার বাপ বেদবিত্ৰাহ্মণ, অশূদ্রপ্রতিগ্রাহী,তার ছেলেবেস্তাসক্ত চোর।” ইহাতেই জানা ঘাইতেছে, ব্রাহ্মণ্যধৰ্ম্ম সে

  • गमरब्र कउछूद्ध झांन ७ भिषिण रुहेर्ब्राझिण । ।