পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8&’, • रुक्रङ्गभँन । [ ৪র্থ বর্ষ, মাঘ . চলিয়া আসিয়াছে। ইংরাজরাজ্যে ইহা অপরাধের মধ্যে গণ্য হইয়া নিবারিত रहेबांटझ् । • , তৎপরে আর একটা এই দেখিতেছি--- বীরাঙ্গনাদিগের মহাসন্ত্রম ৷ পয়ত্ৰিশ ৰৎসর পূৰ্ব্বে হুতোম প্যাচ যখন র্তাহার সরস ভাষাতে কলিকাতাসহরের নক্স অঙ্কিত করেন, তখন ৰলিয়াছিলেন—

  • অজৈবাসহর কলকেতা।
  • * sk sk

রাড়ী-সুড়ীর খাস বাড়ী ভদ্রভাগ্যে গোলপাত ।” এ সম্বন্ধে এই খ্ৰীষ্টীয় দ্বিতীয় বা তৃতীয় শতাব্দীর সমকালের মহানগরীসকলের কিছু প্রভেদ দেখিতেছি না। ভদ্রতম চারুদত্তের ভবনে একটি প্রদীপ জ্বলে কি না, সন্দেহ । কিন্তু গণিকা বসন্তসেনার ভবনে সাত প্রকোষ্ঠ, এক একটি প্রকোষ্ঠ এক একটি রাজভবনের দ্যায় ; বসন্তসেনার মদমত্ত হস্তী রাজপথে সকলের ত্রাস উৎপন্ন করিতেছে ; বসন্তসেনার দাসদাসী, পরিচারক-পরিচারিকার অস্ত নাই ; কি ঐশ্বৰ্য্য! কি বিভব! এই বারাঙ্গনাবৃত্তির বিষয়ে আবার এই দেখিতেছি যে, ইহা ভদ্র জনসম্মত একটি সামাজিক ব্যবস্থার মধ্যে । ভদ্রলোকে ইহাদের গৃহে যাইতে লজ্জাবোধ করিতেছে না। ইহারা ও অবাধে ভদ্রলোকের বাড়ীতে আসিতেছে। এ বিষয়ে ইহার গ্ৰীকৃ হেটেরিদিগের স্তায় ছিল, যাহাঙ্গের ভবনে জ্ঞানিশ্রেষ্ঠ সক্রেটিসও যাইতে লজ্জাবোধ করিতেন না । 戟 বসন্তয়েনার অভিসারক্রিয় কি নির্লজ্জতার পরাকাষ্ঠী ! ইহাতেই প্রমাণ, এ-জাতীয় গণিকাগণ তখন কিরূপ অবারিতগতি ছিল। क्ङ् ि७ कथं वलिबांद्र नमग्न भटन शहै८डरझ, · এখনও ত ভারতবর্ষে এরূপ একশ্রেণীর বীরাঙ্গনা রহিয়াছে। পঞ্জাবে ও দক্ষিণাত্যে এখনও দুই শ্রেণীর বারাঙ্গনা দৃষ্ট হয়। এক শ্রেণীকে বলা যাউক “রাহী”, আর এক শ্রেণীকে বলা যাউক “গেহী” । “রাহী” তাহার, যাহারা পথের পাশ্বে দাড়াইয়া থাকে ও উৎবৃত্তির দ্বারা জীবনধারণ করে । গেহীর পিতা, মাতা, ভ্রাতা প্রভূতির সহিত বাস করে। ইহাদের মধ্যে অধিকাংশই নৃত্যগীতে পরিপঙ্ক । বিবাহাদি উৎসবে ইহারাই গৃহস্থের গৃহে নৃত্যাদি করিতে আসে। দাক্ষিণাত্যে' এই শ্রেণীর বীরাঙ্গনাগণ সচরাচর দেবমন্দিরের দেবদাসী বলিয়া পরিচিত । ইহার নামত মন্দিরের দেবগণের সহিত বিবাহিত হয়, কিন্তু ফলত বিলাসী পুরুষগণের জন্তই থাকে। ইহাদের সহিত মেশা বা ইহাদিগকে বাড়ীতে আনা তত্ত্বৎপ্রদেশের সামাজিকদিগের পক্ষে লজ্জাজনক কার্য্য নহে । ইহারা dancing girl নামে পরি. চিত । এজন্ত সে সকল প্রদেশের বহুসংখ্যক পুরুষের নীতি অতি কলুষিত। সে নীতি সংশোধিত হইতে যে কতদিন লাগিবে, তাহ বলা যায় না । এই দেবদাসী বা dancing girl শ্রেণী বহুকাল চলিয়৷ আসিতেছে। চৈতন্যচরিতামৃতে রামাননা রায়েয় চরিত্রবর্ণনস্থলে গোদাবরীপ্রদেশে এই দেবদাসীদলের खैरल्लथ मृटे रुग्न । e মৃচ্ছকটিকে বসস্তসেনার যেরূপ বর্ণনা দৃষ্ট হয়, তাহার্তে তাহাকে এই গেহী”শ্রেণীগণ্য বারাঙ্গন বলা যাইতে পারে । বসন্ত