পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৫২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"দশম সংখ্যা। ] এবম্পি সৰ্ব্বভূতেজ মানসস্তাবযে অপরিমাণং ॥ মেত্তঞ্চ সকালোকল্মিং মানসস্তাবযে অপরিমাণং। ऎक्श् चांश्च।। 5 ङिख्रिषक्षॆ অসস্বাধং আবেরমসপত্তং । তিঠঞ্চরং নিসিন্নো বা সয়ানো বা যাবতসূস বিগতমিদ্ধে । এতং সতিং অধিটঠেযং ব্ৰহ্মমেতং বিহারমিধমাহু ॥ মাতা যেমন প্রাণ দিয়াও নিজের পুত্রকে রক্ষা করেন, এইরূপ সকল প্রাণীর প্রতি অপরিমাণ দয়াভাব জন্মাইবে। উৰ্দ্ধদিকে, অধোদিকে, চতুর্দিকে সমস্ত জগতের প্রতি বাধাশূন্ত, হিংসাশূন্ত, শক্রতাশূন্ত মানসে অপরিমাণ দয়াভাৰ জন্মাইবে । কি দাড়াইতে, কি চলিতে, কি বসিতে, কি গুইতে, যাবৎ নিদ্রিত ন হইবে, এই মৈত্রভাবে অধিষ্ঠিত থাকিবে —ইহাকেই ব্রহ্মবিহার বলে । • এই যে ব্রহ্মবিহারের কথা ভগবান বুদ্ধ बगिब्राप्झ्न, हेश মুখের কথা নহে, ইহা অভ্যস্ত নীতিকথা নহে—আমরা জানি, ইহা র্তাহার জীবনের মধ্য হইতে সত্য হইয়া উদ্ভূত হইয়াছে। ইহা লইয়া অস্ত আমরা গেীয়ব কয়িব। এই বিশ্বব্যাপী চিরজাগ্রত করুণ, এই ব্রহ্মবিহার—এই সমস্ত-অবিস্তকের অতীত অহেতুক সুপরিমের . মৈত্রশক্তি, মানুষের মধ্যে কেবল কথার কথা হইয়া থাকে নাই, ইহা কোনো-না-কোনো शप्न गडा रहेब डब्रिाहिण। “हे भर्डिहरू আর আমরা অবিশ্বাস করিতে পারি না—এই শক্তি ম্যুত্বের ভাণ্ডারে চিরদিনের মত সঞ্চিত হইয় গেল। যে মানুষের भर्दृशा উৎসবেরদিন। 《 》에 ঈশ্বরের অপৰ্য্যাপ্ত দয়াশক্তির এমন সত্যরূপে বিকাশ * হইয়াছে, আপনাকে সেই মানুষ জানিয়া উৎসব করিতেছি। 4हे डांबर्डवश्र्व ७कनि भशनबाहे অশোক তাহার রাজশক্তিকে ধৰ্ম্মবিস্তায়কাৰ্য্যে, মঙ্গলসাধনকার্য্যে নিযুক্ত করিয়াছিলেন। রাজশক্তির মাদকতা ৰে কি সুতীব্র, তাহা আমরা সকলেই জানি—সেই শক্তি ক্ষুধিত অগ্নির মত গৃহ হইতে গৃহান্তরে, গ্রাম হইতে গ্রামান্তরে, দেশ হইতে দেশান্তরে আপনার জালাময়ী লোলুপ রসনাকে প্রেরণ করিবার জন্য ব্যগ্র। সেই বিশ্বলুব্ধ রাজশক্তিকে মহারাজ অশোক মঙ্গলের দাসত্বে নিযুক্ত করিয়াছিলেন—তৃপ্তিহীন ভোগকে বিসর্জন দিয়া তিনি শ্রান্তিহীন সেবাকে গ্রহণ করিয়াছিলেন। রাজত্বের পক্ষে ইহা প্রয়োজনীয় ছিল না—ইহা যুদ্ধসজ্জা নহে, দেশজয় নহে, বাণিজ্যবিস্তার লহে—ইহা, মঙ্গলশক্তির অপৰ্য্যাপ্ত প্রাচুর্য্য—ইহা সহস চক্রবর্তী রাজাকে আশ্রয় করিয়া তাহার সমস্ত রাজাড়ম্বরকে একমুহূর্তে হীনপ্রভ করিয়া-দিয়া সমস্ত মনুষ্যত্বকে সমুজ্জ্বল করিয়া তুলিয়াছে। কত বড় বড় রাজার বড় বড় সাম্রাজ্য বিধ্বস্ত, বিস্মত, ধূলিসাৎ হইয়া । গিয়াছে—কিন্তু অশোকের মধ্যে এই মঙ্গলশক্তিয় মহান আবির্ভাব, ইহা আমাদের গৌরবের ধন হইয়া'আজও আমাদের মধ্যে শক্তিসঞ্চার করিতেছে। মানুষের মধ্যে যাহা কিছু गङा इहेब डेब्रिांप्रु,डांशद्र cओब्रक श्रेष्ठ, তাহার সহায়ত্ব হইতে মাহৰ আর কোনোনি বঞ্চিত হইবে মা । আজি মানুষের মধ্যে, সমস্তস্বার্থজয়ী এই অদ্ভুত মঙ্গলশক্তির মৰিম।