পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৫২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সংখ্যা । ] ७९जएँक्त्र नि । &bషి করিলেই হয় না। এইরূপে গৃহের প্রত্যেকু ৰিশেৰ ঘটনায় আমরা এক একদিন গৃহকে জুলিয়া সমস্ত মানবের সহিত মিলিত হই এবং সেইদিন সমস্ত মানৰের মধ্যে ঈশ্বরের সহিত আমাদের মিলনের দিন । হায়, এখন আমরা আমাদের উৎসবকে প্রতিদিন সঙ্কীর্ণ করিয়া আনিতেছি। এককালে যাহা বিনয়রসাপ্লত মঙ্গলের ব্যাপার ছিল, এখন তাহা ঐশ্বৰ্য্যমদৌদ্ধত আড়ম্বরে পরিণত হইয়াছে। এখন আমাদের হৃদয় সঙ্কুচিত, আমাদের দ্বার রুদ্ধ। এখন কেবল ৰন্ধুবান্ধব এবং ধনিমানী ছাড়া মঙ্গলকৰ্ম্মের দিনে জামাদের ঘরে আর কাহারে স্থান হয় না । আজ আমরা মানবসাধারণকে দূর করিয়া, নিজেকে বিচ্ছিন্ন-ক্ষুদ্র করিয়া, ঈশ্বরের বাধাহীন পবিত্র প্রকাশ হইতে ৰঞ্চিত করিয়া বড় হইলাম বলিয়া কল্পনা করি । আজ আমাদের দীপালোক উজ্জ্বলতর, খান্ত প্রচুল্পতর, আয়োজন বিচিত্রতর হইয়াছে--কিন্তু মঙ্গলময় অন্তর্যামী দেখিতেছেন আমাদের শুষ্কতা, আমাদের দীনতা, আমাদের নির্লজ্জ কৃপণতা । আড়ম্বর দিনে, দিনে ৰতই বাড়িতেছে, ততই এই দীপালোকে, এই গৃহসজ্জায়, এই রসলেশশূন্ত ङ्कबिमडोब्र भएक्षा ८शहे °ोक्षमत्र डांशङ्ग८श्रङ्ग প্রশান্তগ্রসর মুখচ্ছবি আমাদের ম্যান্ধ দৃষ্টিপণ হইতে আছয় হইয়া,বাইতেছে। এখন আমরা কেৰল আপনাকেই দেখিতেছি, আপনার স্বর্ণরৌপ্যের চাকৃচিক্য দেখাইতেছি, আপনার নাম গুলিতেছি ও গুনাইতেছি। cर नेत्रंब्र, छूमि जांब• श्रामानिश्रएक আন্ধান কর !-बुद९ अम्लषfcदन्न मc५je আহবান কর । আজ উৎসৰের দিন গুজমাত্র ভাবয়সসম্ভোগের দিন নহে, শুদ্ধমাত্র बापूर्वीब्र बप्श निमग्ने श्रेयात्र बिन नप्रुআজ বৃহৎ সম্মিলনের মধ্যে শক্তি-উপলব্ধির দিন, শক্তিসংগ্রহের দিন। আজ তুমি আমাদিগকে বিচ্ছিন্ন জীবনের প্রাত্যহিক জড়ত্ব, প্রাত্যহিক ঔদাসীন্য হইতে উদ্বোধিত কর, প্রতিদিনের নির্বাৰ্য্য নিশ্চেষ্টত হইতে,— আরাম-আবেশ হইতে উদ্ধার কর । যে কঠোরতায়, যে উদ্যমে, যে আত্মবিসর্জনে আমাদের সার্থকতা, তাহার মধ্যে আজ আমাদিগকে প্রতিষ্ঠিত কর । আমরা এতগুলি মান্থৰ একত্র হইয়াছি আজ যদি, যুগে যুগে তোমার মনুষ্যসমাজের মধ্যে যে সত্যের গৌরব, যে প্রেমের গৌরব, যে মঙ্গলের গেীরৰ, যে কঠিনবীৰ্য্য নির্ভীক মহুত্বের গেীরৰ উদ্ভাসিত হইয়া উঠিয়াছে, তাহ না দেখিতে পাই, দেখি কেবল ক্ষুদ্র দীপের আলোক, তুচ্ছ ধনের আড়ম্বর, তবে সমস্তই ব্যর্থ হইয়া গেল— যুগে যুগে মহাপুরুষের কণ্ঠ হইতে যে সকল অভয়বাণী-অমৃতৰাণী উৎসারিত হইয়াছে, তাহী যদি মহাকালের মঙ্গলশঙ্খনির্ঘোষের মত আজ না শুনিতে পাই—শুনি কেবল লৌকিকতার কলকল৷ এবং সাম্প্রদায়িকতার বাগৰিষ্টাস—তবে সমস্তই ব্যর্থ হইয়া গেল । এই সমস্ত ধনাড়ম্বরের নিবিড় কুঙ্কটিকারাশি ভেদ করিয়া একবার সেই সমস্ত পবিত্র দৃপ্তের মধ্যে गझेब्रा यां७- cयथाप्न भूणि*षाiब्र नgप्नएर তোমার সাধক বসিয়া আছেন—যেখানে তোমার সর্বত্যাগী সেবক কৰ্ত্তব্যের কঠিনপথে রিক্তহস্তে ধাৰমান হইয়াছেন