পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৫২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

C:૨૭ बेब्रनर्णनं । { ৪র্থ বর্ষ মাৰ! যেখানে তোমার বরপুত্ৰগণ দারিদ্র্যের দ্বারা নিম্পিং, বিষয়ীদের দ্বারা পরিত্যক্ত, মদান্ধদের স্বায়া অপমানিত । হায় দেৰ, সেখানে কোথায় দীপচ্ছটা, কোথায় বাস্তোন্তম, কোথায় স্বর্ণভাণ্ডার, কোথায় মণিমাল্য ! কিন্তু সেইখানে তেজ, সেইখানে শক্তি, সেইখানে দিব্যৈশ্বৰ্য্য, সেইখানেই তুমি! দুর কর—দূর কর এই সমস্ত আবরণ-আচ্ছাদন, এই সমস্ত ক্ষুদ্র দত্ত, এই সমস্ত মিথ্যা কোলাহল, এই সমস্ত অপৰিত্র আয়োজন— মনুষ্যত্বের সেই অভ্ৰভেদিচুড়াবিশিষ্ট নিরাভরণ নিস্তন্ধ রাজনিকেতনের দ্বারের সম্মুখে অদ্য আমাকে দাড় করাইয়া দাও ! সেখানে, সেই কঠিন ক্ষেত্রে, সেই রিক্ত নিৰ্জনতার মধ্যে, সেই বহুযুগের অনিমেষ দৃষ্টিপাতের সম্মুখে তোমার নিকট হইতে দীক্ষা লইৰ et落! দাও হন্তে তুলি নিজহাতে তোমার অমোঘ শরগুলি, তোমার অক্ষয় তুণ! জন্ত্রে দীক্ষা দেহ রণগুরু ! তোমার প্রবল পিতৃস্নেহ ধ্বনিয়া উঠুক্ৰ আজি কঠিন জাদেশে । কর মোরে সন্মানিত নববীরবেশে, দুরূহ কৰ্ত্তব্যভারে, দুঃসহ কঠোর বেদনায় ! পরাইয়া দাও অঙ্গে মোর ক্ষতচিহ্ল-অলঙ্কার । ধন্ত কর দাসে সফল চেষ্টায় আর নিষ্ফল প্রয়াসে । 蠍 ত্রিবঙ্কর । প্রাতঃকাল, সাতটা ; রাজাদিগের সহিত দস্তুরমত দেখাসাক্ষাৎ করিবার ও তাঁহাদের অভ্যর্থনা গ্রহণ করিবার ইহাই নির্দিষ্ট সময় । যে সময়ে, চিরনিদাঘ ক্সিবক্ষুরের দীপ্যমান প্রখর স্বৰ্য্যরশ্মি দিগন্ত হইতে সুদীর্ঘ সরলরেখায় প্রসারিত হইয়া, পত্রাবরণ ভেদ করিয়া তালকুঞ্জের মধ্যে প্রবেশ , করিল এবং নারিকেল ও স্বপারি তরুর শিখরদেশ স্বর্ণাভ গোলাপি-রঙে রঞ্জিত করিল,—সেই সময়ে, জানি মহারাজের , অতিথিশ্বরূপে, তাহার সহিত সাক্ষাৎ করিবার জন্য, গাড়িতে উঠিলাম। প্রথমে, তালজাতীয় তরুমগুপের নীচে দিয়া আমাদের গাড়ি চলিতে লাগিল ; একটু পরেই, একটা প্রকাও সিংহদ্বারের সম্মুখে আসিয়া উপস্থিত হইল। এখানে পৌছিবার প্রথম রাত্রেই, যে তোরণটি পার হইরাছি বলিয়া মনে করিয়াছিলাম,--ইহ সেই তোরণ। ইহার ভিতর দিয়া একটা চতুষ্কোণ প্রাচীরের মধ্যে আসিয়া পড়িলাম। ইহা যেন একটি নগরের মধ্যে নগর। ইহার মধ্যে নীচজাতীয় লোৰুেরা প্রবেশ করিতে পায় না। এইবার আমার গাড়ি তোরণের মধ্য দিয়া একেবাৰুে সিধা চলিয়া গেল। সেইখানে কতকগুলি অন্তধারী সৈনিক তোরণ "রক্ষা করিতেছিল। . প্রবেশ করিবামাজ