পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৫৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবজীবনের অাদর্শ । * جایی کوی تخته سمی محس-- ص--ح- -می তত্ত্ববিদ্যাসভার দ্বাদশবাধিক উৎসৰ উপলক্ষ্যে সভায় নামে সভ্য ও মুহৃদ্বগের পক্ষ হইত্তে আপনাদিগকে সৰিনরে ও সাদরে অভিবাদন করিতেছি। আপনাদিগের অস্তিরিক শুভ-ইচ্ছা দ্বারা এই সভাকে সংবৰ্দ্ধিত ও পরিপুষ্ট করিয়া আমাদিগকে কৃতাৰ্থ করুন। ৰর্তমানযুগের ধৰ্ম্মের আদর্শকে, তত্ত্বাঙ্গে ও সাধনাঙ্গে, উভয় দিকেই, বৈজ্ঞানিক ও দার্শনিক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করা আমাদিগের এই ক্ষুদ্র চেষ্টার মুখ্য উদেণ্ড । প্রত্যেক যুগের ধৰ্ম্মই সেই যুগের বিজ্ঞান ও দর্শনের উপরে প্রতিষ্ঠালাভ করে। কিন্তু কোন প্রাচীনযুগের অস্তিম ও নবযুগের আরম্ভকালে, যুগসন্ধি ও যুগান্তর উপস্থিত হইলে, সৰ্ব্বথাই প্রাচীনধৰ্ম্মের সঙ্গে নুতন বিজ্ঞান ও দর্শনের দ্বন্দ্ব উপস্থিত হষ্টয়া পাৰে । এইরূপেই যুগে যুগে ধৰ্ম্মসমস্তা উৎপন্ন হর, এবং এই সমস্ত ভেদ করিয়া ধৰ্ম্মকে নবযুগের উন্নত বিজ্ঞান ও দর্শনের ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করিৰার জন্ত নুতন আয়োজনও আবখ্যক হইয়া টঠে । তত্ত্ববিদ্যাসভা এই ব্ৰতে ব্ৰতী হইয়া, এই স্বাদশবর্ষকাল নিষ্ঠাসহকারে এই লক্ষ্যেরই অমুসরণ করিয়া চলিয়াছে । যাহার: এই • - ------ - - অবলম্বনে লিখিত প্রবন্ধের পূর্বাদ্ধ। চেষ্টাকে হানচক্ষে দর্শন করেন, —যুক্তিতর্কের শুষ্ক-কঙ্করচর্বণ-জ্ঞানে ইহার বিচার ও আলোচনার প্রতি যাহার। উপেক্ষাপ্রদর্শন করেন,–ভক্তির ফুরণ ও অধ্যাত্মজীৰনের পরিপুষ্টিসম্পাদনের জন্ত জ্ঞান-বিজ্ঞানের যথাযথ আলোচনাকে যাহার। অনাবশুক মনে করেন,—র্তাহার অধ্যাত্মজীবনের অজ্ঞ অভিমানে পূর্ণ হইলেও ৰে ৰক্তমান যুগধৰ্ম্মের সুমহৎ উপাসনামন্দিরের : ৰহিরঙ্গনের ৰহিঃ প্রাচীরের বহির্ভাগে দগুtয়মান রছিয়াছেন, এ বিষয়ে অণুমাত্র ও সন্দেছ नाँझे । বর্তমান যুগে জড়বিজ্ঞান, সমাজৰিজ্ঞান, মনোবিজ্ঞান ও কল্পবিজ্ঞান প্রভৃপ্তি ৰেক্লপ" একদিকে অভূতপূৰ্ব্ব উৎকর্ষ-লাভ,করিতেছে, সেইরূপ এই সকল আলোচনা ও আবিষ্কারের গুণেই, সকল বিজ্ঞানের মূল ৰিজ্ঞান ৰাহা, সেই দর্শন বা ব্রহ্মবিজ্ঞান ও অন্তদিৰুে অজ্ঞাতপুৰ্ব্ব গভীরতা প্রাপ্ত হইতেছে। કફેર્વજી, বৰ্ত্তমান সময়ে ধৰ্ম্মতত্ত্বের অন্বেষণে ও সাধনে ৰিজ্ঞান ও দর্শনকে উপেক্ষ বা ৰজ্জন করিলে চলিবে না " 'স্বষ্টিতত্ত্বসম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ থাকিয় যেখানেই স্রষ্টার ধ্যানধারণা করিতে যাইবে, সেখানেই পদে পদে কল্পনার আশ্রয় গ্রহণ করিয়৷ অসত্য মানসী প্রতিমার পূজা

  • এমন্মহর্ষিদেবেন্দ্রনাথ ঠাকুরের স্বর্গারোহণদিনে তত্ত্ববিদ্যাসভার বার্ষিক উৎসব উপলক্ষে বিবৃত বতুতার মৰ্ম্ম