পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৬৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆeట" g तञप्तकर्तम । -ছেন, এ সম্বন্ধে তাহার ক্লেশলাঘবের জষ্ট কোনো কমিটির পরামর্শ লইয়া কোমে সহজ উপায়ের স্বষ্টি করেন নাই, তাহাকে এ কথা ৰিশেষ করিয়া বুঝাইতে গেলে আমার পক্ষে ধৃষ্টতা হইৰে ষে, চাষাকে thinker, observer ও experimenter করিতে গেলে উপভাষায় কেবল গ্রামের গোটাকতক বিষয়েই তাছার জ্ঞানকে বদ্ধ করিলে ষথেষ্ট হর না । এ কথা শুনিতে স্বতোবিরুদ্ধ, কিন্তু ইহা সত্য যে, মামুষের যতটুকু আবগুক, তাহায় চেয়ে তাহার আবশুক আরো অনেক ৰেশি এবং সে যতটুকু পায়, তাহার চেয়ে বেশি পাইবার পথ তাহার নিকট নিয়ত অবারিত রাখা প্রয়োজনীয় ! একটা কথা এই উঠিতে পারে, আমাদের দেশের চাষাকে মনুষ্যত্বের সমস্ত সুবিধা দিবার জন্ত এত বাড়াবাড়ি করিবার দরকার নাই, আপাতত চাষাত্বের যতটুকু সুবিধা ভtহাকে দেওয়া যাইতে পারে, তাহারি চেষ্ট৷ করা বাৰু । আচ্ছ, তার বেশি আর কাজ নাই। যেটুকু বিস্তাতে তাহার কেবল জমিদার ও মহাজনের হাত হইতে আত্মরক্ষা করিতে পারে, সেই পৰ্য্যন্তই ভাল, বিদ্যা ষতদূর বাড়িলে তাহার একদিন পুলিস্ ও ম্যাজিষ্ট্রেটের হাত হইতেও নিজেকে বাচাইৰার চেষ্টা করিতে পারে, ততদুর নাই গেল । কিন্তু জমিদার কোন ভাষায় 'কাগজপত্র রাখে ? পাট্রা-কবুলতি লেখা হয় কোন্‌ ভাষায় । নগরবাসী জমিদারকে দরখাস্ত লিখিবার সময় কোন ভাষায় লিখিলে চাবার মুৰিধাঁ হইতে ; পারে ? তা ছাড়া, চাষার কুটুৰিত যে তাঁহার গ্রামগণ্ডির মধ্যেই বন্ধ { ৪র্থ বর্ষ, চৈত্র। থাকিবে, এমন কোনো কথা নাই, এক, জেলার চাষা তাহার ভিন্ন জেলার জামাতাকে কি ভাষায় পত্র লিখিবে ? যদি বল, এখনি বা কয়জন চাষা পত্র লেখালেখি করে ? নিজে না-ও করিতে পারে, বিস্তু সে যাহাকে দিয়া পত্র লেখায়, তাছার ভাষা, তাহার জামাত যাহাকে দিয়া পড়াইয়া লয়, সে অনায়াসে বুঝিতে পারে । মনে কর, উত্তরদেশের পল্লিবাসী দক্ষিণদেশের সহরে চাকরি করে, সে বেচার দক্ষিণদেশী মুহুরির সহায়তায় যে পত্র তাহার পাড়ার লোককে লিখিবে, পাড়ার লোফে সে পত্র স্পষ্ট বুঝিবার জঙ্ক কোথায় ছুটাছুটি করিয়া মরিবে ? সাহিত্যভাষা শিখিবার যেটুকুমাত্র অতিরিক্ত পরিশ্রম, তাহার তুলনায় এই সমস্ত দেশব্যাপী নানা ছোট-বড় সম্বন্ধজালের ছেদসাধন ষে কতবড় গুরুতর অসুবিধা ও অনিষ্টকর, তাহ কি সত্যই কমিটির পাচজন বুদ্ধিমানে বোঝেন না ? & 尊。 বোঝেন না বলিলে তাহাদিগকে অবজ্ঞা করা হইবে এবং বোঝেন বলিতে গেলে কটুতর সমস্তার মধ্যে পড়িতে হইবে, অক্ষি ততদূর পর্য্যন্ত যাইতে প্রস্তুত নছি। অতৃএখ আমি ও পথেই যাইব না । জামি আজ আমার দেশের লোকের সম্মুখে" দণ্ডায়মান হইতেছি—wামীর বা কিছু বক্তব্য, সে র্তাহীদেরই প্রতি । তাহীদের কাছে মনের কথা বলিবার এই একটা উপলক্ষ্য ঘটাছে ৰলিয়াই আজ এখানে আসিয়াছি। নহিলে, এই সমস্ত বাদবিবাদের উন্মান; এই সকল ক্ষণস্থায়ী উত্তেজনার ঘূর্ণিমৃত্যের মধ্যে পাক খাইয়। ফিরিতে আমার এক