পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংখ্য । ] কুমলা পানের মোড়ক রাখিয়া কি-একটা পর্য্যবেক্ষণ করিতে যাইতেছিল। এমনসময় হঠাৎ কাগজের মোড়কে রমেশের হ্রস্তাক্ষরে তাহীর নিজের নাম কমলার চোখে পড়িল । •

  • উমেশকে কমলা জিজ্ঞাসা করিল, “এ কাগজ তুই কোথায় পেলি ?”

উমেশ কহিল—“বাবুর ঘরের কোণে পড়িয়াছিল, ঝাট দিবার সময় তুলিয়৷ আনিয়াছি।” কমল৷ সেই কাগজখানা মেলিয়া-ধরিয়া পড়িতে লাগিল । হেমনলিনীকে রমেশ সেদিন যে বিস্তা সাময়িক প্রসঙ্গ । tటి. স্বভাবশিথিল রমেশের হাত হইতে কখন সেটা কোথায় পড়িয়া গড়াইতেছিল, তাহা তাহার হাস ছিল না"। কমলার পড়া হইয়া গেল। উমেশ কহিল, “ম,• অমন করিয়া চুপ করিয়া দ্বাড়াইয়া রহিলে যে ! রাত হইয়া যাইতেছে।” ঘর নিস্তব্ধ হইয়া রহিল । কমলার মুখের দিকে চাহিয়া উন্মুেশ ভীত হইয় উঠিল । কহিল, “মা, আমার কথা শুনিতেছ মা ! ঘরে চল, রাত হইল !” 尊 কিছুক্ষণ পরে খুড়ার চাকর আসিয়া কহিল, “মায়াজি, গাড়ি অনেকক্ষণ দাড়াইয়া রিত চিঠি লিখিয়াছিল, এটা সেই চিঠি । আছে । চল আমরা যাই ।” 鯰 ক্রমশ । সাময়িক প্রসঙ্গ । বঙ্গ-বিভাগ । বঙ্গ-বিভাগ এবং শিক্ষাৰিধি লইয়া আমাদের দেশে,সম্প্রতি ধে আন্দোলন হুইয়া গেছে, ভূহের মধ্যে একটি অপুৰ্ব্বত্ব বিদেশী লোকেরা ৪ লক্ষ্য করিয়াছে। সকলেই বলিতেছে, এবারকার বক্তৃতাদিতে রাজভক্তির ভড়ং নাই, সামলাইয়া কথা কহিবার প্রয়াস নাই, মনের কথা স্পষ্ট বলিবার একটা চেষ্ট দেখা গিয়ছে। - তা ছাড়; এ কথাও কোনো কোনো ইংরাজিকাগজে দেখিয়াছি ধে, রাজার কাছে দরবার করিয়া কোনো यण नाई,-७मनउब्र नब्राप्शज्ञ उीव७ ७ई প্রথম প্রকাশ পাইয়াছে । • কনগ্রেস প্রভৃতি রাষ্ট্রনৈতিক সভাস্থলে আমরা বরাবর দুই কুল বাচাইয়া কথা কৰিবার চেষ্টা করিয়াছি। রাজভক্তির .च्प्रखट्व গৌরচন্দ্রিকার দ্বারা আমরা সর্বপ্রথমেই গোরার মনোহরণব্যাপার সমাধা করিয়া তাহার পরে কালার তরক্ষের কর্ণফুলিয়াছি।