পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংখ্যা। } বিদ্যাপতির অপ্রকাশিত-পদাবলী । সংগৃহীত হইতেছে বলিয়া পুথির কালনির্ণয় कब्राँ কিছু সমরসাপেক্ষ এবং অনেক পদ মুখে মুখে সংগৃহীত। এ পর্য্যস্ত আমরা ১৫১টি পদ পাটুয়াছি, ইহাতে গ্রিয়াসনের প্রকাশিত ৬৩টিঃ পদ আছে, অপর সঙ্কলনে প্রকাশিত ৭টি ঔৰং এদেশে প্রচলিত ৭টি পদের পাঠ্য স্তর আছে । ইহা । মধ্যে ১০টি অপ্রকাশিত শিৰগীত । আমাদের পক্ষে প্রায় সকলগুলিই একেবারে পুতন। এখন নুতন, কিন্তু চিরকাল কি নুতন ছিল ? এখন বঙ্গদেশায় ও মৈথিল, দুই রূপ পদবিভাগ করিতে পারা যায়, কিন্তু চরকাল কি এইরূপ প্রভেদ . ছিল? ধরূপ প্রমাণ পাওয়া যাহতেছে, তাহাতে বিদ্যাপতির দুইচারিটি পদ ব্যতীত এ দেশে আর পাওয়া যায় না, অপর গুলি কেবল অমুকরণ কিংবা জাল, থিয়াসনের এই মত সম্পূর্ণরূপে থlগুত হইতেছে । তিনি মিথিলার সমস্ত পুথি দেখেন নাই, পপকল্প তরু ও উত্তম রূপ্লে দেখিয়া উঠিতে পাuরন মষ্টি । এ দে:শর সঙ্কলনকারগণ এক ভণিত ছাড়া আর কিছুই দেখেন নাই। পপ কল্প গুরুতেহ ভণিতাশূন্ত অথবা অপর ভণিতাযুক্ত বিদ্যাপতির বহুসংখ্যক পদ আছে । গুণিতবিযুক্ত যে পদ পদকল্পতরুতে, পদাযুতসমুদ্রে, গীতচিন্তামণি প্রভৃতি গ্রন্থে পাইয়াছি, এবং যে কারণে কোন সঙ্কলনকার বিস্কাপতির পদ বলিয়৷ *डाई গ্রহণ করেন নাই, ভণিতাযুক্ত সেই পদ মৈথিল পুথিতে পাইতেছি । গোবিন্দদাসের এরূপ পদ পাইয়াছি, যাহাতে বিদ্যাপতির মৈথিল পদের ভাব অবিকল গৃহীত হইয়াছে, কিন্তু পূর্বকবির সে পদ এখন এদেশে প্রচলিত নাই। চণ্ডীদাস বাঙালী, তাহার পুখি যত্ন ・ゲ。 পুৰ্ব্বক রক্ষিত হইবার কথা, এইজন্ত অধিকংখ্যক পদের ভণিতা পাওয়া যার । বিদ্যা পতি বিদেশী, তাহার' পদ দুৰ্ব্বোধ, পুথির অক্ষরে কিছু প্রভেট, হয় ত তাহীর পদাবলা অধিকতর •গীত হইত, ভণিতা সময়ে সময়ে লুপ্ত বা বকৃত হওয়া বিচিত্র নহে। এ দেশে বিদ্যাপতির সঙ্কলনে যত গুলি পদ প্রকাশি ত ইষ্টয়াছে, তাহার অপেক্ষা অধিকসংaাক পদ এ দেশ যে প্রচলিত ছিল, . তাহা৩ে সন্দেহুমাত্র নই। পদকল্পতরুর ংখ্রষ্টকার বেষ্ণবদাস . অনেক পদ সম্পূর্ণ পান নাহ, কিন্তু তিনি ধাহা ও পাইয়াছিলেন, সে সকল গুলি ও কোন সঙ্কলনে প্রকাশিত হয় নাই । খেরূপ প্রমাণ পাওয়া যাইতেছে, তাহাতে চেতন্যদেবের সময় ও তাহার কিছুকাল পরেও বিস্কাপতির সমগ্ৰ পদাবলী এ দেশে প্রচলিত ছিল, এই অম্লমানই সঙ্গত বিবেচনা হয় । মেধিল পদাবলী ও এদেশের পদাবলতে ভাষাগত পার্থক্য অনেক, কিন্তু ভাবগত সাদৃশু আর ও অধিক । বঙ্গদেশের অপেক্ষ। মiথণায় পাঠ ও রচনা পরিবর্তন অল্প। বিদ্যাপতির পর তাহার সমকক্ষ বৈষ্ণবকবি মিথিলায় জন্মগ্রহণ করেন নাই । চৈতন্যদেবের ভক্তিস্রোত উজান বহিয়া মিথিল৷ ভাসাইতে পারে নাই, এবং বৈষ্ণবধৰ্ম্ম সে প্রদেশে কখনও প্রবল হর নাই। " সে দেশে মৈথিলী জুলকা ও তাহার পতি রঘুকুলতিলক । রামচন্দ্রের প্রতি ভক্তি এখনও মচল। প্রিয়াসনের সঙ্কলনে একটি পদে হরিশম্বের পরিবর্তে রঘুপতি, এবং কয়েকটি পদের * ভণিতায় ‘জয় রাম’ সন্নিবিষ্ট হইয়াছে। দশ