পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏe बश्रमनि । রথমুত্ত অঙ্ক জনকনন্দিনী’ মিথিলার উপাত দেব-দেবী, বিদ্যাপতির পদাবলী বৈষ্ণবধৰ্ম্মে অনুপ্রাণিত। দ্বারভাঙা মৃজঃফরপুরের শিক্ষিত সম্প্রদায়ের লোকেরা বিদ্যাপতির প্রায় কিছুই জানেন না। বিদ্যাপতির রচিত সংস্কৃত পুথি পুস্তকাকারে প্রকাশিত হইয়ছে, অথচ মৈথিলভাষায় রচিত পদাবলী এ পর্য্যন্ত সে আকারে প্রকাশি ক্ষ হয় নাই, ইহাতেই তাহার বৈষ্ণব গীতাবলীর কিরূপ সমাদর, তাহা বুঝিতে পারা যায় । সমাদর নাই বলিয়াই পাঠবিকৃতিরও বাহুল নাই। বিদ্যাপতির রচনা আধুনিক মৈথিল ব্যাকরণের অনুযায়ী করিবার চেষ্ট হওয়াতে স্থানে স্থানে আধুনিক মৈথিল ক্রিয়ার প্রয়োগ দেখিতে পাওয়া যায়, কিন্তু ইহার অধিক পরিবর্তন হয় নাই। যেখানে শব্দপরিবর্তন, সেখানেই শ্রুতিপরুষতাদোষ ঘটিবে। গীতে ও কাব্যে প্রভেদ এই • যে, গীত রাগিণী ও লয়ের অবলম্বনে মিষ্ট, তাহার বিচ্ছেদে শব্দযোজনামাত্র ; যে শব্দমালা রাগরাগিণীর মুখপ্রেক্ষী নহে, যাহার ছন্দে ছন্দে ঝঙ্কত হিল্লোলিত রাগিণী সঞ্চরণ করে, শ্লোকের বন্ধনীতে বন্ধনীতে সম যুক্ষিত হয়,তাহাই কাব্য। বিদ্যাপতির রচনা উৎকৃষ্ট গীতিকাব্য, স্বরে ও সঙ্গীত,শকে ও সঙ্গীত, শব্দপরিবর্তনের প্রয়াস হইলেই রসভঙ্গ হইবে । এ দেশে প্রচলিত পদাবলীর তুলনায় মৈথিল পদগুলিতে ভাষার ও ভঙ্গীর সৰ্ব্বত্র সামঞ্জস্ত . জাছে । শবtলালিত্যে ও ছন্দের তরল গতিত্তে ঝরঝর নিঝরপাততুল্য শ্রবণাভিরাম। অপ্রকাশিত পদগুলির মধ্যে এমন . অনেক পদ আছে, বাহ পাঠ করিতে বিস্ময় 輸 ও পুলকে মন পরিপূর্ণ হইয় উঠে। [ ৪র্থ বর্ষ, জ্যৈষ্ঠ। কয়েকটি মৈথিল পদ উদ্ধৃত করিতেছি। .প্রত্যেক পদের সংক্ষিপ্ত অস্বয়ার্থ করিয়াছি। প্রথম ৩টি পদ আমাদের পুথিতে এবং গ্রিয়াসনের সঙ্কলনেও আছে ー 飲 কানুন কান্থ কান হম, শুনল & ভই গেল আনক আনে । হেরইত শঙ্কররিপু মোহি হরলনি কি কহব তনিক গেয়নে ॥ চানন চান অঙ্গ হম লেপলি উই বাঢ়ল অতি স্বাপে ; অধরক লোভসে বিষধর সসরল ধরই চাহ ফেরি সাপে ॥ ভণহি বিদ্যাপতি দুহুক মুদিত মন' মধুকর লোভিত কেলি । অসহ সহতি কত কোমল কামিনী সমিনী জীব জয় গেলি । কাননে কানাই ( আসিয়াছে ) শুনিয়া আমি অন্তমনা হইলাম । ( যখন কানাইকে ) দশন করিলাম, , তখন ) শঙ্কররিপু, মদন আমাকে হরণ করিলেন (আমার চৈতন্ত হরণ করিলেন), তাহার (মদনের) বিবেচনার (কথা) কি বলিব ? ( প্রথম বিকার শ্রবণজনিত, দ্বিতীয় বিকার দশনে । ) চন্দন ( এবং ) চঞ্জ আমি অঙ্গে লেপন করিলাম ( भग्नं চন্দন লেপন করিয়ু শীতল হইবার আশায় জ্যোৎস্নালোকে বসিলাম ), তাছাতে ( শ্রবণ ও দর্শনজনিত বিকার) অত্যন্ত দৰ্পের সহিত ৰাজুিags অধরের লোভে বিষধর সর্প নীচে নামিল (বেণী মুক্ত হইয়া মুখের উপর পড়িল ), সর্পকে ফিরির ধরিতে মহিলাম (মুক্ত ৰেণী যুক্ত . করিতে , চাহিলাম ৰিঙ্গপতি कशि७:इ, झहे छैनब्र'औड बन, बद्गुरूत्र কেলিলুদ্ধ। কোমল কামিনী অসহ কত