পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩য় বর্ষ, বৈশাখ। অনাথ এবং চারণগণের প্রতি দয়া এবং সৌজষ্ঠের দ্বারা তাহদের প্রভাব প্রকটিত হউক। . . “দেবতাদিগের প্রিয় রাজা প্রিয়দর্শী বলিতেছেন—ধৰ্ম্মজ্ঞ পুরোহিতগণ সাহায্যদানে সক্ষম ধনিগণের মধ্যে প্রবেশ করুন, অবিশ্বাসিগণের মধ্যে প্রবেশ করুন, গৃহী এবং সন্ন্যাসী সকলেরই নিকট গমন করুন। আমার অনুরোধে সংঘসমূহের মধ্যে র্তাহার প্রবেশ করুন ; ব্রাহ্মণ ও নিতান্ত দীনগণের মধ্যে আমার অনুরোধে তাহারা গমন করুন। যাহারা গৃহস্থধৰ্ম্ম ত্যাগ করিয়াছে, আমার । অনুরোধ, তাহার। তাহীদের নিকটও গমন করুন। শুধু প্রবেশ করা নহে—এই সকল শ্রেণীর মধ্যে র্তাহীদের প্রভাব বিস্তার করিতে যথাসাধ্য চেষ্টা করুন । * * “দেবতাদিগের প্রিয় রাজা প্রিয়দর্শী বলিতেছেন --অামার দানশীল রাজ্ঞীগণ এবং অন্তান্ত অন্তঃপুরবাসিনীগণের মধ্যে প্রবেশ করিয়া পুণ্যকৰ্ম্মে দীক্ষিত পুরোহিতগণ ও জ্ঞানিগণ ইহাদের ধৰ্ম্মমতপ্রবর্তনের জন্ত শ্রদ্ধা ও বিচক্ষণতার সহিত র্তাহাদের চেষ্টার সুব্যবহার করুন । বালকবালিকাগণের হৃদয়েওঁ তাহাদের প্রভাব পূৰ্ব্বোক্তপ্রকারে বিস্তার করুন WP ২ । দয়া, দাক্ষিণ্য, সত্যপ্রাণত 'এবং পবিত্রতাই যে ধৰ্ম্ম, তাহা তিনি তাহার অনুশাসনে বিশেষভাবে প্রচার করিয়াছেন । এই স্তম্ভের উত্তরদিকে লিখিত আছে ঃ— । ”ধৰ্ম্মদৃষ্টি এবং ধৰ্ম্মপ্রাণতা স্বর্তই ক্রমশ বদ্ধিত হইবে। আমার প্রজাবৰ্গ, কি গৃহস্থ কি ভিক্ষু, সকল জীবই এক স্বত্রে গ্রথিত, এবং সেই একই পথনির্দেশ করিবে । সৰ্ব্বোপরি, সকল রিপু জয় করিয়া তাহারা জ্ঞানী হইবে, কারণ ইহাই প্রকৃত জ্ঞান। ষে ধৰ্ম্ম, পালন করে, যাহা পুণ্যশিক্ষণ দেয় এবং যাহা একমাত্র প্রকৃত আনন্দ দান করে, জ্ঞান সেই ধৰ্ম্মের দ্বারা রক্ষিত এবং সেই ধৰ্ম্মের সহিত সংগ্রথিত । - “দেবতাদিগের প্রিয় রাজা প্রিয়দর্শী বলিতেছেন—ধৰ্ম্মেই চরম উৎকর্ষ । সৎক্রিয়। এবং পাপাচরণ লুইতে নিবৃত্তিই ধৰ্ম্ম । দয়া, দীন, পবিত্রতা, ইন্দ্রিয়নিগ্ৰহ, এই সকলই আমার মতে সংস্কারের অভিষেক । যাহারা দরিদ্র, যাহারা আর্ত, দ্বিপদ, চতুষ্পদ, খেচুর এবং জলচর, এই সকলেরই জন্ত আমি নান৷ হিতকর কার্য্য করিয়াছি । জড়ের প্রতিও কৃপাপরবশ হইয়া আমি নানা সৎকৰ্ম্ম করিয়াছি। বর্তমান অনুশাসন এই উদ্দেশ্যে প্রচারিত হইল—সকলে অবধান কর ; ইহা যেন সুদুর ভবিষ্যতেও থাকে ; ষে এই অমুসারে কার্য্য করিবে, সে স্বগতের সহিত মিলিত হইবে (অর্থাৎ অনন্ত অনিন্দ প্রাপ্ত হইবে ) ।” & অন্তত্র আছে ঃ-—“সমস্ত জগতে দক্ষ, দণনশীলতা, সত্যনিষ্ঠা, পবিত্রতা, দাক্ষিণ্য এবং সাধুতা বৃদ্ধি করাই ধৰ্ম্মের যথার্থ উপাসনা ।” ৩ । আপনার কৰ্ম্মের বিচার এবং যা হ৷ কিছু পাপ তাহাকে সৰ্ব্বতোভাবে পরিত্যাগ করার উপদেশ অশোক সকল স্থানেই দিয়াছেন । এই স্তম্ভে লিখিত আছে —“সকলেই আপনার কৰ্ম্মের মধ্যে যাহা ভাল,তাহাই দেখে ও বলে—“আমি এই সৎকৰ্ম্ম করিয়াছি।’ কিন্তু নিজকৃত পাপাকুষ্ঠান কেহ দেখে না,