পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৫০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম সংখ্যা ] " ê'gro afratforma—“Was the Mar robber than your Alexander the Great p” এইরূপ শিষ্ট বিশেষণে ভারতীয় জাতি সকলের মৰ্য্যাদাশালী লোকদিগকে ভারত-প্রবাসী বিদেশীগণ কালাকালবিচারশূন্ত হইয়া আক্রমণ করিয়া থাকেন । নিরীহ ভারতসন্তান এ সৰ তিরস্কার নীরবে সহ করে । ভাগ্যগুণে বিচারাসনে স্তার আশুতোষের দ্যায় আত্মমর্য্যাদা-জ্ঞানসম্পন্ন, উদারহৃদয়, তেজস্বী বিচারপতি উপবিষ্ট ছিলেন, তাই সমগ্র জাতির মর্গ্যাদা রক্ষার জন্ত গার্থ সাহেবের বাক্যগঞ্জনার উপযুক্ত প্রতিবাদ হইয়াছিল এবং সাহেব ও নীরব হইতে বাধ্য হইয়াছিলেন। স্তার আসলি ইডেন যখন বঙ্গের ছোটলাট নিযুক্ত হইয়া ব্ৰহ্মদেশ হইতে আলিপুরের রাজভবনে পদার্পণ করেন, সে সময়ে তাহার বন্ধুবর্গের সকলেই এক এক করিয়া তাহার অভ্যর্থনা করিতে বেলভিডিয়ারে পদার্পণ করিয়াছিলেন, যান নাই কেবল বিদ্যাসাগর মহাশয় । প্রসঙ্গক্রমে ছোটলাট স্তার এসলি ইডেন রায় কৃষ্ণদাস পাল বাহাদুরের নিকট দুঃখ করিয়া বলিয়াছিলেন—“আমার পুরাতন বন্ধুদের সকলেই আমার সংবাদ লইলেন, পণ্ডিত কেবল আমার কোন খোজ লইলেন না।” স্বৰ্গীয় পাল মহাশয় এই বহু সম্মানজনক আক্ষেপেক্তিতে আনন্দিত হইয়া আলিপুর হইতে প্রত্যাগমন কালে কাসাড়িপাড়ার মোড় হইতে গৃহে না গিয়া সেই দরবারের পোষাকেই বাদুরবাগানে বিদ্যাসাগরসদনে উপস্থিত হইলেন। বিদ্যাসাগর মহাশয় পাল মহাশয়কে বলিলেন, *এ রাজবেশে আমার এখানে কেন ?” রায় ৫ ক hatta leader a greater রেখা-চিত্র ७२० (क) বাহাদুর বলিলেন “আমি বেলভিডিয়ারে গিয়া ছিলাম। ইডেন সাহেব আপনার কথা বলায় আপনাকে কথাটা বলিতে আসিয়াছি । তিনি দুঃখ করিয়া বলিলেন ‘আমি বাঙ্গালী দেশে ফিরিয়া আসায় আমার পুরাতন বন্ধুদের সকলেই সংবাদ লইলেন, কেবল পণ্ডিত কোন ংবাদ লইলেন না।” আপনি কি একবার সাক্ষাৎ করিবেন না ?” বিদ্যাসাগর মহাশয় এই কথা শুনিয়া “না রাম না গঙ্গা” একটি কথাও বলিলেন না। ক্রমশঃ অন্তান্ত কথা পাড়িয়া রায় বাহাদুরের আদর আপ্যায়ন করির বিদায় দিতেছেন, এমন সময়ে উৎকণ্ঠান্বিত রায় বাহাদুর পুনরায় বলিলেন “আপনি কথাটা গায় মাখলেন না, ব্যাপার কি ?” “ব্যাপার কি শুনিতে চাও তবে একটু বসো” বলিয়া বিদ্যাসাগর মহাশয় অতি শাস্ত ও গম্ভীরস্বরে বলিলেন “তোমাদের দরকার আছে, তোমরা বাইতেছ, আমার কোন দরকার নাই, আমি কেন যাইব ? ছোটলাটের কোন প্রয়োজন হইলে তিনি আমাকে সংবাদ দিতে পারেন। আমি অকারণ কেন দৌড়াদৌড়ি করিব ?” রায় বাহাদুর বলিলেন “তিনি পুরাতন আত্মীয়তার অভিমান করিয়াই ঐ কয়টি কথা বলিয়াছেন।" উত্তরে বিদ্যাসাগর মহাশয় বলিলেন “তিনি কি ঐ কথাগুলি আমাকে বলিবার জন্ত তোমাকে অনুরোধ করিয়াছেন ?’ রায় বাহাদুর বলিলেন “আজ্ঞে না, তা তিনি বলেন নাই ।” এইবার বিদ্যাসাগর একটু উত্তেজিত হইয়া বলিলেন, “তুমি কি মনে কর ইডেন সাহেবের পাচিলে আমার একচালা ? যেমন তোমার মুখে শুন, অমনি আলিপুরে দৌড়িব ?