বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৭৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিমাই-চরিত্র 一一影 দ্বাদশ অধ্যায় ब्लभ ब्रिझम অদ্বৈত আচার্য্যের সঙ্গে আর একজন মহাপুরুষ আসিয়া গোরের সহিত মিলিত হইলেন। র্তাহার নাম হরিদাস । হরিদাসের জন্ম সম্বন্ধে বিভিন্ন কিংবদন্তী, প্রচলিত আছে । কেহ বলেন, তিনি বুঢ়ন গ্রামে এক যবনের বংশে জন্মগ্রহণ করেন। কেই কেহ বলেন, তিনি ব্রাহ্মণের সন্তান, র্তাহার পিতৃদত্ত নাম ব্ৰহ্ম, তাহাঁর জন্মের ছয় মাস পরে তাহার পিতামাত তাহাকে নিরাশ্রয় অবস্থায় রাখিয়া পরলোক গমন করেন এবং একু সন্তানবৎসল মুসলমান তাহাকে স্বগৃহে লইয়া পুত্রনির্বিশেধে প্রতিপালন করেন। হরিদাস যবনসন্তানই হউন অথবা ব্রাহ্মণবংশোদ্ভুবই হউন, তিনি যে শৈশবে যবন-গৃহে প্রতিপালিত হইয়াছিলেন তৎসম্বন্ধে কোনও সন্দেহ নাই। যবনগৃহে প্রতিপালিত হইয়াও হরিদাস পরম হরিভক্তিপরায়ণ হইয়া উঠেন। হিন্দুধৰ্ম্মে তাহার অনুরাগ দেখিয়া, তাহার প্রতিপালক ( অথবা পিতা ) প্রথমত: ইস্লামধৰ্ম্মে তাহার শ্রদ্ধা জন্মাইবার জন্ত নানাবিধ চেষ্টা করেন। কিন্তু অবশেষে চেষ্টার সফলতা সম্বন্ধে হতাশ হইয় তাহাকে গৃহ হইতে তাড়াইয়া দেন। গৃহতাড়িত হরিদাস বেনাপোল নামক স্থানের গভীর অরণ্যের মধ্যে কুটার নিৰ্ম্মাণ করিয়া তথায় অবস্থিতি করিতে লাগিলেন। সেই নির্জন গৃহে তিনি অধিকাংশ, সময়ই ভজনে অতি বাহিত করিতেন। রাত্রি দিনে তিন লক্ষ হরিনাম জপ করিতেন। নিকটস্থ গ্রাম বাসিগণ তাছার নিষ্ঠার পরিচয় পাইয়া র্তাহাকে বিশেষ শ্রদ্ধা করিতে লাগিলেন। কিন্তু এই অযাচিত সম্মান হরিদাসের তপোবিঘ্নের কারণ হইল। তত্ৰত্য জমিদার রামচন্দ্ৰ খী পরম অত্যাচারী ও বৈষ্ণববিদ্বেষী ছিলেন । ভক্ত হরিদাসের প্রতি সাধারণের ভক্তি লক্ষ্য করিয়া রামচন্দ্র ঈর্ষান্বিত হইয় উঠলেন, এবং তাহাকে অপমানিত করিবার উপায় খুজিতে লাগিলেন । একদিন দুৰ্বত্ত এক পরম রূপবতী বারাঙ্গনাকে সাধুত্ব তপোভঙ্গ করিবার উদ্বেতে প্রেরণ করি। কুলটা নানালঙ্কারে ভূষিত হইয়া হরিদাসের কুটীরে গমন করতঃ প্রেমপূর্ণশ্বরে