পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏSS কি না, কে জানে ! ইতিমধ্যে বিনোদিনী তাহার ঠিকানা জানিতেও পারে, বিনোদিনীর সঙ্গে বিহারীর দেখা হওয়াও অসম্ভব নছে! মহেঞ্জের আর প্রতিজ্ঞারক্ষা হয় না ! - রাত্রে রাজলক্ষ্মীর বক্ষের কষ্ট বাড়িল, তিনি আর থাকিতে না পারিয়া নিজেই মহেন্দ্রকে ডাকিয়া পাঠাইলেন। কষ্টে বাক্য উচ্চারণ করিয়া কহিলেন –“মহীন, বিহারীকে আমার বড় দেখিতে ইচ্ছা হয়, অনেকদিন সে আসে নাই ।” আশা শাগুড়িকে বাতাস করিতেছিল , /* বঙ্গদর্শন | Á [ २ग्न बई; अंबेड़ সে মুখ নীচু করিয়া রহিল। মহেন্দ্ৰ কছিল, “সে এখানে নাই, পশ্চিমে কোথায় চলিয়া গেছে!” রাজলক্ষ্মী কহিলেন, “আমার মন বলিতেছে, সে এখানেই আছে, কেবল ভোর উপর অভিমান করিয়া আসিতেছে না। আমার মাথা খা, কাল একবার তুই তাহার বাড়ীতে যাস।” মহেন্দ্র কহিল, “আচ্ছ। যাব।” আজ সকলেই বিহারীকে ডাকি তেছে ! মহেন্দ্র নিজেকে বিশ্বের পরিত্যক্ত বলিয়া বোধ করিল। ক্রমশ । পঞ্চগৌড়েশ্বর জয়ন্ত । "সারস্বতঃ কান্তকুজী গৌড়মৈথিলিকোৎকলাঃ । পঞ্চগৌড় ইতি খ্যাত বিন্ধ্যস্তোত্তরবাসিনঃ ॥” স্কন্দপুরাণোক্ত বিন্ধ্যোত্তরসংস্থিত পঞ্চগৌড়ের পঞ্চ খণ্ডরাজ্য একদা এক সংযুক্ত সাম্রাজ্যে পরিণত হইয়া, ইতিহাসে থ্যাতিলাভ করিয়াছিল। সে বিপুল প্রাচ্যসাম্রাজ্যের সমৃদ্ধ রাজধানীর ধ্বংসাবশেষ পর্যন্তও দেখিতে পাওয়া ধায় না। এখন সেখানে কেবল বিজন বন —লতাগুল্মবৃক্ষরাজি দিবালোক আচ্ছন্ন করিয়া রাখিয়াছে ! পথ নাই ; পথের চিত্ত্ব পর্য্যন্তও বিলুপ্ত হইয়া গিয়াছে ! কেবল মধ্যে মধ্যে দীঘি, সরোবর, সোপানাবলী,— পুরাতন জননিবাসের আভাস , প্রদান করে ;–তাহার কালে জলে, কুমুদ-কঙ্কলার, শৈবালে-শাম্বলে সৌরভ বিতরণ করিয়া, নীরবে ফুটিয়া নীরবে ঝরিয়া যাঙ্গ ! চিরদিন এমন ছিল না । পথ ছিল ; পথপাশ্বের যত্নাক্সপালিত পান্থপাদপ ছায়াবিতরণ করিয়া, শোভার সঙ্গে শাস্তিসম্পু জিত বিজয়লক্ষ্মীর গৌরববিস্তার করিত। সে বড় অধিক দিনের কথা নহে। খৃষ্টোত্তর অষ্টম শতাব্দীর মধ্যভাগে তাছা ভারতবর্ষে সবিশেষ বিখ্যাত হইয়া উঠিয়াছিল। " খৃষ্টাত্তর ৭৫১ হইতে ৭৮২ পর্য্যন্ত কাশ্মীরাধিপতি মুক্তাপীড় ললিতাদিত্যের পৌত্র রাজাধিরাজ জয়াপীড় বিনয়াদিত্য