পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সংখ্যা। ] ভূমিদানপত্র . তৎকালে নারায়ণ বৰ্ম্ম মহা ধৰ্ম্মপালের ধর্থবিদ্বেষীদিগের সহিত সংগ্রামে সামন্তাধিপতিপদে প্রতিষ্ঠিত ছিলেন । তিনি। নারায়ণবিগ্রহ সংস্থাপন করিয়া সেখাপূজানিৰ্ব্বাহাৰ্থ ভূমিদানপ্রার্থনায় যুবরাজ ত্রিভুবনপালের মুখে ধৰ্ম্মপালকে অনুরোধ জ্ঞাপন করায়, এই দানপত্র লিখিত হইয়াছিল। এ সকল কথা দানপত্রেই উল্লিখিত আছে । এই রাজশাসন পাটলিপুত্রের জয়স্কন্ধাবার হইতে প্রদত্ত হইবার কথা থোদিত আছে । তখন পৰ্য্যন্তও পাল-নরপালগণের রাজধানী পাটলিপুত্রেই সংস্থিত ছিল। কিন্তু সেই শেষ। এই সময়ে কান্তকুজের প্রবলপ্রতাপে মগধ সাম্রাজ্যসীম। ক্রমেই সস্কুচিত হইতেছিল। পাল-নরপালগণ পাটলিপুত্র ছাড়িয়া মুদগগিরিতে রাজধানী সংস্থাপিত করিয়া, কালক্রমে উত্তর ও পূৰ্ব্ব বঙ্গে রাজধানী স্থানান্তরিত করিয়াছিলেন বলিয়া বোধ হর। তাম্রশাসনগুলি একত্র বিচার করিলে এই সিদ্ধান্ত সঙ্গত বলিয়া স্বীকার করিতে হইবে । দেবপাল প্রদত্ত এক তাম্রশাসন মুঙ্গেরের ংসাবশেষের মধ্যে প্রাপ্ত হওয়া যায় । খৃষ্টীয় ১৭৮১ অব্দে শ্ৰীমদ্ভগবদগীতার অনুবাদক স্বনামখ্যাত পণ্ডিতবর স্তর চালর্স উইলকিন্স তাহার এক ইংরাজি অনুবাদ “এসিয়াটিক রিসার্চস” পত্রে প্রকাশিত করেন । এই তাম্রশাসনে দেবপালের রাজধানী মুদগগিরি-নগরে সংস্থাপিত থাকার পরিচয় প্রাপ্ত হওয়া যায়। বর্তমান মুঙ্গেরের পুরাতন নাম মুদ্রগগিরি। দেবপাল প্রসঙ্গক্রমে ধৰ্ম্মপালের পরিচয় প্রদান করিয়া গিয়াছেন। তদনুসারে দেবপাল । পঞ্চ পাল-নরপাল । ३S¢ নিহত হইবায় পরিচয় প্রাপ্ত হওয়া যায়। দেবপাল কে,—তদ্বিষয়ে একদা নান। তর্কবিতর্ক প্রচলিত হইয়াছিল। ভাগলপুরের তাম্রশাসনে ধৰ্ম্মপালের সহিত হঞ্জ রাজার যুদ্ধ ও পরাভব কীৰ্ত্তিত আছে। উক্ত তামশাসনের সমালোচনায় সুবিখ্যাত পঞ্জিত ডাক্তার রাজেন্দ্রলাল দেবপাল ও জয়পালকে ধৰ্ম্মপালের ভ্রাতা বাকৃপালের পুত্র বলিয়া ঘোষণা করিয়াছিলেন । জয়পাল উড়িষ্যা ও প্রাগজ্যোতিষ (আসাম) জয় করার সংবাদও লিপিবদ্ধ করিয়াছিলেন । কিন্তু মুঙ্গেরের তাম্রশাসনে দেবপাল আপনাকে স্পষ্টাক্ষরে ধৰ্ম্মপালের পুত্র বলিয়াই ঘোষণা করিয়াছেন। এই তাম্রশাসনে পালবংশাবলী ষে ভাবে কীৰ্ত্তিত হইয়াছে,তাহার সারমৰ্ম্ম এই ষে — “গোপালের ধৰ্ম্মপাল নামে পুত্র জন্মগ্রহণ করিয়াছিল। ধৰ্ম্মপাল পরবল-নামক রাজার রপ্পাদেবীনামী কম্ভার পাণিগ্রহণ করায়, দেবপাল-নামক পুত্র জন্মগ্রহণ করে।” এই তাম্রশাসনের শেষাংশে লিখিত আছে যে,— “দেবপাল তাহার ধৰ্ম্মশীল পুত্র রাজ্যপালকে যৌবরাজ্যে অভিষিক্ত করিয়াছিলেন।” ইহ। দেবপালরাজ্যের ৩৩ সংবৎসরের শাসনলিপি। যুবরাজ রাজ্যপাল বোধ হয় পিতা বৰ্ত্তমানেই পরলোকগমন করেন ; কায়ণ দেবপালের পর বিগ্রহপাল সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । বিহারে আবিষ্কৃত এক শিলালিপিতে দেবপালের প্রসঙ্গ দেখিতে পাওয়া যায়। তাছাতে র্তাহার বিন্ধা, কাম্বোজ ও কম্ভাকুমারী পর্য্যস্ত দিগ্বিজয় করিবার কথা দেখিতে পাওয়া যায় । দেবপালদেবের