পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\9ყ8 ছিল না । রাজলক্ষ্মী তাহকে বারবার বলিতে লাগিলেন, “মহিল, তুই কিছুই খাইতেছিস না কেন ? ভাল করিয়া খা, আমি দেখি !” বিহারী কহিল, “জানই ত মা, মহিন্দ৷ চিরকাল ঐ-রকম, কিছুই খাইতে পারে না। বোঠা’ণ, ঐ ঘণ্টটা আমাকে আর-একটু দিতে হইবে, বড় চমৎকার হইয়াছে।” রাজলক্ষ্মী খুসি হইয়া ঈষৎ হাসিয়া কচিলেন, “আমি জানি, বিহারী ঐ ঘণ্টট ভালবাসে । বেীমা, ওটুকুতে কি হইবে, আর একটু বেশি করিয়া দাও।” বিহারী কহিল, “মা, তোমার এই বেীটি বড় কৃপণ, হাত দিয়া কিছু গলে না।” রাজলক্ষ্মী হাসিখা কহিলেন, “দেখ ত বেীমা, বিহারী তোমারি মুল্‌ খাইয়৷ তোমারি নিন্দ কৰিতেছে।” আশা বিহারীর পাতে একরাশ ঘণ্ট দিয়া গেল । বিহারী কহিল, “হায় হায় ! ঘণ্ট দিয়াই আমার পেট ভরাইবে দেথিতেছি, আর ভাল ভাল জিনিষ সমস্তই মহিন্দার পাতে পড়িবে।” L, আশা.ফুিসুফিম করিয়া বলিয়া গেল, “নিন্দুকের মুখ কিছুতেই বন্ধ হয় না ।" । বিহারী মৃদ্ধস্বরে কহিল, “মিষ্টান্ন দিয়া ਮੈ। করিয়া দেখ, বন্ধ হয় কি না !” দুই বন্ধুর আহার হইয়া গেলে, রাজলক্ষ্মী অত্যন্ত তৃপ্তিবোধ করিলেন। কহিলেন, “বেীমা, তুমি শীঘ্ৰ খাইয়া এস।” রাজলক্ষ্মীর আদেশে আশা থাইতে গেলে তিনি মহেন্দ্রকে কহিলেন, “মছিন, তুষ্ট শুইতে যা ।” বঙ্গদর্শন । [ ২য় বর্ষ, কাৰ্ত্তিক মহেন্দ্র কহিল, “এখনি গুইতে ঘাইব কেন ?” মহেন্দ্র রাত্রে মাতার সেবা করিবে স্থির করিয়াছিল । রাজলক্ষ্মী কোনমতেই তাহ। ঘটিতে দিলেন না। কহিলেন, “তুই শ্রান্ত আছিস্ মহিন্‌, তুই গুইতে যা !” আশা আহার শেষ করিয়া পাখা লইয়া রাজলক্ষ্মীর শিয়রের কাছে আসিয়া বসিবার উপক্রম করিলে, তিনি চুপিচুপি তাহাকে কহিলেন,—“বেীমা, মহেন্দ্রের বিছানা ঠিক হইয়াছে কি না দেখ গে, সে এক ল{ আছে ।” আশা লজ্জায় মরিয়া গিয়া কোনমতে ঘর হইতে বাহির হইয়া গেল । ঘরে কেবল বিহার এবং অন্নপূর্ণ রহিলেন । তখন রাজলক্ষ্মী কহিলেন, “বিহারি, .3"কে একটা কথা জিজ্ঞাসা করি । বিনোদিনীর কি হইল বলিতে পারিস ? সে এখন কোথায় ?” বিহারী কহিল—“বিনোদিনী কলি কাতায় আছে ।” রাজলক্ষ্মা নীরবদ্ধৃষ্টিতে বিহারীকে প্রশ্ন করিলেন । বিহারী তাহ বুঝিল । কহিল, “iবমেদিীদর জন্য তুমি আর কিছুমাত্র ভয় করিয়ো না ম৷ ” রাজলক্ষ্মী কহিলেন, “সে আমাকে অনেক দুঃখ দিয়াছে বিহারি, তবু তাছাকে আমি মনে মনে ভালবাসি।” বিহারী কহিল, “সে-ও তোমাকে মনে মনে ভালবাসে মা !” ● রাজলক্ষ্মী। অামারে। তাই বোধ হয় বিহারি। দোষগুণ সকলেরই আছে, কিন্তু