প্রথম সংখ্যা । ] • এ ভারব জাবীর রংসে বুড়াইব তোহারি জঙ্গ এ শ্বাস হেরি থেলব আৰু, তেরি সাথ ।" 岑 nie 岑 ২ । “এ ছড়, ছড়, ভিঙ্গি গেই মোর নীলগাড়িয়া, তাবে মাত মার হে পিচকারিয়t—” ইত্যাদি । ততক্ষণে যুবকের। আসিয়া পৌছিল, যুবতীর পুনরায় সমস্বরে তাহাদিগকে ধিক্কার দিয়া উঠিল—“কাপুরুষ, এখানে তোরা কেন ? পিশাচের মত নাকি-মুরে গালি দিতেই তোদের মুরদ । দূর হ !” সুহৃদ সিংহের শিকারের নেশা ইতিপূৰ্ব্বে কাটিয়া গিয়াছিল । আপনার অজ্ঞাতসারে প্রতিদ্বন্দীর গৃহদ্বারে সমানীত হওয়ায়, হৃদয় তাহার সদৃভাবে পূর্ণ হইয়া উঠিল। ইদানীং কতবার তিনি ভাবিয়াছেন, কাহারও সহিত শক্ৰতা রাখিবেন না—কয়দিনের জন্ত সংসার ? কিন্তু মনোভাব কার্য্যে পরিণত করিতে পারেন নাই। আজ মাধবী পৌর্ণমালীর প্রাক্কালে স্বয়ং ভগবান্ ভক্তবাঞ্ছা পূর্ণ করিতে বসিয়াছেন। ভু ষ্টয়া-যুবকদের ডাকিয়া আর্দ্রস্বরে সুহৃদ সিং কহিলেন, “রাধাকৃষ্ণের লীলাগান কর । এই মনোহর রাত্রে তাদের মহিমাগানই ত ফাগুয়া-পরব, - কুৎসিত গালি নহিলে হোলি হয় না, কোথায় তোমরা শিথিয়াছ ?” এক যুবতী বলিয়া উঠিল, “বাবুসাহেব, ওই মুখপোড়াদের সেই কথাটা সম্ঝাইয়া দাও ত ? ফাগুয়ার অছিলা করে রাতদিন কেবল গারি আর গারি!” . তখন মাদোল বাজিয়া উঠিল এবং সেই সমবেত ভু ইয়া যুবক যুবতীর হাস্যকোলাহল ভুলিয়া নৃত্যগীতে , সে স্থান হোলি-পৰ্ব্ব । 8ዓ কঁপাইয়া তুলিল। স্ত্রী এবং পুরুষ কণ্ঠের সমবায়ে ব্রজলীলার গান সুহৃদ সিং মন্ত্ৰমুগ্ধবৎ শুনিতেছিলেন । “আবু কাহ স্থাম কঁহ প্যারি তেরি লাগি পেলি হোরি এ নন্দলাল । তুমহরি প্রেম-আবীরসে ডুবাও এ নন্দলাল । মেয় সব হোরি খেলব ব্রজবলি মেয় না বুড় উ এ নন্দলাল ।” ইত্যাদি । তিলকপুরের জমাদাররামকিষণ সিং তখন অন্দরে মাতৃদর্শনে গিয়াছিলেন । সুহৃদ সিং পথ ভুলিয় তাহার এলাকায় আসিয়া পড়িয়াছেন, এ সংবাদ সেইখানে পৌঁছিল। মাতা জিজ্ঞাসা করিলেন, “এখন কি করিবে ?” a畿 রামকিষণ। আপনি যে আজ্ঞা করেন । চন্দনপুরের বাবু আমাদের বাড়ী না আসিলে বিবাদ মিটিবে না, পূৰ্ব্বপুরুষের ইহাই তাদেশ । মাত জানকী-কোঙায় বড় বুদ্ধিমতী । বলিলেন, “রামকিযণ, কানহাইয়া-জী এই ফাগুয়াপরবে অমূল্যনিধি মিলাইয়াছেন, এ সুযোগ ছাড়িও না বাপ । তোমার এলাকা হইলেই তোমার গৃহ হইল। স্বহৃদ সিং সম্বন্ধে তোমার গুরুতর ব্যক্তি। এখনই গিয়া পায়ে ধরিয়া তাহাকে লইয়া এসো।” মাতৃভক্ত রামকিষণ তাহাই করিলেন। এইরূপে দীর্ঘদিনের কুটুম্ববিবাদ মিটির; গেল । পরদিন সম্বৎদাহ । সুহৃদ সিং গতদিনের সে হরিণের দল ভুলিতে পারেন নাই—
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৪
অবয়ব