পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংখ্যা । ] চোখের বালি । b-> . মহেন্দ্ৰ কহিল—“থাক থাক, আমি খাইয় তাহারি লেখা সেই চিঠি। উন্টিয়া-পাণ্টিয়া আসিয়াছি।” o কোথাও বিহারীর লেখা জবাব কিছুই विप्नानिनौ ।। ८कथाब्र थाहेब्रांझ ? • মহেন্দ্র । বিহারীদের বাড়ীতে । মুহুর্তের জন্ত বিনোদিনীর মুখ পাণ্ডুবর্ণ হইয়া গেল। মুহূৰ্ত্তকাল নিরুত্তর থাকিয়া আত্মসংবরণ করিয়া , বিনোদিনী জিজ্ঞাসা করিল—“বিহারি-ঠাকুরপো ভাল আছেন ত ?” মহেন্দ্র কহিল—“ভালষ্ট আছে। বিহারী যে পশ্চিমে চলিয়। গেল।”—মহেন্দ্র এমন ভাবে বলিল, যেন বিহারী আজক্ট রওনা झुङ्गेख्नो छु । বিনোদিনীর মুখ আর একবার পাংশুবর্ণ হইয় গেল । পুনৰ্ব্বার আত্মসংবরণ করিয়া সে কহিল—“এমন চঞ্চল লোক ও ত দেখি নাই । আমাদের সমস্ত খবর পাইয়াছেন বুঝি ? ঠাকুরপে খুব কি রাগ করিয়াছেন ?” মহেন্দ্র । তা ন হইলে এই অসহ গরমের সময় কি মানুষ সখ করিয়া পশ্চিমে বেড়াইতে যায় ? বিনোদিনী । আমার কথা কিছু বলিলেন না কি? মহেন্দ্র । বলিবার আর কি আছে ! এই ল ও বিহারীর চিঠি – বলিয়া চিঠিখান বিনোদিনীর হাতে দিয়া মহেন্দ্র তীব্রভৃষ্টিতে তাহার মুখের ভাব নিরীক্ষণ করিতে লাগিল । বিনোদিনী তাড়াতাড়ি চিঠি লইয়া দেখিল, খোলা চিঠি,—লেফাফার উপরে তাহারি হস্তাক্ষরে বিহারীর নাম লেখা । লেফাফা হইতে বাহির করিয়া দেখিল, xථ , দেখিতে পাইল না। একটুখানি চুপ করিয়া থাকিয়া বিনোদিনী মহেন্দ্রকে জিজ্ঞাস করিল, “চিঠিথান তুমি পড়িয়াছ ?” বিনোদিনীর মুখের ভাব দেখিয়া মহেন্দ্রের মনে ভয়ের সঞ্চার হইল। সে ফস করিয়া মিথ্যাকথা কহিল—“না !” বিনোদিনী চিঠিখান টুক্‌রা-টুকুর। ছিড়িয়া পুনরায় তাহ কুটিকুটি করিয়া জানালার বাহিরে ফেলিয়া দিল । মহেন্দ্র কহিল, “আমি বাড়ী যাইতেছি।” বিনোদিনী তাহার কোন উত্তর দিল না। মহেন্দ্র । তুমি যেমন ইচ্ছা প্রকাশ করিয়াছ, আমি তোহাই করিব। সাতদিন আমি বাড়ীতে থাকিব । কলেজে আসিবার সময় প্রত্যহ একবার এখানকার সমস্ত বন্দোবস্ত করিয়া ক্ষেমীর হাতে দিয়া যাইব । দেখা করিয়া তোমাকে বিরক্ত করিব না । বিনোদিনী মহেন্দ্রের কোন কথা শুনিতে পাইল কি না, কে জানে—কিন্তু কোন উত্তর করিল না—খোলা জানালার বাহিরে অন্ধকার-আকাশে চাহিয়৷ রহিল । 綬 মহেন্দ্র তাহার জিনিষপত্র লষ্টয়া বাহির হইয়। গেল । বিনোদনী শুষ্ঠগৃহে অনেকক্ষণ আড়ঙ্গের মত বসিয়া থাকিয়া অবশেষে নিজেকে যেন প্রাণপণ বলে সচেতন করিবার জন্তু বক্ষের কাপড় ছিড়িয়া আপনাকে নিষ্ঠুরভাবে আঘাত করিতে লাগিল। "