পাতা:বঙ্গদর্শন নবপর্যায় পঞ্চম খণ্ড.djvu/৬১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ সংখ্যা। ] ●ाशकद्र । や〉3 ৰামাদ্ধমাত্র দেখা যায়, আর দক্ষিণদিক হইতে দেখিলে দক্ষিণচক্ষুর দক্ষিণাৰ্দ্ধ দৃষ্ট হয়। এইজন্য দেবনাগরীতে “চ’র বক্রাংশ তাহার উৰ্দ্ধরেখার বামদিকে এবং বাঙলাতে দক্ষিণদিকে হয়, অর্থাৎ উভয়তই চক্ষু হইতে o কল্পিত ;– কেহ বা বামদিক, কেহ বা দক্ষিণদিক্‌ করিয়া লেখে, এইমাত্র প্রভেদ । ( R ) স্ব(২)অক্ষাৎ সেই রূপ। ইহার মাত্রা এবং মাত্রীর সঙ্গে যোগ করিবার সহ যে উৰ্দ্ধরেখাটুকু আছে, তাহা ত্যাগ マ থাকে, ইহাই প্রকৃত অক্ষর 1 তাহাকে বামদিক্‌ করিয়া লিখিলে (৪) দ্য এইরূপ হয়, তাই বাংল ছ। যেমন চক্ষু হইতে চ কেহ দক্ষিণ, কেহ বাম দিক্ হইতে লেখে, সেই প্রকার হস্ত * হইতে হ, তাহা দেবনাগরীতে দক্ষিণদিকের এবং বাঙলাতে বামদিকের প্রতিকৃতি অঙ্কিত করে, স্থলত দুইটি অক্ষরই এক । অন্তান্ত অক্ষরও যে বস্তুচিত্রোৎপন্ন, তাহার আভাস তন্ত্রশাস্ত্রে পাওয়া যায় । তাছাতে কোন কোণ অক্ষরের ষে অীকৃতি বর্ণিত আছে, তাহ নিম্নে প্রদশিত হইল । SLLLSBBB BBBBB DDDBBDS LDDDS বাস্তবিক এক প্রকার সামুদ্রিক শঙ্খ আছে, বাছার আকৃতির বহিত আকারের कठक मिण इङ्ग । ক্ট —“ইকারং পরমানগল্পগন্ধকুমমচ্ছবি।” - এ স্থলে কি কুসুম, তাহ বলা হয় নাই। কিন্তু ৰোধ হয়, কোন বিশেষ কুমুমের আকৃতি স্মরণ করিয়াই এই বর্ণনা করা হই प्रतििष्ट्र । ভ —“পীতচম্পকসঙ্কাশম্।” দন্ত —“রক্তবিদ্যুল্পতাকারং ঋকারং প্ৰণমাম্যহম্।” ন –“অঙ্কুশাকার ।” এই বর্ণের আকৃতি ঠিক অস্কুশের すマ | * E —“কোটিবিদ্যুল্লতাকার ।” ব। —“ত্রিশক্তি ও ত্রিবিন্দুযুক্ত এবং রক্তবিদ্যুল্লতা কার।” - উল্লিখিত বর্ণনাদ্বারা অন্তত ইহা বুঝিতে পারা যায় যে, তন্ত্রশাস্ত্রকায়গণ এই সকল বর্ণকে বিশেষ বিশেষ বস্তুচিত্রাকৃতি বলিয়৷ জানিতেন । কেহ জিজ্ঞাসা করিতে পারেন যে, মামা, দের অক্ষরের সহিত যে বিদেশীয় কোন কোন অক্ষরের ঐক্য দেখা যায়, তাহার কারণ কি ? ইহার উত্তরে আমরা বলিতে পারি যে, পুরাতন বিদেশীর অক্ষর যাহা দেখিয়াছি, তন্মধ্যে মিশরীয় বস্তুচিত্রাক্ষর সৰ্ব্বাপেক্ষা প্রাচীন, ইহার বরস খৃঃ পূঃ ৪••• বৎসর। ইহার কোন অক্ষরের সহিত দেৰনাগর কিংবা বঙ্গাক্ষরের কিছুমাত্র মিল নাই ৷ + বাহলীক বা উত্তর অশোকাক্ষর, কেন্ডিয়ার উত্তর গেমিটক অক্ষর, তুরস্কবংশীয় রাজ। কনিক্ষের অক্ষর এবং জেনা বা পারসীক অক্ষর, ইছাদের সহিতও উক্ত উভয়প্রকার অক্ষরের কোন একটির বিন্দুমাত্র সাদৃশু নাই। কেবল ফিনিশীয় এবং

  • "দোষ্ট্ৰে'চ বাজে৷ বাহুঃ পাণিহস্তে করস্তথা ।” ইতি ধনঞ্জয়: ।

f ‘छांङ्गओ'*बिक, अ|६१-ङांज, ४७४० जडेदJ ॥