পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম-সংখ্যা"। ] রাষ্ট্র ও নেশন । S్చరి) হইয়াছে । ধৰ্ম্মগত ঐক্যের অপেক্ষ আচারগত ঐক্য অধিক আছে ; আর সকলের উপর আছে রাষ্ট্রীয় ঐক্য । সমস্ত প্রজ এক রাষ্ট্ৰ,তন্ত্রের তুল্যরূপে অধীন । এই সমস্ত ঐক্যের ফলে ব্রিটিশ নেশন ; বহুশত বৎসর ব্যাপিয়া ইহার জীবন একটানে উন্নতির মুখে চলিয়াছে। এই ঐতিহাসিক প্রাচীনতা প্রত্যেক ব্রিটিশ প্রজার আর একটা গৌরবের কথা—মার একটা ঐক্যসাধন বন্ধন । আইরিশ জাতির বাসভূমি ব্রিটিশ দ্বীপ হইতে বিচ্ছিন্ন ; তদ্ভিন্ন জাতিগত, ভাষাগত ও ধৰ্ম্মগত অনৈক্য বৰ্ত্তমান ; সকলের উপরে আইরিশ জাতি আপনাদের পরাজয়ের ও অপমানের কাহিনী এখনও ভুলিতে পারে নাই ; ইংরাজ ঐতিহাসিকেরা ও তাহ। ভুলিবার অবসর দেন নাই । এখানে রাষ্ট্রীয় একতা সত্ত্বে ও আইরিশ জাতি ব্রিটিশ নেশনের কলেবরে মিশিতে পারে নাই । ফরাসীদেশের ভৌগোলিক সীমারেখা প্রায় চারিদিকেই স্পষ্ট ; কেবল উত্তর-পূৰ্ব্ব কোণে সুচিহুিত সীমা নাই । সেই দিকেই গোল । স্বাইবারিয় ও কেন্ট ও জৰ্ম্মাণ একত্র মিশিয়া ফরাসী জাতি উৎপন্ন হইয়াছে ; প্রত্যেক ফরাসীর দেহে বোধ হয় তিনের রক্তই বর্তমান। ধৰ্ম্মগত, আচারগত, ভাষাগত, একতা অনেকটা বৰ্ত্তমান আছে । ফরাসী সাহিত্যের ও ফরাসী বিজ্ঞানের গৌরবে ফরাসীমাত্রই অধিকারী। অার একটা একতা প্রতিৰেশী জৰ্ম্মাণের প্রতি বিদ্বেষে । फेब्रांमौग्न थोईौन हेडिहांन छन्átि५ब्र *प्राथद्रकांश्मिौ नून:भून चब्र१ कब्राहेब्र ফরাসীর ঐক্য বার্তা ঘোষণা করে। . এই সকল ঐক্যের ফলে ফরাসী নেশন । তার পর জার্মাণ নেশন । এই জাতিতে ংশগত বিশুদ্ধি যতটা আছে, ততটা অন্ত জাতিতে আছে কি না, সন্দেহ । জৰ্ম্মাণের শরীরে পুরাতন রোমসাম্রাজ্যের বিপ্লাবক টিউটনের রক্ত প্রায় বিশুদ্ধ অবস্থায় বর্তমান বলিয়া জৰ্ম্মাণ শ্লাঘা করেন। তদুপরি ভাষাগত ও আচারগত ঐক্য ত আছেই। তথাপি চল্লিশ বৎসর পূৰ্ব্বে জৰ্ম্মাণ নেশন ছিল না। জন্মাণ নেশন উনবিংশ শতাব্দীর শেষাদ্ধের স্বষ্টি । জৰ্ম্মাণ নেশন জমাট বাধিতে এত সমর লাগিবার কারণ কি ? যে একতাবন্ধনে নেশনের উৎপত্তি, সেই একত। জৰ্ম্মাণ- ' জাতিমধ্যে প্রচুর পরিমাণে বর্তমান ছিল, তথাপি জৰ্ম্মাণ নেশন জমাট বাধে নাই, ইহার অর্থ আলোচনার যোগ্য । প্রথমেই দেখা যায়, জৰ্ম্মণির সুনির্দিষ্ট সীমা নাই । উত্তরে ডেনমার্কের ও হলণ্ডের লো জৰ্ম্মাণ, পশ্চিমে ফরাসী, দক্ষিণে হাঙ্গেরীয়ান ও ভুকি, পূৰ্ব্বে সুবি জাতি, এই বিভিন্নভাৰ্ষি-বিভিন্নজাতির মধ্যে জন্মাণের বাস। কোন উন্নত পৰ্ব্বত প্রাচীর বা কোন সাগরশাখা ব্যবধানস্বরূপ হইয়া জৰ্ম্মাণের ভৌগোলিক সীমারেখার নির্দেশ করে নাই । জৰ্ম্মাণ ঠিক জানে না, উত্তরে ও পশ্চিমে ও দক্ষিণে ও পূৰ্ব্বে কোথায় উহার বাসভূমির শেষ ; কোন রেখা পার হইয়াসে পদার্পণ কপ্লিবে না ; তাহার প্রতিবেশীরাও জানে না,কোন রেখা পার হইলে জৰ্ম্মাণের স্বদেশে জনধিকারপ্রবেশ ঘটবে। ফলে পার্শ্ব